Human Geography: school of thought of Human Geography(erman school,French school,British school)
. মানবীয় ভূগোলের বিভিন্ন স্কুলের ধারণা (School of thought of Human Geography) : অষ্টাদশ শতাব্দীতে ইমানুয়েল কান্ট ভূগোলের যে দার্শনিক ভিত্তি স্থাপন করেছিলেন তাকে হামবোল্ট ও রিটার ঊনবিংশ শতাব্দীতে আরো উন্নতি ঘটিয়েছিলেন এবং মানবীয় ভূগোলকে একটি স্বতন্ত্র শাখা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। হামবেল ও রিটার এর মৃত্যুর পর পরবর্তী পর্যায়ে মানবীয় ভূগোলের ধারণা, উদ্দেশ্য ও পরিধি প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক দার্শনিক পরিবর্তন ঘটেছে। মানবীয় ভূগোলের প্রধান প্রধান ধারণা ও পদ্ধতিগুলি গড়ে উঠেছিল জার্মানির মানবীয় ভৌগোলিকনে দ্বারা, এর পরবর্তী পর্যায়ে যথাক্রমে ফরাসি, ব্রিটিশ, আমেরিকান এবং রাশিয়ান মানবীয় ভূগোলবিদের দ্বারা মানবীয় ভূগোলের ধারণা বিভিন্ন দেশে গড়ে উঠেছিল। সেই ধারণা গুলিকে সেই দেশের পরিপ্রেক্ষিতে মানবীয় ভূগোেলর চিন্তার বা ধারণার স্কুল (School of Thought) বলা হয়।