Posts

Showing posts from July 11, 2021

নবম শ্রেণীর ইতিহাস মডেল এক্টিভিটি টাস্ক উত্তর(Part-4)

  Class History  9 Model Activity Task Answer: - ১. সঠিক উত্তরটি নির্বাচন করো : (ক) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ______________(চতুর্দশ লুই/পঞ্চদশ লুই/ষোড়শ লুই/নেপোলিয়ন)। উত্তরঃ - ষোড়শ লুই (খ) ‘ কাদিদ’ নামক গ্রন্থটি রচনা করেছিলেন__________ (রুশো/ভলতেয়ার/মস্তেস্কু/দিদেরো)। উত্তরঃ  ভলতেয়ার (গ) ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির যাদুঘর’ বলে মন্তব্য করেছিলেন____________ (নেপোলিয়ন/রোবসপিয়ের/মিরাবো/অ্যাডাম স্মিথ)। উত্তরঃ-  অ্যাডাম স্মিথ কস্তম্ভের সাথে খ- স্তম্ভ মেলাও : রোবসপিয়ের ----------> সন্ত্রাসের শাসন ডিউক অব ওয়েলিংটন -------------> ইংরেজ সেনাপতি কুটজফ ------------------> রুশ সেনাপতি ৩. দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :  ( ক) কারা ‘ইনটেনডেন্ট' নামে পরিচিত ছিলেন? উত্তর - ফ্রান্সে প্রাক-বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা 'ইনটেনডেন্ট’ নামে পরিচিত ছিল।  (খ) “লিজিয়ন অব অনার' কী? উত্তর -"লিজিয়ন অব অনার" হলো- ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বা সম্মাননা।এই পুরস্কার পেয়েছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। প্যার...

Class 9 Geography Model Activity Task Part-4( In June,2021)

ক্লাস 9 পরিবেশ ও ভূগোল মডেল এক্টিভিটি টাস্ক উত্তর:   ১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১.১ সৌরজগতের বহিঃস্থ গ্রহগুলির যে বৈশিষ্ট্যটি থাকেনা সেটি হলো— ক) এরা আকারে বড় খ) এদের নির্দিষ্ট কক্ষপথ আছে গ) এরা কঠিন শিলায় গঠিত ঘ) এরা সূর্য থেকে অনেক দূরে অবস্থিত উত্তরঃ -  গ) এরা কঠিন শিলায় গঠিত ১.২ সূর্যের উত্তরায়নের শেষ সীমা হলো— ক) মকরক্রান্তি রেখা খ) কর্কটক্রান্তি রেখা গ) কুমেরুবৃত্ত রেখা ঘ) সুমেরুবৃত্ত রেখা উত্তরঃ-  খ) কর্কটক্রান্তি রেখা ১.৩ মানবিক সম্পদের একটি উদাহরণ হলো ক ) সূর্যালোক খ) প্রাকৃতিক গ্যাস গ) দক্ষতা ঘ) ভূতাপ শক্তি উত্তরঃ-  গ) দক্ষতা ২. বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখো : ২.১ নিরক্ষরেখায় অভিকর্যের মান সর্বাধিক। উত্তরঃ- "ভুল" ২.২ কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে আয়ন বায়ু বামদিকে বেঁকে প্রবাহিত হয়। উত্তরঃ-   "ভুল" ২.৩ অচিরাচরিত শক্তির একটি উৎস জোয়ারভাটা শক্তি। উত্তরঃ- "সত্য" ৩. সংক্ষিপ্ত উত্তর দাও: ৩.১ কোন একটি নিরপেক্ষ সামগ্রী সম্পদ হয়ে ওঠার শর্ত গুলি উল্লেখ করো। উত্তর : পরিবেশের যে সমস্ত বস্তু বা সা...

Class 9 Bangali Model Activity Task Answer Part-4 (In July 2021)

  ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১.১ ঈশান হলো—  ক) উত্তর-পূর্ব কোন খ) উত্তর-পশ্চিম কোণ গ) দক্ষিণ-পূর্ব কোণ ঘ) পশ্চিম কোণ উত্তর:   ক) উত্তর-পূর্ব কোন ১.২ ‘আজ আমার সংসার চলবে কীভাবে?’ – প্রশ্নটি করেছে ক) সূচক খ) জানুক খ) ধীবর ঘ) রাজশ্যালক উত্তর :  খ) ধীবর ১.৩ 'বন্ধুগণ হাসবেন না।' – একথা বলেছে ক) ইলিয়াস খ) শাম-শেমাগি গ) মহম্মদ শা ঘ) মহম্মদ শার জনৈক আত্মীয়   উত্তর:  ক) ইলিয়াস ১.৪ ‘মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ।' বক্তার লাভ হয়েছিল ক) পাঁচ টাকা খ) দশ টাকা গ) পনেরো টাকা ঘ) কুড়ি টাকা উত্তর;  খ) দশ টাকা ১.৫ ‘নোঙর’ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত – ক) কুসুমের মাস খ) শাদা মেঘ কালো পাহাড় গ) পাতাল কন্যা ঘ) ছায়ার আলপনা উত্তর:   খ) শাদা মেঘ কালো পাহাড় ২) কম-বেশি ১৫টি শব্দের মধ্যে উত্তর লেখো:   ২.১ ….….... প্ৰজা চমকিত।" – প্ৰজা চমকিত কেন? - উত্তর - কলিঙ্গদেশে প্রবল ঝড় ও বজ্রপাতের কারণে মাঠের শস্য উল্টে লন্ডভন্ড হয়ে যায় ,এই অবস্থা দেখে প্রজারা চমকিত হয়েছিল। ২.২ ধীবর-বান্ত’ নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায়? উত্তর - "ধীবর-বৃত্তান্ত" ...

Class 6 Bengali Model Activity Task Answer(Part-4)

  ১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:  ১.১ ‘ভবঘুরে’ কবিতায় 'শুকনো খড়ের আঁটি' রয়েছে - ( ক) অশ্বত্থ গাছের নীচে (খ) মাঠ (গ) গোলাঘরে (ঘ) নৌকোর খোলে উত্তর : (ঘ) নৌকোর খোলে ১.২ ‘তাকে আসতে বলবে কাল।'— আসতে বলা হয়েছে- (ক) শংকর সেনাপতিকে (থ) অভিমন্যু সেনাপতিকে (গ) বিভীষণ দাশকে (ঘ) পঞ্চানন অপেরার মালিককে উত্তর : (খ) অভিমন্যু সেনাপতিকে ১.৩ ‘আকাশে নয়ন ভুলে’ দাঁড়িয়ে রয়েছে- (ক) বুনো পাহাড় (থ) মরুভূমি (গ) প্রভাত সূর্য  (ঘ) পাইন গাছ উত্তর : (ঘ) পাইন গাছ ১.৪ 'যেতে পারি কিন্তু কেন যাব' কাব্যগ্রন্থটির রচয়িতা ( ক) নীরেন্দ্রনাথ চক্রবর্তী (খ) অরুণ মিত্র (গ) শক্তি চট্টোপাধ্যায় (ঘ) অমিয় চক্রবর্তী উত্তর : ( গ) শক্তি চট্টোপাধ্যায় ১.৫ পূর্ববঙ্গের মাহুতের ভাষায় 'মাইল' শব্দের অর্থ (ক) পিছনে যাও (খ) সাবধান (গ) বস (ঘ) কাত হও উত্তর  ( খ) সাবধান ২. খুব সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ২.১ ‘ও তো পথিকজনের ছাতা' – পথিকজনের ছাতা কোনটি? উত্তর:    নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা 'ভরদুপুরে কবিতা'য় অশথ গাছটিকে পথিক জনের ছাতা বলা হয়েছে। ২.২ ‘এখানে বাতাসের ভিতর সবসময় ...

অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মডেল এক্টিভিটি টাস্ক প্রশ্ন -উত্তর( 2021)

Image
  ১. ঠিক উত্তর নির্বাচন করো : ১.১ চাপের SI একক হলো -  ( ক) নিউটন  (খ) নিউটন বর্গমিটার  (গ) নিউটন/বর্গমিটার  (ঘ) নিউটন/বর্গমিটার।  উত্তরঃ-  (গ) নিউটন/বর্গমিটার ১.২ আইসোবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলো এদের −  (ক) ভর সমান  (খ) প্রোটনসংখ্যা সমান  (গ) নিউট্রনসংখ্যা সমান  (ঘ) ভরসংখ্যা সমান  উত্তরঃ-   (ঘ) ভরসংখ্যা সমান   ১.৩ যে কোশীয় অঙ্গাণুর মধ্যে পুরোনো জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো - (ক) মাইটোকনড্রিয়া  (খ) রাইবোজোম  (গ) নিউক্লিয়াস  (ঘ) লাইসোজোম ৷ উত্তরঃ- ( ঘ) লাইসোজোম  ৩) সংক্ষিপ্ত উত্তর দাও : ২.১ এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে?  উত্তর- এক কিলোগ্রাম ভরের বস্তূকে পৃথিবী (1×9.8) নিউটন = 9.8 নিউটন বল দিয়ে আকর্ষণ করে ২.২ লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দেওয়া হলো - Na, Fe, (H), Cu, || এই তথ্য থেকে তড়িৎধনাত্মক ধাতুটিকে চিহ্নিত করো। উত্তর- সবচেয়ে তড়িৎ ধনাত্বক ধা...

Class 8 English Model Activity Task Answer InJuly(2021)

Activity:1 Answer The Following Question 1) What happened as Jon lay fast asleep? Ans : When Jon laid fast asleep he fell to dreaming where the seasons turned rapidly. (ii) How did the squall arise suddenly ? Ans :  During the time of asleep, Jon turned his bed, so the cap on his head twisted round and suddenly arise the squall. (iii) Describe the condition of the ship in the squall. Ans :  Suddenly the squall hit the ship without a warning and a whirlwind tearing the boat sails and snapping the spars. (iv) What did the sailors do to stop the squall? Ans :  The sailors cried and blamed to Jon for the squall. So they shouted in anger and fear and tried to rid the cap off his head. Activity: 2 Rewrite the following sentences using Future Perfect tense. One is done for you: (i) By this time next year Divya will be attending her university classes. Ans :  By this time next year Divya will have attended her university classes. ER (ii) I shall be finishing my lesson by t...

অষ্টম শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্ন-উত্তর(2021)

 ১. সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো :  (ক) ১৭১৭ খ্রিষ্টাব্দে_________________ কে বাংলার নাজিম পদ দেওয়া হয় -        ● মুর্শিদকুলি খান        ● সাদাৎ খান         ●  আলিবর্দি খান   উত্তরঃ - মুর্শিদকুলি খান  (খ) ১৭২২ খ্রিষ্টাব্দে এর নেতৃত্বে অযোধ্যা এবং স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে-        ● নিজাম-উল-মুলক       ● সাদাৎ খান        ●  সফদর জং উত্তরঃ - সাদাৎ খান  (গ) ১৭২৪ খ্রিষ্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন_______________।     ● (ফররুখশিয়র      ●  নিজাম-উল-মুলক      ●সাদাৎ খান উত্তরঃ- নিজাম-উল-মুলক ২ . সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো : সলবাই ( সন্ধি চুক্তি )=১৮৭২( সময়কাল )= কোম্পানি ও মারাঠা সর্দার( সাক্ষরকারী )= কোম্পানির সঙ্গে মারাঠার সুসম্পর্ক ( ফলাফল ) বেসিন (  সন্ধি চুক্তি) =  ১৮০২ খ্রি:’( সময়কাল)      =  কোম্পানি ও পেশোয়া  ( ...

অষ্টম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্ন-উত্তর(2021)

  ১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১.১ -বিষয়ে পৃথিবীতে কোনো জাতিই আরবদিগের তুল্য নহে।' ( ক) যুদ্ধবিগ্রহ (খ) দয়াপ্রদর্শন  (গ) বৈরসাধন   ঘ) আতিথেয়তা উত্তর:- ঘ) আতিথেয়তা ১.২ ‘আমার কাছে কীরূপ আচরণ প্রত্যাশা করো?’ বক্তা হলেন- (ক) সেলুকস খ) সেকেন্দার (গ) পুরু (ঘ) চন্দ্রগুপ্ত উত্তর;-  খ) সেকেন্দার ১.৩ ‘পশ্চিমে কুঁদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়।’ – টেনিদাকে একথা বলেছে- (ক) হাবুল সেন (খ) ক্যাবলা (গ) প্যালা (ঘ) ভন্টা উত্তর;- (খ) ক্যাবলা ১.৪ মাইকেল মধুসূদন দত্ত যেই জাহাজ থেকে তাঁর বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিলেন, সেটির নাম- (ক) ভার্সাই (খ) সীলোন (গ) মলটা (ঘ) টাইটানিক উত্তর;- খ) সীলোন ২.নিচের প্রশ্ন গুলি সংক্ষিপ্ত উত্তর দাও : ২.১) ‘মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম’- কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন? উত্তর - বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘ বোঝাপড়া ' কবিতায় উপরউক্ত লাইনে বোঝাতে চেয়েছেন সুপ্রাচীন কাল থেকেই এমনি রকম হয়ে আসছে। এমনি রকম কথার অর্থ হল পৃথিবীর কোন মানুষেই সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারে না, সকলকে ভালবাসতে পারে না। সে যেমন অন্যের প্রতারনার শিকার হচ্ছে ঠিক তেমনি ...