Posts

Showing posts from August 22, 2021

Geography :উন্নত ও উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির কারণ (causes of Population Growth in Developed and Developing Countries

  উন্নত ও উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির কারণ (causes of Population Growth in Developed and Developing Countries):

General knowledge :ভারতীয় সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থা general Knowledge part 9

 1. ভারতীয় সংবিধানে ধারার সংখ্যা কত টি ? উত্তরঃ 462টি 2. রাজ্যসভার মোট কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন? উত্তরঃ  12 3. ভারতে জিএসটি(GST ) চালু হয়েছে কত খ্রিস্টাব্দে ? উত্তরঃ  2016 খ্রিস্টাব্দের 101 তম সংশোধনে 4. বর্তমানে নাগরিকদের ক-টি মৌলিক কর্তব্য রয়েছে?   উত্তরঃ  11টি 5. ভারতীয় সংবিধানের কোন্ ধারাকে (article) ড. বি. আর. আম্বেদকর সংবিধানের ‘হৃদয় ও আত্মা' (heart and soul) বলেছেন? উত্তরঃ  32 নং ধারা 6. ভারতীয় সংবিধানের কোন্ সংশোধনীর (amendment) মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল (territory) বিনিময় হয়েছে? উত্তরঃ  100 তম  7. ভারতীয় সংবিধান কবে থেকে বলবৎ হয়েছিল?   উত্তরঃ  26 জানুয়ারি, 1950  ৪. ভারতবর্ষে বর্তমানে ক-টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? উত্তরঃ  8 টি 9. সুপ্রিমকোর্টের বিচারপতিগণ কত বছর পর্যন্ত নিজ পদে বহাল থাকেন? উত্তরঃ  65 বছর 10. সংবিধানে মোট কয়টি ‘তপশিল’ রয়েছে?   উত্তরঃ  12টি

Class 8 : অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায় মেঘ ও বৃষ্টি Importent Question

 1. সম্পৃক্ত বায়ু কাকে বলে? এর বিশেষত্ব বা বৈশিষ্ট্য ? উত্তর:    কোনো স্থানে নির্দিষ্ট উস্নতাযুক্ত বায়ুতে সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প থাকা দরকার তার সমস্তটাই যখন সেই বায়ু ধারণ করে, তখন তাকে সম্পৃক্ত বায়ু বা পরিপৃক্ত বায়ু বলে। ◆ বৈশিষ্ট্য বা বিশেষত্ব :   ১. সম্পৃক্ত বায়ু হল এমনই এক বায়ু, যা জলীয় বাষ্প ধারণের সর্বোচ্চ মাত্রা নির্দেশ করে।  ২. এই বায়ুতে অতিরিক্ত জলীয় বাষ্প যুক্ত হলে তা ভূপৃষ্ঠেই ফিরে আসে।  ৩. বায়ুমণ্ডলীয় তাপমাত্রা শিশিরাঙ্কে পৌছোলে বায়ু সম্পৃক্ত হয়।  ৪.বৃষ্টি বা তুষারপাত সৃষ্টিতে সম্পৃক্ত বায়ুর যথেষ্ট ভূমিকা রয়েছে। 2.  বায়ুতে জলীয় বাষ্পের ভূমিকা লেখো। উত্তর : বায়ুতে জলীয় বাষ্পের ভূমিকা অপরিসীম। যেমন—  ১. জলীয় বাষ্প ছাড়া মেঘ সৃষ্টি হতে পারে না। আর মেঘ না হলে বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতি অধঃক্ষেপণ ঘটা সম্ভব নয়। তাই, অধঃক্ষেপণ সৃষ্টিতে জলীয় বাষ্পের ভূমিকা অপরিসীম।  2. জলীয় বাষ্প সৌরকিরণ ও ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ, উভয়ই শোষণ করে। তাই বায়ুতে জলীয় বাষ্প বেশি হলে উয়তা কিছুটা কম হয়।  ৩. ঘনীভবনে...

General knowledge : Geography General knowledge part -8 --geographyhonour

 201. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল -----   উত্তরঃ পদ্মজা নাইডু 202. বর্তমান পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী হলেন---- উত্তরঃ   গৌতম দেব । 203. পশ্চিমবঙ্গের প্রথম কলেজের নাম কি ? উত্তরঃ  ফোর্ট উইলিয়াম কলেজ  204. পশ্চিমবঙ্গের দীর্ঘতম স্তম্ভ -------  শহীদমিনার 205. প্রথম বাঙালি মহিলা চিকিৎসক হলেন ----- উত্তরঃ   কাদম্বিনী গাঙ্গুলি 206. কংসাবতী, দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর উৎপত্তিস্থল কোথায় ? উত্তরঃ  পুরুলিয়া 207. সুন্দরবন অঞ্চলের বৃহত্তম ও গভীরতম নদীর নাম কী?  উত্তরঃ  মাতলা 208. একসময়কার বাংলার রাজধানী গৌড়ের ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাওয়া যায় ? উত্তরঃ  উত্তর 24 পরগনা 209. কোন্ নদী/নদকে 'বাংলার দুঃখ' বলা হয়?    উত্তরঃ  দামোদর 210. চন্দ্রকেতুগরের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তরঃ  উত্তর 24 পরগনা 211. হ্যালিডে আইল্যান্ড অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? উত্তরঃ  দক্ষিণ 24 পরগনা 212. শরৎকালে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের সময় যে ঝড় হয় তা হল -------- উত্তরঃ  আশ্বিনের...

General knowledge : Top 100 Geography general knowledge part 7

101. গ্রীষ্মকালে উত্তর-পশ্চিম ভারতে প্রবাহিত উদ্বু-শুষ্ক স্থানীয় বায়ুর নাম কী ? উত্তরঃ লু 102. মৌসুমি বায়ু কোন্ রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়? উত্তরঃ  কেরল 103. একটি বিরল বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম কী? উত্তরঃ  লাদাখ মালভূমি 104. ভারতে গ্রীষ্মকালীন উন্নতা কোন্ বায়ুর প্রভাবে হ্রাস পায়?   উত্তরঃ  দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু  105. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতে কোন্ প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটায়?   উত্তরঃ  ঘূর্ণ বৃষ্টিপাত 106. দক্ষিণ ভারতে প্রাক্ মৌসুমি বৃষ্টিপাতকে কী বলে? উত্তরঃ  অম্রবৃষ্টি 107. তরাই অঞ্চলে কোন প্রকার স্বাভাবিক উদ্ভিদ জন্মায়? উত্তরঃ  চিরহরিৎ 108. ভারতে বনভূমির পরিমাণ ক্রমশ হ্রাস পাওয়ার প্রধান কারণ কী ? উত্তরঃ  জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি 109. ভারতের জাতীয় অরণ্য গবেষণাগার কোন্ রাজ্যে অবস্থিত? উত্তরঃ  উত্তরাখণ্ড  110. ভারতের ‘মুক্তো নগরী' কী নামে পরিচিত? উত্তরঃ  তুতিকোরিন