Ecosystem :বাস্তুতন্ত্র সম্পর্কিত সমস্ত রকমের গুরুত্বপূর্ণ (Importent Question & Answer)-100%গ্যারান্টি
বাস্তুতন্ত্র (Ecosystem) 1. বাস্তুতন্ত্রের সজীব বা বায়োটিক উপাদান কয়প্রকার ও কী কী? বাস্তুতন্ত্রের সব্জীব উপাদানগুলিকে দুভাগে ভাগ করা যায়। যথা- (1) স্বভোজী (Autotrop উৎপাদক (Producers) ও (2) পরভোজী (Heterotrophs) বা খাদক (Consumers) উপাদান। | 2. স্বভোজী জীব বা উৎপাদক বা অটোট্রফিক উপাদান কী? স্বভোজী উপাদান (Autotrophic Components) বলতে বাস্তুতন্ত্রের মধ্যে সেইসব জীবকে যেগুলি সৌরশক্তি শোষণ করে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন প্রভৃতি বিভিন্ন অজৈব উপাদানের স খাদ্য তৈরি করতে পারে। শৈবাল, সবুজ উদ্ভিদ, সালোক-সংশ্লেষকারী ব্যাকটেরিয়া প্রভৃতি হল বাচ্চা, স্বভোজী উপাদানের উদাহরণ । এই উপাদানগুলি শুধুমাত্র খাদ্য প্রস্তুত করতে পারে বলে অর্থাৎ নিজেদের খাদ্য সংশ্লেষে সক্ষম হ এদের উৎপাদক বা প্রডিউসার (Producers ) বলে। 3. ফাইটোসিনোসিস কী? ফাইটোসিনোসিস হল উৎপাদক বা স্বভোজী জীব। বায়োজিওসিনোসিসের অন্তর্গত পরস্পর কিছু সমস্ত উদ্ভিদ সম্প্রদায়কে ফাইটোসিনোসিস (Phytocenosis) বলে। 4. খাদক বা পরভোজী বা হেটেরোট্রফিক উপাদান কী? বাস্তুতন্ত্রের মধ্যে যে...