Class 8 Geography New Model Activity task Answer
১.১ ঠিক জোড়াটি নির্বাচন করো।
ক) অস্তঃকেন্দ্রমণ্ডল – পদার্থের তরল অবস্থা
খ) বহিঃকেন্দ্রমণ্ডল – পদার্থের ঘনত্ব সর্বাধিক
গ) অ্যাস্থেনোস্ফিয়ার – পরিচলন স্রোতের সৃষ্টি
ঘ) ভূত্বক – লোহা ও নিকেলের আধিক্য -
১.২ রকি ও আন্দিজ পর্বতমালার সৃষ্টি হয়েছে-
ক) মহাসাগরীয় – মহাসাগরীয় অপসারী পাতসীমানা বরাবর -
খ) মহাসাগরীয় – মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর
গ) মহাদেশীয় – মহাদেশীয় অভিসারী পাতসীমানা বরাবর
ঘ) মহাদেশীয় – মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর
১.৩ উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে -
ক) পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে
খ) নেপাল ও ভুটানের সঙ্গে
গ) বাংলাদেশ ও ভুটানের সঙ্গে
ঘ) মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে
২.১ কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়?
২.২ কোন প্রকার শিলার স্তরে খনিজ তেল পাওয়া যায়?
২.৩ ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত?
৩.১ ভূ-অভ্যস্তরের কোন স্তরে কীভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে?
উত্তর-বহিঃকেন্দ্রমণ্ডলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে।সৃষ্টির প্রক্রিয়া তা নীচে আলোচিত করা হলো-
৩.২ অভিসারী পাতসীমানাকে কেন বিনাশকারী পাতসীমানা বলা হয় তা উদাহরণসহ ব্যাখ্যা করো।
৪. উদাহরণসহ উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলার শ্রেণিবিভাগ করো।
1. নিঃসারী আগ্নেয় শিলা (Extrusive Igneous Rock) :
ভূঅভ্যন্তরের তাপ ও চাপের তারতম্যের ফলে উত্তপ্ত তরল ম্যাগমা ভূত্বকে আগ্নেয়গিরি বা ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে নির্গত হয়। শীতল বায়ুর সংস্পর্শে এই লাভা দ্রুত শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে, তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে। খুব দ্রুত জমাট বাঁধে বলে এর দানাগুলো খুব সূক্ষ্ম হয়। উদাহরণ : ব্যাসল্ট।
2. উদ্বেধী আগ্নেয় শিলা (Intrusive Igneous Rock) :
ভূগর্ভস্থ ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠে পৌছোতে না পেরে ভূ-অভ্যস্তরে ফাটলের মধ্যে সঞ্চিত হয় এবং ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে, তাকে উদ্বেধী আগ্নেয় শিলা বলে। ধীরে ধীরে জমাট বাঁধে বলে কণাগুলি বড়ো আকৃতির হয়। উদাহরণ : গ্রানাইট।
Nic
ReplyDeleteThanks for a Beautiful Comment
Delete