Posts

Showing posts from September 26, 2021

Class8 : অষ্টম শ্রেণীর ইংলিশ মডেল এক্টিভিটি টাস্ক প্রশ্ন উত্তর(পার্ট-6)

  A.Completethe following sentences with information from the passage: i) The reign of King Arthur gifted England ___  peace and prosperity (ii) Lady Guinevere was the daughter of ____t he king of Cornwall . (iii) The richly gilded pavilion was painted ____ crimson and dark blue . B. Answer the following questions: i)Why were the barons unhappy? Ans: The greedy barons were unhappy with King Arthur because he was gentle and just. ii)Give a brief description of the pavilion where Merlin took King Arthur. Ans: Merlin took king Arthur to a richly gilded pavilion that was painted crimson and dark blue and the floor was marbled; In the middle of the room was a huge, round, oak table, richly carved, capable of seating fifty people. iii) What did the knights promise King Arthur? Ans: The knights of kingp romised that they would help the helpless, be gentle to the weakand to punish the wicked. Other Question অষ্টম শ্রেণীর পরিবেশ ও ভূগোল মডেল এক্টিভিটি টাস্ক প্রশ্ন-উত্তর Part-6 (In ...

Class 8: অষ্টম শ্রেণীর বাংলা মডেল এক্টিভিটি টাস্ক প্রশ্ন উত্তর (পার্ট-6)

 ১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :(প্রতিটি শোন মান ২)  ১.১ 'তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও' – কার পাশে দাড়ানোর এই আহবান? উত্তর -আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায় "দাঁড়াও" কবিতার মানুষ হিসাবে আমাদের অসহায় হতদরিদ্র মানুষের পাশে সর্বদা দাঁড়াতে অর্থাৎ তাদের সাহায্য করতে বলেছেন। ১২ ‘ রমেশ অবাক হইছিল, ব্যাপার কী?'উত্তরে চাষিরা কী বলেছিল? উত্তর - উত্তরে চাষীরা বলেছিল- একশ বিঘে জমির ধানের মাঠ জলে ডুবে গেল, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে।গাঁয়ে একটা মানুষও খেতে পাবে না। ১.৩ ‘ একটা স্ফুলিঙ্গ –হীন ভিজে বারুদের স্তুপ ' কাদের দেখে একথা মনে হয়? উত্তর - আলোচ্য অংশটি কবি অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা 'ছন্নছাড়া' কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতায় পাড়ার রাস্তার মোড়ে আড্ডা দেওয়া একদল যুবককে দেখে কবির মনে হয়। ১.৪ ‘ গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র।”- লেখকেরএমন মন্তব্যের কারণ কী? উত্তর - লেখক জগদীশচন্দ্র বসু গাছকে নিবিড়ভাবে  ভালোবেসে তাদের জীবনের বিভিন্ন দিকগুলিকে  পর্যবেক্ষণ করেছেন। এর থেকে তাঁর মনে হয়েছে,  গাছের বৈশিষ্ট্যগুলি মানুষের মধ্যেকার নানান...

অষ্টম শ্রেণীর পরিবেশ ও ভূগোল মডেল এক্টিভিটি টাস্ক প্রশ্ন-উত্তর Part-6 (In September)

Image
 ১ . বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১.১ ঠিক জোড়াটি নির্বাচন করো উত্তর: গ) মেরু অঞ্চল-বায়ুর উচ্চচাপ ১.২ উত্তর আমেরিকার আলাস্কা যে জলবায়ুর অন্তর্ভুক্ত তা হলো--- তন্দ্রা জলবায়ু । ১.৩ দক্ষিণ আমেরিকার লাপ্লাটা নদী অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি হলো---- পম্পাস ২. বাক্যটি সত্য হলে 'ঠিক' এবং অসভ্য হলে 'ভুল' লেখো : ২.১ রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্রবায়ু প্রবাহিত হয়।------–--> ভুল ২.২ আপেক্ষিক আর্দ্রতার সাথে উন্নতার সম্পর্ক ব্যস্তানুপাতিক।-------------> ঠিক ২.৩ জুলাই-অগাস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে।-----------–---> ভুল

উৎপত্তি অনুসারে আগ্নেয়গিরির শ্রেণিবিভাগ

 উৎপত্তি অনুসারে আগ্নেয়গিরির শ্রেণিবিভাগ : ভস্ম ও সিন্ডার শঙ্কু বিশিষ্ট আগ্নেয়গিরি (Ash and Cinder  Cone Volcano) : ভূগর্ভ থেকে নির্গত পদার্থসমূহ ভূপৃষ্ঠের ফাটল বা ছিদ্রপথের চারপাশে সঞ্চয়ের ফলে সৃষ্ট মোচাকৃতি আগ্নেয়গিরি। অগ্ন্যুগমের সময় উৎক্ষিপ্ত পদার্থ (পাইরোক্লাস্ট) বিশেষত ভস্ম, সিন্ডার প্রভৃতি পদার্থসমূহ জমাট বেঁধে গড়ে ওঠে বলে একে (Pyroclast Cone) বলা হয়। উদাহরণ – মেক্সিকোর পারিকুটিন। লাভা শঙ্কু বিশিষ্ট আগ্নেয়গিরি (Lava Cone Volcano) :  ভূপৃষ্ঠের ছিদ্রপথে কোনো বিস্ফোরণ না ঘটিয়ে তরল লাভা ধীরে ধীরে বেরিয়ে আসে এবং ছিদ্রপথের চারিদিকে সঞ্ছিত হয়ে এই জাতীয় আগ্নেয়গিরি গঠন করে। লাভার প্রকৃতি অনুযায়ী এই আগ্নেয়গিরি দুধরনের – (i) ক্ষারকীয় লাভা দ্বারা গঠিত শিল্ড আগ্নেয়গিরি (Shield Volcano) (ii) সা আম্লিক লাভা দ্বারা গঠিত গম্বুজাকৃতি আগ্নেয়গিরি (Steep Dome)। যেমন- হাওয়াই দ্বীপের  মৌনালোয়া। ● বিস্ফোরণ ছিদ্রেপথ বিশিষ্ট আগ্নেয়গিরি (Explosion Vent or Pit Volcano):  কেন্দ্রীয় অগ্ন্যুৎপাতের ফলে হয়ে একটি ছিদ্রপথের সৃষ্টি হয় এবং একটি নীচু জ্বালামুখ তৈর...