রিখটার স্কেল কাকে বলে, রিখটার স্কেল এর উদ্দেশ্য ও বৈশিষ্ট্য
★★ রিখটার স্কেল (Richter Scale) :
সিসমোগ্রাফ যন্ত্রের ওপর বসানো যে স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়, তাকে রিখটার স্কেল বলে।
আবিষ্কারক: 1935 সালে ভূকম্পবিদ চার্লস রিখটার এই স্কেল আবিষ্কার করেন, তাই একে রিখটার স্কেল নাম দেওয়া হয়েছে
● উদ্দেশ্য:
ভূপৃষ্ঠের কম্পন ভূমিকম্পনলিখ যন্ত্রের সাহায্যে লিপিবদ্ধ করে তা থেকে গাণিতিক পদ্ধতিতে ভূমিকম্পের শ্রেণি নির্ধারণ করাই হল এর উদ্দেশ্য।
বৈশিষ্ট্য:
১. রিখটার স্কেলের মাত্রাক্রম 0 থেকে 10 পর্যন্ত।
২. এই স্কেল অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা প্রতি এক একক বাড়ার অর্থ, সেই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা আগের এককের থেকে 10 গুণ
Comments
Post a Comment