চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)
চলক বা Variables কী ? উত্তরঃ সামাজিক, অর্থনৈতিক অথবা ভৌগলিক যে কোন গবেষণার ক্ষেত্রে সংগৃহীত তথ্যের বৈশিষ্ঠ্য পরিমাপ করা হয়, এই পরিমাপের একক হল চলক । বস্তুজগৎ ও কল্পনাজগতে এমন কিছু রাশি আছে যেগুলোর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয় এবং কিছু রাশির মান সবসময় একই রকম বা স্থির থাকে। তথ্যের এই বৈশিষ্ঠ্য এক একক থেকে অন্য এককে পরিবর্তিত হতে থাকে। তাই চলক হল এক ধরনের গুণ, বৈশিষ্ঠ্য বা এমন একটি অবস্থা যা একই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনা পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অন্যভাবে বলা যায় চলক হলো সংখ্যা প্রকাশক এমন একটি গুণগত বা পরিমানগত বৈশিষ্ঠ্য যা এক ব্যক্তি বা বস্তু থেকে অন্য ব্যক্তি বা বস্তুতে পরিবর্তিত হয়। বিভিন্ন লেখক চলককে বিভিন্ন ভাবে সংঙ্গায়িত করেছেন। ধ্রুবকঃ বা Constant কী ? উত্তরঃ মৌলের কোনো পরিমাণগত লক্ষণ বা বৈশিষ্ঠ্য যখন পরিমাণে এক মৌল থেকে অন্য মৌলে অপরিবর্তিত বা স্থির থাকে তখন সেই লক্ষণ বা বৈশিষ্ঠ্যকে ধ্রুবক বলা হয়। যেমন মাস দ্বারা গঠিত বছর, পৃথিবীপৃষ্ঠে সূর্যালোক পতনের পরিমান প্রভৃতি সবসম...