মেঘ ও কুয়াশার মধ্যে পার্থক্য (Difference between cloud and fog )
মেঘ ও কুয়াশার মধ্যে পার্থক্য (Difference between cloud and fog): আপাতদৃষ্টিতে মেঘ ও কুয়াশা একই মনে হলেও উভয়ের মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ করা যায়, যেমন— 1. উচ্চতাগত অবস্থান (Altitudinal position): মেঘ ঊর্ধ বায়ুমণ্ডলে সৃষ্টি হয়। নিম্ন মেঘের ন্যূনতম উচ্চতা। 2 কিলোমিটার বা তার কাছাকাছি। কিন্তু কুয়াশা ভূপৃষ্ঠের নিকটস্থ নিম্ন বায়ুমণ্ডলে অবস্থান করে। অনেক সময় মেঘ ঊর্ধ্বাকাশ থেকে নীচের দিকে নেমেও আসে। কিন্তু কুয়াশা ভূমিভাগ থেকে বেশি ওপরে কখনোই উঠতে পারে না। 2. উৎপত্তির বৈচিত্র্য (Varlation of genesis): জলীয় বাষ্পপূর্ণ বায়ু ওপরের দিকে উঠে গেলে ঊর্ধ্বাকাশে তা আয়তনে প্রসারিত হয়। এই বায়ু তখন তাপবিযুক্ত প্রক্রিয়ায় (adiabatic process) শীত ও ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে । অন্যদিকে ভূপৃষ্ঠ সংলগ্ন এলাকায় ভিন্ন ...