রিখটার স্কেল কাকে বলে, রিখটার স্কেল এর উদ্দেশ্য ও বৈশিষ্ট্য

 ★★ রিখটার স্কেল (Richter Scale) :

 সিসমোগ্রাফ যন্ত্রের ওপর বসানো যে স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়, তাকে রিখটার স্কেল বলে।

 আবিষ্কারক:   1935  সালে ভূকম্পবিদ চার্লস রিখটার এই স্কেল আবিষ্কার করেন, তাই একে রিখটার স্কেল নাম দেওয়া হয়েছে

         ● উদ্দেশ্য: 

ভূপৃষ্ঠের কম্পন ভূমিকম্পনলিখ যন্ত্রের সাহায্যে লিপিবদ্ধ করে তা থেকে গাণিতিক পদ্ধতিতে ভূমিকম্পের শ্রেণি নির্ধারণ করাই হল এর উদ্দেশ্য।


           বৈশিষ্ট্য:

 ১. রিখটার স্কেলের মাত্রাক্রম 0 থেকে 10 পর্যন্ত। 
২. এই স্কেল অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা প্রতি এক একক বাড়ার অর্থ, সেই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা আগের এককের থেকে 10 গুণ


Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর