Posts

Showing posts from August 1, 2021

অম্ল বৃষ্টি (Acid Rain):সংজ্ঞা,অম্ল বৃষ্টির কারণ,অম্লবৃষ্টির প্রভাব,অম্লবৃষ্টি নিবারণের উপায়

Content ● সংজ্ঞা বা (Definition) ● অম্ল বৃষ্টি কবলিত দেশসমূহ (Countries affected by Acid Rain) ● অম্ল বৃষ্টির কারণ (Causes of Acid rain) ● পরিবেশের উপর অম্লবৃষ্টির প্রভাব (Effects of Acid Rain on Environment) ● অম্লবৃষ্টি নিবারণের উপায় (Prevention of Acid Rain) ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖   ■ অম্ল বৃষ্টি (Acid Rain ) বায়ুদূষণের অন্যতম ক্ষতিকারক ফল হল অম্লবৃষ্টি। প্রধানত যে সকল অঞ্চলে কলকারখানা, যানবাহন, ধাতুনিষ্কাশন বৃল্লি থেকে নির্গত গ্যাস বায়ুমণ্ডলে সালফার ও নাইট্রোজেন অক্সাইড জমা হয়। সেই পদার্থগুলি বৃষ্টির সঙ্গে মিশে অ্যাসিড বা অম্লবৃষ্টি রূপে পৃথিবীতে নেমে আসে। অম্লবৃষ্টি পরিবেশ দূষণের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। সংজ্ঞা বা (Definition): নাইট্রোজেন অক্সাইড (No.) এবং সালফার অক্সাইড (So.) বায়ুমণ্ডলে বৃষ্টির জলের সহিত মিশে যথাক্রমে নাইট্রিক ও সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়। এইসব অ্যাসিড বৃষ্টির ফোটার সহিত মিশ্রিত হয়ে মাটিতে এসে পড়ে তখন তাকে অম্লবৃষ্টি বলে। • অম্ল বৃষ্টি কবলিত দেশসমূহ (Countries affected by Acid Rain) :               শিল্পোন্নত দেশগুলি...

Class 8 : Top 50 Important Sort Question Chapter 10

  1 দক্ষিণ আমেরিকা মহাদেশের অপর নাম কী? উত্তর: দক্ষিণ আমেরিকা মহাদেশের অপর নাম লাতিন আমেরিকা 2 দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা কোন্ মহাসাগর দ্বারা পৃথক? উত্তর ; দক্ষিন আমেরিকা ও আফ্রিকা আটলান্টিক মহাসাগর মহাসাগর দ্বারা পৃথক 3.পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণির নাম কী?★★ উত্তর পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণির নাম আন্দিজ । 4 দক্ষিণ আমেরিকার পূর্ব ও পশ্চিম দিকে কী কী মহাসাগর আছে? উত্তর দক্ষিণ আমেরিকার পূর্ব ও পশ্চিম দিকে আটলান্টিক ও প্রশাস্ত মহাসাগর মহাসাগর আছে 5 দক্ষিণ আমেরিকার সর্ব দক্ষিণ অংশের নাম করো। * উত্তর দক্ষিণ আমেরিকার সর্ব দক্ষিণ অংশের নাম হর্ন অন্তরীপ 6 পৃথিবীর বৃহত্তম নদীর নাম কী? অথবা, দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোন্‌টি ★★★অথবা,দক্ষিণ আমেরিকার প্রধান নদী নাম কী? উত্তর;  পৃথিবীর বৃহত্তম নদীর নাম- আমাজন (জলবহনে) 7 দক্ষিণ আমেরিকার দুটি গুরুত্বপূর্ণ ফসলের নাম করো। উত্তর ;দক্ষিণ আমেরিকার দুটি গুরুত্বপূর্ণ ফসলের নাম- গম এবং কফি ৪. পৃথিবীর প্রথম রবার গাছের সন্ধান কোথায় পাওয়া যায়? উত্তর ;পৃথিবীর প্রথম রবার গাছের সন্ধান কোথায় পাওয়া যায়- সেলভা অরণ্যে 9. তামা উৎপাদনে পৃথিবীতে ক...

ওজোন স্তর: ওজোন স্তর সম্পূন্ন তথ্য(Full Details Of Ozone Depletion)

Image
■ ওজোন অবক্ষয়  (Ozone Depletion) : ওজোন হল বায়ুমণ্ডলের একটি উল্লেখযোগ্য বিরলতম গ্যাস। তিনটি অক্সিজেন পরমাণুর (0) আইসোটোপ হালকা নীল বর্ণের উএ গন্ধযুক্ত উত্তেজনা প্রবণ গ্যাস ( 1840 সালে বিজ্ঞানী স্কোনবী এই গ্যাস আবিষ্কার করেন । পরবর্তী সময়ে 1913 সালে ফরাসী বিজ্ঞানী হেনরী বুশন ও চার্লস ফেব্রি বায়ুমণ্ডলে স্ট্যাটোস্ফিয়ারে 15-30 কিমির মধ্যে ওজোন স্তরের অস্তিত্ব লক্ষ্য করেন। এই ওজন গ্যাস সুর্যের অতি বেগুনী রশ্মির হাত থেকে পৃথিবীকে রক্ষা করো।                     ওজোন হল একধরনের বিষাক্ত গ্যাস এবং অক্সিজেনের একটি রূপভেদ। তিনটি অক্সিজেন পরমাণু জুড়ে তৈরি হয়। একটি ওজোন অণু। ভূ-পৃষ্ঠ থেকে স্ট্র্যাটোস্ফিয়ারে 15-30 কিমি উচ্চতায় এই গ্যাসের স্তর লক্ষ্য করা যায়। এজেন পরমাণু খুব সহজেই বিভাজিত হয়ে অন্য পদার্থের সঙ্গে মিলিত হতে পারে। এজন্যই ইহা সক্রিয় গ্যাস নামে পরিচিত।

Green House Effect: Definition of Green House Effect, Causes of Green House Effect

Image
  গ্রীণ হাউস প্রভাব (Green House  Effect) আধুনিক যান্ত্রিক সভ্যতা অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে তৈরি হচ্ছে নানান ধরনের বিষাক্ত শাস যা মানুষের স্থায়িত্বও জীবনযাত্রাকে বিপন্ন করে তুলেছে। তৈরি হচ্ছে নানা ধরনের পরিবেশগত সমস্যা তার মধ্যে শুন্যতম হল Green House Effect। ‘ গ্রীণ হাউস’ কথাটির অর্থ হল গাছপালা পরিচর্যার জন্য কাচের তৈরি ঘর। শীতপ্রধান দেশে গাছপালা পরিচর্যার জন্য কাচের ঘর নির্মাণ করে উষ্ণতা বাড়ানো হয় একে Green House Effect বলে। বায়য়ুমণ্ডলের বিভিন্ন বিষাক্ত গ্যাস পৃথিবীতে গ্রীণ হাউস ঘটাতে সাহায্য করছে।

বিশ্ব উষ্ণায়ন কাকে বলে?,বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব আলোচনা কর,

Image