Posts

Showing posts from October 24, 2021

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর

 ★ মৌসুমি বিস্ফোরণ (The Burst of the Monsoon) জুন মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে হঠাৎ করে ভারতীয় উপমহাদেশে মুষলধারে বৃষ্টিপাত হয়ে থাকে। আকস্মিকভাবে সৃষ্ট এই ধরনের নিম্নচাপজনিত দমকা বায়ুসহ বৃষ্টিপাতকে বলা হয় মৌসুমি বিস্ফোরণ। সুতরাং, মৌসুমি বায়ুর আগমনের উদ্বোধনী ঘটনা হল মৌসুমি বিস্ফোরণ। আসলে, মৌসুমি বায়ু স্থলভাগে পৌঁছানোর আগে সামান্য হালকা ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। কিন্তু তারপর যখন মৌসুমি। বায়ু আকস্মিক ও সক্রিয়ভাবে ভারতীয় উপমহাদেশের ভূ-খণ্ডে প্রবেশ করে, তখনই তাকে মৌসুমি বিস্ফোরণ বলা হয় । ● মৌসুমি বিস্ফোরণের উৎপত্তি (Genesis of Burst of Monsoon) :  মৌসুমি বায়ু মূল ভূ-খণ্ডে আকস্মিকভাবে প্রবেশ করে। তখন এই বায়ুর গতিবেগও হঠাৎ করে বেড়ে যায়। কিন্তু এই বায়ুর গতিবেগ কেন আকস্মিকভাবে বেড়ে যায়, তার কোন সর্বজনগ্রাহ্য মতামত পাওয়া যায় না। মৌসুমি বায়ুর অতি সক্রিয় প্রবাহ বা উচ্ছ্বাস (surge) সাধারণ প্রবাহের গতিবেগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়। খুব সম্ভবত বায়ুর গতিবেগজনিত অভিসরণের (velocity convergence) জন্যই সামনের দিকে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায় । মৌসুমি বিস্ফোরণ...

মৌসুমি বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য (Characteristics of Monsoon Winds)

  ★★ মৌসুমি বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য মৌসুমি বায়ু পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রবাহিত হয়। আবহাওয়া ও জলবায়ুর প্রকৃতি নির্ধারণেও এই বায়ুর অবদান অপরিসীম। মৌসুমি বায়ুর অসংখ্য বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। নিম্নে এই সব বৈশিষ্ট্য উল্লেখ করা হল--  1. মাধ্যমিক সঞ্চালন (Secondary Circulation) :  মৌসুমি বায়ু মাধ্যমিক সঞ্চালনের অন্তর্গত একপ্রকার বায়ুপ্রবাহ। তাই মৌসুমি বায়ু পুরোপুরি তাপীয় প্রকৃতির (thermal type) বায়ুপ্রবাহ।বিশাল এলাকা জুড়ে এই বায়ু জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে থাকে (Menon, 1989) | 2. ঋতুভিত্তিক বায়ুপ্রবাহ (Seasonal Wind) :  মৌসুমি বায়ু পুরোমাত্রায় ঋতুভিত্তিক। ঋতু অনুসারে এই বায়ু প্রবাহিত হওয়ায় একে সাময়িক বায়ুপ্রবাহ বলা হয়। তবে ঋতুর পরিবর্তন অনুসারে মৌসুমি বায়ুরও গতিমুখ পরিবর্তিত হয়। মৌসুমি বায়ুর প্রবাহে চক্রাকার বিপরীতমুখীতা (Cyclic reversal) লক্ষ্য করা যায় । 3. ব্যাপ্তি বা বিস্তার (Extension) :  মৌসুমি একপ্রকার আঞ্চলিক বায়ুপ্রবাহ। তবে এর বিস্তার বা ব্যাপ্তি অনেক বেশি। সমগ্র পৃথিবীর মধ্যে বিশাল এলাকা জুড়ে এই বায়ু প্রবাহিত হয়। ত...

বিভিন্ন প্রকার জেট বায়ুর বৈশিষ্ট্য (Characteristics of different types of Jet Stream)

  বিভিন্ন প্রকার জেট বায়ুর বৈশিষ্ট্য  1. মেরু-সীমান্ত জেট বায়ু বৈশিষ্ট্যসমূহ(Characteristics  of Polar Front Jet) বৈশিষ্ট্য; • 40° থেকে 60° অক্ষাংশের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। • মেরু বায়ু ও ক্রান্তীয় বায়ুর সংযোগস্থল বরাবর উন্নতার খাড়াই ঢালজনিত কারণে এই বায়ুর উৎপত্তি। • ভূ-পৃষ্ঠ থেকে 7.6-10.7 কিমি উচ্চতায় অবস্থান।  • গ্রীষ্মকালের তুলনায় শীতকালে গতিবেগ বেশি। ● কেন্দ্রীয় বা অন্তর্বর্তী অংশে বায়ুর গতিবেগ 100 নট্ বা তারও বেশি। • এই জেট বায়ুকে প্রাথমিক জেট বায়ু বলা হয়। 2. উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু বৈশিষ্ট্যসমূহ(Characteristics  of Sub-tropical Westernly Jet) বৈশিষ্ট্য; • উভয় গোলার্ধে মূলত 30°-35° অক্ষাংশের মধ্যে লক্ষণীয় হয়। • নিরবচ্ছিন্নভাবে এই বায়ু প্রবাহিত হয়। • ফ্রন্ট বা সীমান্তের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। ● 9,100 মিটারের বেশি উচ্চতায় লক্ষণীয় হয়। • শীতকালে এই বায়ুর গতিবেগ ঘণ্টায় 345 থেকে 385 কিমি। • পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। 3. নিরক্ষীয় জেট বা ক্রান্তীয় পুবালি জেট (Equatorial Jet or Tropical Easternly Jet) বৈ...