আআ লাভা প্রবাহ ও পাহোহো লাভা প্রবাহের মধ্যে পার্থক্য

 ★★ আআ লাভা প্রবাহ ও পাহোহো লাভা প্রবাহের মধ্যে পার্থক্য :

যে সমস্ত কঠিন ও তরল পদার্থ অগ্ন্যুদ্গমের সময়ে বেরিয়ে আসে তার মধ্যে লাভা অন্যতম। আগ্নেয় লাভার উষ্ণতা সাধারণত 900° সে. - 1200° সে. এর মধ্যে হয়ে থাকে। বিভিন্ন ধরনের লাভার মধ্যে ব্যাসল্ট জাতীয় লাভা সবচেয়ে উন্নত এবং তা বহুদূর পর্যন্ত প্রবাহিত হতে পারে। সাধারণত ভূমির ঢাল ও লাভার গতিশীলতার উপর লাভার গতিবেগের হার নির্ভরশীল। লাভার গতিবেগ ঘন্টায় 45-65 কিমি. হতে পারে। আমেরিকার ভূতত্ত্ববিদ ক্লারেন্স ডাটন সর্বপ্রথম লাভার প্রবাহকে হাওয়াই দ্বীপপুঞ্জের ভাষার ভিত্তিতে দুই ভাগে ভাগ করেন। যথা—

1. আআ লাভা প্রবাহ (aa Lava)।

2. পাহোহো লাভা প্রবাহ ( Pahochoe Lava)।




Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)