নবম শ্রেণীর ইতিহাস মডেল এক্টিভিটি টাস্ক উত্তর(Part-4)
Class History 9 Model Activity Task Answer: - ১. সঠিক উত্তরটি নির্বাচন করো : (ক) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ______________(চতুর্দশ লুই/পঞ্চদশ লুই/ষোড়শ লুই/নেপোলিয়ন)। উত্তরঃ - ষোড়শ লুই (খ) ‘ কাদিদ’ নামক গ্রন্থটি রচনা করেছিলেন__________ (রুশো/ভলতেয়ার/মস্তেস্কু/দিদেরো)। উত্তরঃ ভলতেয়ার (গ) ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির যাদুঘর’ বলে মন্তব্য করেছিলেন____________ (নেপোলিয়ন/রোবসপিয়ের/মিরাবো/অ্যাডাম স্মিথ)। উত্তরঃ- অ্যাডাম স্মিথ কস্তম্ভের সাথে খ- স্তম্ভ মেলাও : রোবসপিয়ের ----------> সন্ত্রাসের শাসন ডিউক অব ওয়েলিংটন -------------> ইংরেজ সেনাপতি কুটজফ ------------------> রুশ সেনাপতি ৩. দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ( ক) কারা ‘ইনটেনডেন্ট' নামে পরিচিত ছিলেন? উত্তর - ফ্রান্সে প্রাক-বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা 'ইনটেনডেন্ট’ নামে পরিচিত ছিল। (খ) “লিজিয়ন অব অনার' কী? উত্তর -"লিজিয়ন অব অনার" হলো- ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বা সম্মাননা।এই পুরস্কার পেয়েছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। প্যার...