Class 8: অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় জলবায়ুর গুরুত্বপূর্ণ প্রশ্নঃ উত্তর(set-1)
1. নিরক্ষীয় অঞ্চলের রাত্রিকে ‘ক্রান্তীয় শীতকাল’ (Winter of Tropics) বলা হয় কেন? উত্তর: নিরক্ষীয় অঞ্চলের 5°-10° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ সংলগ্ন অঞ্চলে সারাবছর সূর্য প্রায় লম্বভাবে কিরণ দেয় বলে এখানকার তাপমাত্রা গড়ে প্রায় 27°C থাকে। দিনেরবেলায় সূর্যরশ্মির প্রখরতায় এই তাপমাত্রা প্রায় 38°C হয়ে এক উয় ভ্যাপসা আবহাওয়ার সৃষ্টি করে। কিন্তু রাত্রিতে তাপমাত্রা কমে গিয়ে 20°-25°C তাপমাত্রায় পৌছোলে এখানে ঠান্ডা অনুভূত হয়। তাই নিরক্ষীয় অঞ্চলের রাত্রিকে ক্রান্তীয় শীতকাল বলে। 2. নিরক্ষীয় অঞ্চলে বার্ষিক উন্নতার পার্থক্য অপেক্ষা দিন ও রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপের পার্থক্য বেশি কারণ ব্যাখ্যা করো। উত্তর: নিরক্ষীয় জলবায়ু অঞ্চল পৃথিবীর একটি ঋতুবৈচিত্র্যহীন অঞ্চল কারণ, এখানে সারাবছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, ফলে সারাবছরই উচ্চ তাপমাত্রাযুক্ত গ্রীষ্মঋতু বিরাজ করে। বার্ষিক উষ্ণতা প্রসর হয় প্রায় 2°C | অন্যদিকে, সারাদিন ধরে অধিক পরিমাণে সূর্যালোক প্রাপ্তির কারণে দৈনিক তাপমাত্রা থাকে প্রায় 38°C-40°C। বিকেলের দিকে পরিচলন বৃষ্টিপাত উন্নতা হ্রাসে সাহায্য করে এবং