অম্ল বৃষ্টি (Acid Rain):সংজ্ঞা,অম্ল বৃষ্টির কারণ,অম্লবৃষ্টির প্রভাব,অম্লবৃষ্টি নিবারণের উপায়
Content ● সংজ্ঞা বা (Definition) ● অম্ল বৃষ্টি কবলিত দেশসমূহ (Countries affected by Acid Rain) ● অম্ল বৃষ্টির কারণ (Causes of Acid rain) ● পরিবেশের উপর অম্লবৃষ্টির প্রভাব (Effects of Acid Rain on Environment) ● অম্লবৃষ্টি নিবারণের উপায় (Prevention of Acid Rain) ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ■ অম্ল বৃষ্টি (Acid Rain ) বায়ুদূষণের অন্যতম ক্ষতিকারক ফল হল অম্লবৃষ্টি। প্রধানত যে সকল অঞ্চলে কলকারখানা, যানবাহন, ধাতুনিষ্কাশন বৃল্লি থেকে নির্গত গ্যাস বায়ুমণ্ডলে সালফার ও নাইট্রোজেন অক্সাইড জমা হয়। সেই পদার্থগুলি বৃষ্টির সঙ্গে মিশে অ্যাসিড বা অম্লবৃষ্টি রূপে পৃথিবীতে নেমে আসে। অম্লবৃষ্টি পরিবেশ দূষণের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। সংজ্ঞা বা (Definition): নাইট্রোজেন অক্সাইড (No.) এবং সালফার অক্সাইড (So.) বায়ুমণ্ডলে বৃষ্টির জলের সহিত মিশে যথাক্রমে নাইট্রিক ও সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়। এইসব অ্যাসিড বৃষ্টির ফোটার সহিত মিশ্রিত হয়ে মাটিতে এসে পড়ে তখন তাকে অম্লবৃষ্টি বলে। • অম্ল বৃষ্টি কবলিত দেশসমূহ (Countries affected by Acid Rain) : শিল্পোন্নত দেশগুলি...