জেট বায়ুর প্রকারভেদ or Types of Jet Stream
জেট বায়ুর প্রকারভেদ (Types of Jet Stream) অবস্থানের ভিত্তিতে জেট বায়ুকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা হয় – (1) মেরু-সীমান্ত জেট (Polar Front Jet) : পৃথিবীর সর্ব উত্তরের জেট বায়ু মেরু-সীমান্ত জেট নামে | পরিচিত। 40° থেকে 60° অক্ষাংশের মধ্যে এর অবস্থান। 300 মিলিবার সমপ্রেষরেখা এই জেট বায়ুকে বেষ্টন করে আছে। 1933 খ্রিস্টাব্দে বার্কনেস (Bjerknes) মেরু-সীমান্ত জেট বায়ুর কথা সর্বপ্রথম উপস্থাপন করেন । যেখানে মেরুবায়ু ও ক্রান্তীয় বায়ু পরস্পরের সঙ্গে মিলিত হয়, সেখানে উয়তার খাড়াই ঢালের সৃষ্টি | হয় এবং এই স্থানের মেরু-সীমান্তে জেট বায়ুর সৃষ্টি হয় (Barry & Chorley, 1998)।