Posts

Showing posts from November 14, 2021

রসবি তরঙ্গ (Rossby Waves):রসবি তরঙ্গের সংজ্ঞা,উৎপত্তি,বৈশিষ্ট্য ও রসবি তরঙ্গের পরিবর্তন বিন্যাস

Image
  রসবি তরঙ্গ (Rossby Waves)            1930-এর দশকের শেষদিকে (1937-38 খ্রিস্টাব্দে) সি.জি. রসবি (C. G. Rossby) নামে এক আবহাওয়া বিজ্ঞানী উর্ধ্ব ট্রপোলি পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত এক ধরনের জিওস্ট্রফিক বায়ুর উপস্থিতি প্রমাণ করেন। তিনি তরঙ্গায়িত বা সর্পিলভাবে প্রতি এই ধরনের বায়ুর উপস্থিতিকে গাণিতিক পদ্ধতিতে প্রমাণ করেছিলেন বলে, তাঁর নামানুসারে এই তরঙ্গায়িত বায়ুপ্রবাহকে রসবি তরঙ্গ বলা হয় (MeIntosh & Thom, 1983 )। ★★রসবি তরঙ্গের সংজ্ঞা (Definition of Rossby Waves) মধ্য ও উচ্চ টপোস্ফিয়ারে যে বৃহদাকার আঁকাবাঁকা বা সর্পিলাকার বায়ুপ্রবাহ লক্ষ করা যায়, তাকে রসবি তরঙ্গ বলা যায় । রসবি তরঙ্গ অতি বক্র এবং বৃহৎ তরঙ্গ রূপে অবস্থান করে বলে এই তরঙ্গ কে ভূমণ্ডলীও তরঙ্গ (planetory wave) বলা হয় । ★★  রসবি তরঙ্গের উৎপত্তি (Origin of Rossby Waves) নিরক্ষীয় অঞ্চলের বায়ুর তুলনায় মেরু প্রদেশের বায়ু অনেক বেশি এবং প্রকৃতির। ঠিক এই কারণেই নিরক্ষীয় অঞ্চলের বায়ুর সমচাপ পৃষ্ঠ (Isobaric surface) অপেক্ষা মেরু অঞ্চলের বায়ুর সমচাপ পৃষ্ঠ অনেকটা নিম্নে অবস্থান করে। তাই নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চ