বিভিন্ন ধরণের শীতল স্থানীয় বায়ু(Cold type Local Winds)
বিভিন্ন ধরণের শীতল স্থানীয় বায়ু 1. মিস্ট্রাল (Mistral) : ইউরোপের উত্তরের উচ্চভূমি থেকে পশ্চিম ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রবাহিত একপ্রকার শীতল স্থানীয় বায়ুকে মিস্ট্রাল বলা হয়। ফ্রান্সের দক্ষিণে হঠাৎ করে এই বায়ু আবির্ভূত হয় এবং মূলত রোন উপত্যকা (Rhone valley) বরাবর প্রবাহিত হয়। ● মিস্ট্রাল বায়ুর বৈশিষ্ট্য (Characteristics) : i. রোন উপত্যকার সংকীর্ণ অঞ্চল দিয়ে যখন এই বায়ু প্রবাহিত হয়, তখন অত্যন্ত শীতল ও শুষ্ক প্রকৃতির হয়ে থাকে। ii. বায়ুর গতিবেগ অত্যন্ত বেশি। ঘণ্টায় প্রায় 60 কিমি বেগে প্রবাহিত হয়। তবে সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 130 কিমিও লক্ষ্য করা যায়। iii. উন্নতা কম হওয়ায় এবং উচ্চ গতিবেগে প্রবাহিত হয় বলে ফলের বাগানগুলিকে রক্ষা করার জন্য বড়বড় গাছ লাগানো হয়। এই বায়ুর হাত থেকে রক্ষা পাবার জন্য অনেক ছোট ছোট ঘরের দরজাও জানালা কেবলমাত্র দক্ষিণ-পূর্ব দিক উন্মুক্ত রাখা হয়। 2. ব্লিজার্ড (Blizzard) : শীতকালে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবাহিত অত্যধিকমাত্রায় শীতল ও শক্তিশালী বায়ুকেবলা হয় ব্রিজার্ড । তবে বর্তমানে রিজার্ড কথাটি অন্যান্য দেশের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। আন্টার্কটিক