ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

◆◆ অগ্ন্যুৎপাতকে ভূগাঠনিক প্রক্রিয়া (Structural Process) বলা হয় কেন?

 অগ্ন্যুৎপাতের ফলে ভূপৃষ্ঠে লাভা সঞ্চিত হয়ে লাভা মালভূমি, সমভূমি, আগ্নেয়গিরি এমনকি ভূত্বকের শিলাস্তরের মধ্যে ম্যাগমা সঞ্চিত হয়ে ডাইক, সিল, ব্যাথোলিথ প্রভৃতি বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয়। তাই অগ্ন্যুৎপাতকে একপ্রকার ভূগাঠনিক প্রক্রিয়া বলা হয়।


◆◆ ভূ-অন্তস্থ প্রক্রিয়া (Endogenetic Process) বলতে কী

 ভূঅভ্যন্তরীণ শক্তি দ্বারা ভূপৃষ্ঠে ভূমিরূপ গঠনের প্রক্রিয়াকে ভূ-অন্তস্থ প্রক্রিয়া বলা হয়। এটি দু-প্রকার— • 

১. দীর্ঘ সময়ব্যাপী ধীর প্রক্রিয়া (সমুদ্রপৃষ্ঠের উত্থান-পতন)।

২. আকস্মিক প্রক্রিয়া (অগ্ন্যুগম, ভূমিকম্প)।

 

◆◆ ভূ-বহিস্থ প্রক্রিয়া (Exogenetic Process) বলতে কী বোঝো?

 ভূপৃষ্ঠের বাইরের বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন— নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ দ্বারা ক্ষয়, সঞ্চয় ও বহন কাজের মাধ্যমে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ভূ-বহিস্থ প্রক্রিয়া। এই প্রক্রিয়া সাধারণত দীর্ঘ সময় ধরে ধীরভাবে চলতে থাকে।


◆◆ আম্লিক লাভা (Acidic Lava) কাকে বলে?

 সিলিকাসমৃদ্ধ অত্যন্ত ঘন, সান্দ্র, বেশি দূর প্রবাহিত হতে অক্ষম, হালকা রংয়ের লাভাকে আম্লিক লাভা বলে। এই জাতীয় লাভা খাড়া ঢালবিশিষ্ট শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি সৃষ্টি করে। উদাহরণ রায়োলাইট।


◆◆  ক্ষারকীয় লাভা (Alkaline Lava) কাকে বলে?

 যে লাভায় সিলিকার পরিমাণ কম এবং কম সান্দ্র, বহুদুর পর্যন্ত প্রবাহিত হতে পারে ও ধীরে ধীরে জমাট বাঁধে, তাকে ক্ষারকীয় লাভা বলে। এই জাতীয় লাভা সঞ্চিত হয়ে মৃদু ঢালবিশিষ্ট শিল্ড আগ্নেয়গিরি সৃষ্টি হয়। উদাহরণ— ব্যাসল্ট, গ্যাব্রো।


★★ লাভা ক্ষেত্র (Lava Field) কাকে বলে?

 পাতলা লাভা যখন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত হয়ে বন্ধুর বা মসৃণ ভূমিরূপ গঠন করে, তখন তাকে লাভা ক্ষেত্র বলে। লাভা ক্ষেত্র দু-প্রকার হয়। যথা- পা হো হো এবং আ আ।


‘পা হো হো' লাভা (Pa Hoe Hoe Lava) কী ?

 যে লাভা অত্যন্ত পাতলা, বহুদূর প্রবাহিত হয় এবং প্রবাহের সময় উপরের স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুঁচকে গিয়ে পাকানো দড়ির মতো হয়, হাওয়াই দ্বীপপুঞ্জের ভাষায় তাকে ‘পা হো হো’ লাভা বলে।

★★ 'আ আ' লাভা (Aa Aa Lava) কী? 

 যে লাভা অতি সান্দ্র বা খুব গাঢ় আঠালো হওয়ায় বেশি দূর প্রবাহিত হতে পারে না এবং জমাট বেঁধে ঝামা ইটের মতো পৃষ্ঠযুক্ত লাভা ক্ষেত্র সৃষ্টি হয়, তাকে হাওয়াই দ্বীপপুঞ্জের ভাষায় ‘আ আ’ লাভা বলে।

↑ উদাহরণ : 

ইটালির এট্‌না আগ্নেয়গিরিতে এইরূপ লাভা ক্ষেত্র দেখা যায়।


 ★★প্লিউম কাকে বলে ?

 Hot Spot-এ তেজস্ক্রিয় পদার্থের প্রভাব বেশি হওয়ায় এখানে ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের মাধ্যমে ম্যাগমা উদ্‌গিরণ হয়। ম্যাগমার এই ঊর্ধ্বমুখী প্রবাহকে প্লিউম বলে।

 

প্লিউম এর বৈশিষ্ট্য : 

১.এর গড় ব্যাস 100 কিমি পর্যন্ত হয়। 
২. এর ফলে অগ্ন্যুৎপাত সৃষ্টি হয়। 
৩.প্লিউমের স্থায়িত্ব ম্যাগমার পরিমাণের ওপর নির্ভর করে।


উদাহরণ : মেক্সিকোর পারকুটিন আগ্নেয়গিরিতে প্লিট


★★ প্রাগডোম ও থলয়েড কী?

 জ্বালামুখের মধ্যে লাভা জমাট বেঁধে কঠিন স্তম্ভ তৈরি করছে তাকে প্লাগডোম বলে। প্লাগডোমের মাথা চওড়া ছাতার মতো হলে তাকে থলয়েড বলে।


উদাহরণ : ক্যারিবিয়ান সাগরে মার্টিনিক দ্বীপের মালী পিলি।

Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর