Posts

Showing posts from October 17, 2021

বিভিন্ন ধরণের শীতল স্থানীয় বায়ু(Cold type Local Winds)

বিভিন্ন ধরণের শীতল স্থানীয় বায়ু 1. মিস্ট্রাল (Mistral) :   ইউরোপের উত্তরের উচ্চভূমি থেকে পশ্চিম ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রবাহিত একপ্রকার শীতল স্থানীয় বায়ুকে মিস্ট্রাল বলা হয়। ফ্রান্সের দক্ষিণে হঠাৎ করে এই বায়ু আবির্ভূত হয় এবং মূলত রোন উপত্যকা (Rhone valley) বরাবর প্রবাহিত হয়। ● মিস্ট্রাল বায়ুর  বৈশিষ্ট্য (Characteristics) : i. রোন উপত্যকার সংকীর্ণ অঞ্চল দিয়ে যখন এই বায়ু প্রবাহিত হয়, তখন অত্যন্ত শীতল ও শুষ্ক প্রকৃতির হয়ে থাকে। ii. বায়ুর গতিবেগ অত্যন্ত বেশি। ঘণ্টায় প্রায় 60 কিমি বেগে প্রবাহিত হয়। তবে সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 130 কিমিও লক্ষ্য করা যায়। iii. উন্নতা কম হওয়ায় এবং উচ্চ গতিবেগে প্রবাহিত হয় বলে ফলের বাগানগুলিকে রক্ষা করার জন্য বড়বড় গাছ লাগানো হয়। এই বায়ুর হাত থেকে রক্ষা পাবার জন্য অনেক ছোট ছোট ঘরের দরজাও জানালা কেবলমাত্র দক্ষিণ-পূর্ব দিক উন্মুক্ত রাখা হয়।  2. ব্লিজার্ড (Blizzard) :  শীতকালে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবাহিত অত্যধিকমাত্রায় শীতল ও শক্তিশালী বায়ুকেবলা হয় ব্রিজার্ড । তবে বর্তমানে রিজার্ড কথাটি অন্যান্য দেশের ক্ষেত্রেও প্রযোজ...

পৃথিবীর বিভিন্ন ধরণের উষ্ণ স্থানীয় বায়ু (Hot Local Winds)

  পৃথিবীর বিভিন্ন ধরণের স্থানীয় বায়ু (Hot Local Winds) পৃথিবীর বিভিন্ন মহাদেশে উন্ন প্রকৃতির স্থানীয় বায়ু লক্ষ্য করা যায়, যেগুলি স্থানীয় বা আঞ্চলিক স্তরে জলবায়ুর বৈচিত্র্যে গুরুত্বপূর্ণভাবে প্রভাব বিস্তার করে থাকে। নিম্নে কয়েকপ্রকার উল্লেখযোগ্য উন্ন প্রকৃতির স্থানীয় বায়ুর পরিচয় দেওয়া হল-------- 1. চিনুক (Chinook) :  রেড ইন্ডিয়ান শব্দ ‘চিনুক'-এর অর্থ 'তুষার-ভক্ষক' (Snow-eater) । উত্তর আমেরিকায় রকি পার্বত্য অঞ্চলের পাদদেশে বসন্তকালে যে উঠু ও শুষ্ক প্রকৃতির বায়ু প্রবাহিত হয়, তাকে চিনুক বলা হয়। এই বায়ু উয় প্রকৃতির। উষ্ম বায়ুর প্রভাবে পার্বত্য অঞ্চলের বরফ গলে যায় বলে চিনুককে তুষার-ভক্ষক বলা হয় (Oliver & Hidore, 2003) । ● অবস্থান ও প্রকৃতি (Location and Nature) :  চিনুকের প্রভাব লক্ষ্য করা যায় আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো, উয়োমিং, মন্টানা, উত্তর ডাকোটা, ওরিগন, ওয়াশিংটন এবং কানাডার আলবেটা, ম্যানিটোবা ও ম্যাকেঞ্চি অন্যলে। রকি পর্বতের পশ্চিম ঢাল দিয়ে যখন চিনুক বায়ু উপরের দিকে উঠতে থাকে, তখন শুষ্ক তাপবিযুক্ত হারে (dry adiabatic) প্রতি 100 মিটার উচ...

আপনি কি 2020-2021 শিক্ষাবর্ষে Claas10 বা ক্লাস 12 পাস করেছেন,তবে এই স্কলারশিপ সমন্ধে আপনার জানা উচিত

Image
  আপনি যদি 2020-2021 শিক্ষাবর্ষে Class 10 Or Class 12 pass করে থাকেন তবে এই সব স্কলারশিপ এর ব্যাপারে আপনার অবশ্যই জানা উচিত । আপনারা যে যে স্কলারশিপ গুলি আবেদন করতে পারবে ----- Scolarship Name- " STFC India Meritorious Scholarship Programme" 🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰 STFC India Meritorious Scholarship 2021-22 for Class 10 Passed (Diploma) Students   Eligiblity বা শিক্ষাগত যোগ্যতা :   ● Open for students who have  passed Class 10 at least 60% marks ● Applicants must be enrolled in an ITI/Polytechnic/Diploma course at a recognised institution in India. ● Family income must be less than or equal to INR 4,00,000 (4 Lakhs) per year ● Applicants must be the children/wards of commercial transport drivers/owner-cum-drivers only Benefits :                    এ ই স্কলারশিপ এর জন্য আপনি সর্বোচ্চ বৃত্তি UP To 15000 টাকা পেতে পারেন । Docoment ; 1. Passport Size Photography 2.Photo Id Proof 3. Adhar Card  4....