অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্ন- উত্তর ( ২০২১)
১। বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে (√) চিহ্ন দাও ঃ (ক) কোনটি শারীরিক সক্ষমতার দক্ষতা সম্পর্কিত উপাদান? (১) পেশিশক্তি (২) গতি (৩) নমনীয়তা উত্তর:- (২) গতি (খ) শারারিক সক্ষমতার স্বাস্থ্য সম্পর্কিত উপাদানটি হলো (১) ভারসাম্য (২) ক্ষমতা (৩) পেশি সহনশীলতা উত্তর:- ৩) পেশি সহনশীলতা (গ) ১৯০৭ সাল থেকে পরপর তিন বার ট্রেডস কাপ জেতে কোন ক্লাব? (১) ডালহৌসি ( ২) মোহনবাগান ( ৩) কুমারটুলি উত্তর:- ( ২) মোহনবাগান (ঘ) কখন ‘স্প্লিন্ট' ব্যবহার করা হয় ? (১) রক্তপাত বন্ধ করতে (২) জ্বর কমাবার জন্য (৩) অস্থিভাঙ্গের ক্ষেত্রে উত্তর:- ৩) অস্থিভাঙ্গের ক্ষেত্রে ২। শূন্যস্থান পূরণ করো: (ক) শারীরশিক্ষার লক্ষ্য ব্যক্তিসত্তার-- পূর্ন বিকাশ | (খ) দ্রুততার সঙ্গে দিক পরিবর্তনের ক্ষমতা নির্ভর করে ক্ষিপ্রতার উপর। (গ) 50 মিটার দৌড় ট্র্যাক নির্দেশ করে। (ঘ) প্রতিদিন শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ শারীরিক বিভিন্ন যন্ত্র ও তন্ত্রগুলির উপর প্রভাববিস্তার করে। ৩। বাঁদিকের সঙ্গে ডানদিকের অংশ মেলাও : (ক) গতি -------->iii) ন্যূনতম সময়ে অতিক্রান্ত দূরত্ব (খ) প্রতিক্রিয়া সময় ---------->iv) নি