অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় MCQ Sort Question
1. কোন্ শিলায় জীবাশ্ম দেখা যায়?*
উত্তর-পাললিক শিলায়
2. রেললাইনের মাঝে পড়ে থাকা শিলার নাম কী?
উত্তর-ব্যাসল্ট শিলা
3. সমুদ্রের তলদেশে কোন্ শিলার সৃষ্টি হয়?
উত্তর- পাললিক শিলায়
4. স্তরায়ণ তল কোন্ শিলায় দেখা যায়?**
উত্তর - পাললিক শিলায়
একটি সংঘাত পাললিক শিলার উদাহরণ দাও। *
উত্তর-বেলেপাথর
5.দুটি নিঃসারী আগ্নেয় শিলার নাম লেখো?
উত্তর - ব্যাসল্ট, টুফ
6.ভূঅভ্যন্তরে সৃষ্ট আগ্নেয় শিলাকে কী বলে?
উত্তর - উদ্বেধী শিলা
7. কোন্ শিলার মধ্যে কয়লা, খনিজ তেল পাওয়া যায় ?***
উত্তর-পাললিক শিলায়
8. জৈবিক উপায়ে গঠিত একটি অসংঘাত শিলার নাম লেখো?
উত্তর- চুনাপাথর/কয়লা
9. সোনার কেল্লা, লালকেল্লা কোন্ শিলায় গঠিত? ★
উত্তর-বেলেপাথর
10. ভারতের ছোটোনাগপুর অঞ্চল প্রধানত কোন্ শিলায় গঠিত?*
উত্তর-গ্রানাইট
11.একটি মৌলিক খনিজের নাম লেখো?
উত্তর - হিরে
12. একটি যৌগিক খনিজের নাম লেখো?
উত্তর-অর্থোক্লেজ ফেল্ডসপার
13. সবচেয়ে কঠিন খনিজ কোন্টি?*
উত্তর-হিরে (ডায়মন্ড)
14. ছোটোনাগপুর মালভূমি ছাড়া ভারতের আর একটি মালভূমির নাম করো যা বিশেষভাবে খনিজ সম্পদ দ্বারা সমৃদ্ধ?
উত্তর-দাক্ষিণাত্য মালভূমি
15. কাকে ‘ভারতের খনিজ সম্পদের ভাঙার' বলা হয়?
উত্তর-ছোটোনাগপুর মালভূমিকে
16. মোহ্ স্কেল অনুযায়ী ক্যালসাইটের কাঠিন্য মাত্রা কত? **
উত্তর- 3
17. নুড়িযুক্ত বেলেপাথরকে কী বলে?
উত্তর-কংগ্লোমারেট
18. ভারতের কোথায় চুনাপাথরের গুহা দেখা যায় ?
উত্তর-অন্ধ্রপ্রদেশের বোরাগুহা
19. উদয়গিরি, খণ্ডগিরির মন্দির কোন শিলায় তৈরি?
উত্তর-বেলেপাথর
20. দক্ষিণ ভারতের মহাবালেশ্বর মন্দির কোন শিলায় গঠিত?
উত্তর-গ্রানাইট
21. জীবের দেহাবশেষ বিয়োজিত হয়ে কীসে পরিণত হয়?
উত্তর-হিউমাস-এ
22. অভ্র কয়প্রকার ও কী কী?
উত্তর-দুই প্রকার – (a) মাসকোভাইট, (b) বায়োটাইট
23. গ্রানাইট শিলার বর্ণ কী?
উত্তর-হালকা সাদা, ধূসর থেকে গোলাপি রং
24. রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সৃষ্ট রূপান্তরিত শিলার একটি উদাহরণ দাও।
উত্তর-অ্যান্ডালুসাইট থেকে সিলিমেনাইট
25.ব্যাসল্ট শিলা গঠনকারী প্রধান খনিজগুলি কী কী?
উত্তর-কোয়ার্টজ, •ফেল্ডসপার, অলিভি ও পাইরক্সিন
26.গ্রানাইট কী জাতীয় শিলা?
উত্তর-আগ্নেয় শিলা
27.কোন্ খনিজের উপস্থিতির জন্য গ্রানাইট শিলা চকচক করে?
উত্তর- মাইকা বা অভ্র
28.রাসায়নিক উপায়ে গঠিত একটি পাললিক শিলার নাম বলো।
উত্তর-চুনাপাথর
29.ফেল্ডসপারের মূল উপাদান কী? অনুরূপ প্রশ্ন : পটাশিয়াম কোন্ খনিজের মূল উপাদান?
উত্তর-পটাশিয়াম
30.ফেন্ডসপার কী কাজে ব্যবহৃত হয়? *
উত্তর-কাচ তৈরিতে ও সেরামিক শিল্পে
Comments
Post a Comment