Posts

Showing posts from July 25, 2021

Human Geography: school of thought of Human Geography(erman school,French school,British school)

. মানবীয় ভূগোলের বিভিন্ন স্কুলের ধারণা (School of thought of Human Geography) : অষ্টাদশ শতাব্দীতে ইমানুয়েল কান্ট ভূগোলের যে দার্শনিক ভিত্তি স্থাপন করেছিলেন তাকে হামবোল্ট ও রিটার ঊনবিংশ শতাব্দীতে আরো উন্নতি ঘটিয়েছিলেন এবং মানবীয় ভূগোলকে একটি স্বতন্ত্র শাখা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। হামবেল ও রিটার এর মৃত্যুর পর পরবর্তী পর্যায়ে মানবীয় ভূগোলের ধারণা, উদ্দেশ্য ও পরিধি প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক দার্শনিক পরিবর্তন ঘটেছে। মানবীয় ভূগোলের প্রধান প্রধান ধারণা ও পদ্ধতিগুলি গড়ে উঠেছিল জার্মানির মানবীয় ভৌগোলিকনে দ্বারা, এর পরবর্তী পর্যায়ে যথাক্রমে ফরাসি, ব্রিটিশ, আমেরিকান এবং রাশিয়ান মানবীয় ভূগোলবিদের দ্বারা মানবীয় ভূগোলের ধারণা বিভিন্ন দেশে গড়ে উঠেছিল। সেই ধারণা গুলিকে সেই দেশের পরিপ্রেক্ষিতে মানবীয় ভূগোেলর চিন্তার বা ধারণার স্কুল (School of Thought) বলা হয়।

Human Geography: Relation of Human Geography with Other Social Sciences and Branches of Human Geography

 ■ সমাজ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের সাথে মানবীয় ভূগোলের সম্পর্ক (Relation of Human Geography with Other Social Sciences) মানবীয় ভূগোল সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মানবীয় জনসংখ্যা, মানুষ পরিবেশ সম্পর্ক, মানুষের কার্যকলাপ এবং মানব সমাজের দৈশিক অবস্থার অধ্যায়ন করে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের জীবনযাত্রার মধ্যে যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। এই কারণে অনুমান করা হয় যে মানবীয় ভূগোল অন্ত বিষয়ক প্রকৃতির (Interdiscliplinar Nature) । ফলস্বরূপ সমাজবিজ্ঞানের অন্যান্য উপশাখার সাথে মানবীয় ভূগোলের যোগসূত্রতা রয়েছে। নিচে মানবীয় ভূগোলের বিভিন্ন শাখার সাথে সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখার সম্পর্কের ধরণ নিম্নে আলোচনা করা হল—

Human Geography: write the Contribution of Humboldt and Ritter, Objectives of Human Geography.

 ●● অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে মানবীয় ভূগোলে জার্মান ভৌগোলিকদের অবদান  : আধুনিক ভূগোলর প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ভন হামবোল্ট ও কার্ল রিটার এর অবদান কালকে ভৌগোলিক জ্ঞান ক্রমবিকাশের ইতিহাসে আধুনিক ধ্রুপদী কাল (Modern Classical Period) নামে অভিহিত করা হয়।

Human Geography;: the Nature and Scope of Human Geography (GeographyHonour)

Image
 ★★ মানবীয়ভূগোলের পরিধি (Scope of Human Geography) মানবীয় ভূগোলর প্রধান কেন্দ্রবিন্দুই হল মানুষ কিন্তু মানবীয় ভূগোলর পরিধি শুধুমাত্র কিন্তু মানুষ পরিবেশের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এর বিজ্ঞানভিত্তিক দৃষ্টিকোণও রয়েছে। বিভিন্ন বিজ্ঞানী তাই সর্বদাই এই মানবীয় ভূগোলের পরিধিকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কিন্তু তা সর্বক্ষেত্রে যথাযথ হয়নি। তবে এদের মধ্যে কয়েকজন মানবীয় ভূগোলবিদের নাম বিশেষ উল্লেখযোগ্য, যেমন, ই.হান্টিংটন, এ.ভি পারপিলো, ভি সি. ফ্রিঞ্জ ও জি.টি ট্রিওয়ার্থা, যারা মানবীয় ভূগোলের পরিধিকে নিজস্ব দৃষ্টিভঙ্গীতে ব্যাখ্যা করেছেন মানবীয় ভূগোলর পরিধি নিম্নে আলোচনা করা হল বিভিন্ন মানবীয় ভূগোলবিদদের ধারণার পরিপ্রেক্ষিতে—

Human Geography: Introduction to Human Geography(Chapter-1)

 ■ মানবীয় ভূগোলের সংজ্ঞা (Definition of Human Geography) : " Human Geography is the Science which studies spatial distribution of human being and cultural facts on the surface of the Earth". অর্থাৎ “মানবীয় ভূগোল এমনই এক বিজ্ঞান, যা মানুষের স্থানিক বণ্টনের সাথে সাথে পৃথিবীর ভূপৃষ্ঠের সাংস্কৃতিক দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করেছেন।” মানবীয় ভূগোলের সংজ্ঞাগুলি নিম্নে আলোচনা করা হল—