রূপান্তরিত শিলা কাকে বলে? ইহার বৈশিষ্ট্য ও শ্রেণিবিভাগ আলোচনা কর?

রূপান্তরিত শিলা কাকে বলে? 

 সংজ্ঞা : গ্রিক শব্দ 'Metamorphe' শব্দটির অর্থ 'রূপান্তর'। বিভিন্ন প্রকার আগ্নেয় ও পাললিক শিলা দীর্ঘদিন ধরে ভূঅভ্যন্তরের প্রচণ্ড চাপ ও তাপে অথবা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পুরোনো ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটিয়ে কেলাসিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক ধরনের শিলায় পরিণত হয়। এই ধরনের শিলাকে রূপান্তরিত শিলা বলে। কেবলমাত্র আগ্নেয় ও পাললিক শিলার রূপান্তর ঘটে না, রূপান্তরিত শিলারও পরবর্তীকালে রূপান্তর ঘটে থাকে।

উদাহরণ : আগ্নেয় শিলার রূপান্তর : গ্রানাইট → নিস। পাললিক শিলার রূপান্তর : চুনাপাথর → মারবেল। রূপান্তরিত শিলার রূপান্তর : স্লেট → ফিলাইট → সিস্ট।


◆রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য বা বিশেষত্ব :

উত্তর : রূপান্তরিত বা পরিবর্তিত শিলার বৈশিষ্ট্য :


 ১. কাঠিন্য : আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত হলে তা পূর্বের তুলনায় বেশি কঠিন হয় এবং তার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ৷


২.স্ফটিক : আগ্নেয় শিলা রূপান্তরিত হলে আরো মসৃণ, চকচকে ও স্ফটিকগুলি সুস্পষ্ট হয়ে ওঠে।


. জীবাশ্মের অনুপস্থিতি : রূপান্তরিত শিলায় জীবাশ্ম থাকে না, অত্যধিক চাপ ও তাপে তা নষ্ট হয়ে যায়


৪. চিহ্ন : রূপান্তরিত শিলায় অনেক সময় সূক্ষ্ম পাতের বিন্যাস বা মোটা স্তরের দাগ দেখা যায়।

৫.খনিজের উপস্থিতি : রূপান্তরের ফলে শিলামধ্যস্থ খনিজগুলির পুনর্বিন্যাস হয়। একই ধরনের খনিজ একই দিকে চলে আসে বলে খনিজ সম্পদ সংগ্রহে সুবিধা হয়।

৬. চিহ্ন : রূপান্তরিত শিলায় অনেক সময় সূক্ষ্ম পাতের বিন্যাস বা মোটা স্তরের দাগ দেখা যায়।

৭.শিলাকণার বিন্যাস : রূপান্তরিত নিস্ শিলায় শিলাকণা সমান্তরাল, ফিলাইটে তরঙ্গায়িত, সিস্টে পত্রায়িত, মারবেলে কেলাসিত, কোয়ার্টজাইটে মসৃণ ও চকচকে হয়ে থাকে৷


রূপান্তরিত শিলার শ্রেণিবিভাগ করো

শিলার ব্যাপকতা ও উৎপত্তি এই দুটির উপর নির্ভর করে রূপান্তরিত শিলার শ্রেণিবিভাগ করা হয়েছে। যথা-


১. রূপান্তরিত শিলার ব্যাপকতা অনুসারে :

(i) আঞ্চলিক রূপান্তর (Regional Metamorphism) :      প্রবল ভূআলোড়নের ফলে যখন প্রচণ্ড চাপে ব্যাপক অঞ্চল জুড়ে শিলার। রূপান্তর ঘটে, তাকে আঞ্চলিক রূপান্তর বলে। যেমন— কাদাপাথর→ স্লেট।

(ii) থানীয় রূপান্তর (Local Metamorphism) :  যখন ক্ষুদ্র অঞ্চল জুড়ে শিলার রূপান্তর ঘটে, তাকে স্থানীয় রূপান্তর বলে।সাধারণত অগ্ন্যুৎপাতের সময় উত্তপ্ত লাভার সংস্পর্শে এই রূপান্তর ঘটে, তাই একে স্পর্শ রূপান্তর বলে। যেমন— চুনাপাথর → মারবেল।


(iii) গতিশীল রূপান্তর(DynamicMetamorphism) : অত্যধিক চাপের প্রভাবে শিলায় ফাটল সৃষ্টি হয়ে শিলা চূর্ণবিচূর্ণ হয়ে গেলে তা এক নতুন রূপান্তরিত শিলার জন্ম দেয়, একে গতিশীল রূপান্তর বলে। যেমন— মাইলোনাইট


২. রূপান্তরিত শিলার উৎপত্তি অনুসারে :

(i) উত্তাপের ফলে সৃষ্ট : ভূপৃষ্ঠের শিলাসমূহ কোনোভাবে উত্তপ্ত ম্যাগমার সংস্পর্শে এলে শিলার রূপান্তর ঘটে। যেমন— চুনাপাথর তাপ → মারবেল।

(ii) চাপের ফলে সৃষ্ট : ভূপৃষ্ঠের শিলাসমূহ ভূ-আলোড়নের ফলে ভূঅভ্যন্তরে প্রবেশ করলে ওপরের শিলাস্তরের প্রবল চাপে চাপ শিলার রূপান্তর ঘটে। যেমন শেল → স্লেট।


৩. রাসায়নিক বিক্রিয়ার প্রভাবে:     বৃষ্টি, নদী, সমুদ্র প্রভৃতির জল ভূগর্ভে প্রবেশ করে অথবা, ভূপৃষ্ঠের কার্বনেটযুক্ত শিলার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ও এই বিক্রিয়ায় উৎপন্ন তাপ ও চাপ শিলার রূপান্তর ঘটায়। অনেক সময় শিলামধ্যস্থ জল রাসায়নিক বিক্রিয়ার দ্বারা শিলার রূপান্তর ঘটায়। যেমন— কাইনাইট + কোয়ার্টজ + জল প্ৰফিলাইট।









Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর