Class 8: Class 8 geography Model Activity Task answer Part-5 ----geographyhonour
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১.১ কৰ্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হলো ক) দক্ষিণ-পূর্ব আয় খ) উত্তর-পূর্ব আয়নবায়ু গ) দক্ষিণ-পশ্চিম পশ্চিমাবায়ু ঘ) উত্তর-পশ্চিম পশ্চিমাবায়ু উত্তরঃ খ) উত্তর-পূর্ব আয়নবায়ু ১.২ ঠিক জোড়াটি নির্বাচন করো ক) বজ্রপাতসহ প্রবল বৃষ্টি – সিরাস মেঘ - খ) জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া – বাষ্পীভবন গ) বৃষ্টিচ্ছায় অঞ্চল – পর্বতের প্রতিবাত ঢাল ঘ) ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ – ঘূর্ণবাতের চোখ উত্তরঃ ঘ) ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ – ঘূর্ণবাতের চোখ ১.৩ পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো ক) হুরণ খ) ইরি গ) সুপিরিয়র ঘ) মিশিগান উত্তরঃ গ) সুপিরিয়র ।