গ্রামীণ বসতির প্রকারভেদ (Types of Rural Settlement)
■ গ্রামীণ বসতির প্রকারভেদ (Types of Rural Settlement) অনেকগুলি বাসগৃহের সমন্বয়ে একটি বসতির রূপ পায়। একটি গ্রামীণ বসতি গড়ে ওঠে সাধারণত জীবন ধারণের জন্য প্রাকৃতিক উপকরণ সংগ্রহ এবং প্রাকৃতিক কার্যাবলীর উপর নির্ভর করে। সাধারণভাবে জনবসতির অবস্থানের পরিপ্রেক্ষিতে এবং বাসগৃহের মধ্যাকার ব্যবধানের ভিত্তিতে বসতিকে তিনভাগে ভাগ করা যায়। যথা — A. সংঘবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ বা পিণ্ডাকৃতি বসতি (Compact Settlement)। B. ইতস্তত বা বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন বসতি (Dispersed Settlement)। C. রৈখিক বা দণ্ডাকৃতি বসতি (Linear Settlement)।