বৃত্তচাপীয় দ্বীপমালা কী,বৃত্তচাপীয় দ্বীপমালা কাকে বলে? what is Island Arch

 ● বৃত্তচাপীয় দ্বীপমালা (Island Arch) :

সমুদ্রতলে দুটি অভিসারী সামুদ্রিক পাত যখন পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়, তখন অপেক্ষাকৃত বেশি ঘনত্বের ভারী পাতটি অন্য পাতের নীচে প্রবেশ করে। গভীরে প্রবেশের কারণে ভূগর্ভস্থ অধিক উয়তায় পাত গলে যায় এবং গলিত পদার্থ বেরিয়ে এসে সমুদ্রতলদেশে সঞ্চিত হতে থাকে। ক্রমাগত গলিত ম্যাগমা সঞ্ছিত হয়ে তা একসময় জলের ওপরে জেগে উঠে দ্বীপ গঠন করে। যখন এরূপ অসংখ্য দ্বীপ বৃত্তের আকারে অবস্থান করে, তখন তাকে বৃত্তচাপীয় দ্বীপমালা বলে।

উদাহরণ :   ভারত মহাসাগরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের ফিলিপাইনস্ দ্বীপপুঞ্জ প্রভৃতি।


★★অভিসারী পাতসীমান্তকে 'বিনাশকারী পাতসীমান্ত বলা হয় কেন?

উত্তর=  অভিসারী পাতসীমান্তকে ‘বিনাশকারী পাত সীমান্ত’ বলার কারণ—
 ১. মহাদেশীয় ও মহাসাগরীয় পাত পরস্পরের দিকে অগ্রসর লে ভারী মহাসাগরীয় পাত, মহাদেশীয় পাতের নীচে প্রবেশ করে ও মুদ্রিক খাত সৃষ্টি করে। যেমন— প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। 
২. নিমজ্জিত পাতের কিছু অংশ অ্যাস্থেনোস্ফিয়ারে প্রবেশ করে অত্যধিক উন্নতায় গলতে থাকে।

এইভাবে দুটি পাতের সংঘর্ষ হলে নিমজ্জিত অংশটি ধ্বংসপ্রাপ্ত হয়। তাই অভিসারী পাতসীমানাকে বিনাশকারী বা ধ্বংসাত্মক পাতসীমানা (Destructive Plate Margin) বলে।

মেলাঙ্গে :    

 দুটি পাতের পরস্পর সংঘর্ষের ফলে যখন সমুদ্রখাতের সৃষ্টি হয় সেখানে পাললিক শিলা, উচ্চচাপে রূপান্তরিত শিলা, বিভিন্ন পাতের টুকরো, আগ্নেয় পদার্থ প্রভৃতির সমন্বয়ে একটি মিশ্র পদার্থের সৃষ্টি হয়। একে মেলাঙ্গে বলে।


● ফ্ৰেকটেকটনিকস্ :

 একটি মহাদেশ ও একটি মহাসাগরীয় পাত পরস্পর সংঘর্ষে লিপ্ত হলে কখনো কখনো মহাসাগরীয় পাতটির একটি ফালির মতো অংশ মহাদেশীয় পাতের ওপরে উঠে যায় এবং বাকি অংশটি মহাদেশের নীচে নিমজ্জিত হয়। একে বলা হয় ফ্লেকটেকটনিকস্।

Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)