Posts

Showing posts from February 13, 2022

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)

চলক বা Variables কী ? উত্তরঃ   সামাজিক, অর্থনৈতিক অথবা ভৌগলিক যে কোন গবেষণার ক্ষেত্রে সংগৃহীত তথ্যের বৈশিষ্ঠ্য পরিমাপ করা হয়, এই পরিমাপের একক হল চলক ।           বস্তুজগৎ ও কল্পনাজগতে এমন কিছু রাশি আছে যেগুলোর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয় এবং কিছু রাশির মান সবসময় একই রকম বা স্থির থাকে। তথ্যের এই বৈশিষ্ঠ্য এক একক থেকে অন্য এককে পরিবর্তিত হতে থাকে। তাই চলক হল এক ধরনের গুণ, বৈশিষ্ঠ্য বা এমন একটি অবস্থা যা একই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনা পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অন্যভাবে বলা যায় চলক হলো সংখ্যা প্রকাশক এমন একটি গুণগত বা পরিমানগত বৈশিষ্ঠ্য যা এক ব্যক্তি বা বস্তু থেকে অন্য ব্যক্তি বা বস্তুতে পরিবর্তিত হয়। বিভিন্ন লেখক চলককে বিভিন্ন ভাবে সংঙ্গায়িত করেছেন।    ধ্রুবকঃ বা Constant কী ? উত্তরঃ   মৌলের কোনো পরিমাণগত লক্ষণ বা বৈশিষ্ঠ্য যখন পরিমাণে এক মৌল থেকে অন্য মৌলে অপরিবর্তিত বা স্থির থাকে তখন সেই লক্ষণ বা বৈশিষ্ঠ্যকে ধ্রুবক বলা হয়।  যেমন মাস দ্বারা গঠিত বছর, পৃথিবীপৃষ্ঠে সূর্যালোক পতনের পরিমান প্রভৃতি সবসম...

ভূগোলে সংখ্যাতত্ত্বের ব্যবহার (uses of Statistical Methods in Geography)

  ভূগোলে সংখ্যাতত্ত্বের ব্যবহার (Uses of Statistical Methods in Geography) ভূগোলে সংখ্যাতত্বের ব্যাবহার গুলি হলো--- 1. বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অবিন্যস্ত তথ্যকে প্রক্রিয়াজাত করে শ্রেণীবদ্ধভাবে উপস্থাপন করা হয়। 2. বিভিন্ন তালিকাবদ্ধ তথ্যের রৈখক উপস্থাপন নানা রকম রেখা ও চিত্রের মাধ্যমে করা হয়।  3. জড় মাধ্যমে, প্রচরক প্রভৃতির মাধ্যমে তথ্যের কেন্দ্রীয় মান নিয়ে আলোচনা করা হয়। 4. বিস্তার পরিমানের (Mean deviation, Standard Deviation, Quartile deviation, Skewness, kurtosis) মাধ্যমে তথ্যের কেন্দ্রীয় মান থেকে বিভিন্ন তথ্যের বিস্তার পরিমাপ করা হয়। 5. সহসম্বন্ধ (Correlation) ও প্রতিগমনের (Regression) মাধ্যমে বিভিন্ন তথ্যের মধ্যের সম্পর্ক ও প্রকৃতি নির্ণয় করা হয়, বিভিন্ন তথ্যের পারস্পরিক নির্ভরশীলতা প্রতিগমনের মাধ্যমে নির্ণয় করা হয়। 6. সময় সারণীর (Time series) মাধ্যমে বিভিন্ন সময় নির্ভর তথ্যের গতিশীলতা ও গতিধারার ওপর প্রভাব বিস্তাকারী বিভিন্ন উপাদান ও তাদের অপসারণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। 7. নমুনায়নের (Sampling) মাধ্যমে বেশি সংখ্যার তথ্যগুলিকে কম সংখ্যায় পরিণত করে ব্যা...