1. সম্পৃক্ত বায়ু কাকে বলে? এর বিশেষত্ব বা বৈশিষ্ট্য ? উত্তর: কোনো স্থানে নির্দিষ্ট উস্নতাযুক্ত বায়ুতে সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প থাকা দরকার তার সমস্তটাই যখন সেই বায়ু ধারণ করে, তখন তাকে সম্পৃক্ত বায়ু বা পরিপৃক্ত বায়ু বলে। ◆ বৈশিষ্ট্য বা বিশেষত্ব : ১. সম্পৃক্ত বায়ু হল এমনই এক বায়ু, যা জলীয় বাষ্প ধারণের সর্বোচ্চ মাত্রা নির্দেশ করে। ২. এই বায়ুতে অতিরিক্ত জলীয় বাষ্প যুক্ত হলে তা ভূপৃষ্ঠেই ফিরে আসে। ৩. বায়ুমণ্ডলীয় তাপমাত্রা শিশিরাঙ্কে পৌছোলে বায়ু সম্পৃক্ত হয়। ৪.বৃষ্টি বা তুষারপাত সৃষ্টিতে সম্পৃক্ত বায়ুর যথেষ্ট ভূমিকা রয়েছে। 2. বায়ুতে জলীয় বাষ্পের ভূমিকা লেখো। উত্তর : বায়ুতে জলীয় বাষ্পের ভূমিকা অপরিসীম। যেমন— ১. জলীয় বাষ্প ছাড়া মেঘ সৃষ্টি হতে পারে না। আর মেঘ না হলে বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতি অধঃক্ষেপণ ঘটা সম্ভব নয়। তাই, অধঃক্ষেপণ সৃষ্টিতে জলীয় বাষ্পের ভূমিকা অপরিসীম। 2. জলীয় বাষ্প সৌরকিরণ ও ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ, উভয়ই শোষণ করে। তাই বায়ুতে জলীয় বাষ্প বেশি হলে উয়তা কিছুটা কম হয়। ৩. ঘনীভবনের সময় জলীয় বাষ্প লীনতাপ ত্যাগ করে, ফলে বায়ুর উয়তা