ক্লোরোপ্লেট ম্যাপ এবং আইসোপ্লেট ম্যাপ এর মধ্য পার্থক্য
Distinguish between choropleth map and Isopleth map : 1.) যে কোনো উপাদানকে (জনসংখ্যা, বসতি, শস্যউৎপাদন) প্রতি একক প্রশাসনিক ক্ষেত্র মানের সাপেক্ষে পরিমাপ করে যে ক্রমবিন্যস্ত মানচিত্র অঞ্চল করা হয়, কে choropleth Map বলে। অন্যদিকে মানচিত্রে অবস্থানকারী সমমান যুক্ত অঞ্চলগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে Isoline বলে। আর এই পদ্ধতিকে Isopleth বলে। 2.) Choropleth মানচিত্রে রেখাগুলি পরস্পর কে ছেদ করে। অন্যদিকে Isopleth বা সমমান রেখাগুলি পরস্পরকে ছেদ করে না। 3.) Choropleth মানচিত্রে অবস্থানকারী অঞ্চল গুলির প্রকৃতি আলাদা আলাদা হয়। অন্যদিকে সমমান রেখাগুলিতে অবস্থানকারী অঞ্চলগুলির প্রকৃতি - একই রকম । 4.)প্রশাসনিক একক অনুসারে ছায়াপথ করা হয় বলে choropleth মানচিত্রের বৈশিষ্ট্য সহজে বোঝা যায় । অন্যদিকে এই চিত্রের সাহায্যে কোনো রা...