Posts

Showing posts from October 10, 2021

জেট বায়ুর প্রকারভেদ or Types of Jet Stream

Image
  জেট বায়ুর প্রকারভেদ (Types of Jet Stream) অবস্থানের ভিত্তিতে জেট বায়ুকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা হয় –  (1) মেরু-সীমান্ত জেট (Polar Front Jet) :   পৃথিবীর সর্ব উত্তরের জেট বায়ু মেরু-সীমান্ত জেট নামে | পরিচিত। 40° থেকে 60° অক্ষাংশের মধ্যে এর অবস্থান। 300 মিলিবার সমপ্রেষরেখা এই জেট বায়ুকে বেষ্টন করে আছে। 1933 খ্রিস্টাব্দে বার্কনেস (Bjerknes) মেরু-সীমান্ত জেট বায়ুর কথা সর্বপ্রথম উপস্থাপন করেন  ।                            যেখানে মেরুবায়ু ও ক্রান্তীয় বায়ু পরস্পরের সঙ্গে মিলিত হয়, সেখানে উয়তার খাড়াই ঢালের সৃষ্টি | হয় এবং এই স্থানের মেরু-সীমান্তে জেট বায়ুর সৃষ্টি হয় (Barry & Chorley, 1998)।