গন্ডোয়ানা ভূমি কী ( what is Gondwana Land), লরেশিয়া বা আঙ্গারাল্যান্ড কী( what is Laurasia or Angaraland)

★★ গন্ডোয়ানা ভূমি (Gondwana Land) :

গণ্ডোয়ানা শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ গণ্ডবন বা গণ্ডদের (Gond) বন থেকে। ভারতের মধ্যপ্রদেশে পনেরো শতকে এক ধরনের গণ্ড উপজাতি বাস করত, তাদের বাসস্থানের নাম অনুসারে গণ্ডোয়ানা ভূমি বা গণ্ডোয়ানা ল্যান্ড নামকরণ হয়। এই নামটি সর্বপ্রথম 1872 সালে প্রস্তাব করেন ব্রিটিশ জরিপকর্তা হেনরি বেনেডিক্ট মেডলিকট (Henry Benedict Medlicot, 1829 – 1905) তাঁর একটি গবেষণা পত্রে, তবে এটি অনুষ্ঠানিক ভাবে প্রকাশ পায়নি, পরবর্তী সময়ে এডওয়ার্ড সুয়েস (1888) এই ধারণাটি প্রকাশ করেন। তবে গন্ডোয়ানা ল্যান্ড বলতে ব্যাপক অর্থে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, মাদাগাস্কার, ভারত, আরব উপদ্বীপ, পারস্য, মালয় উপদ্বীপ সহ পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়াকে বোঝায়।


লরেশিয়া বা আঙ্গারাল্যান্ড (Laurasia or Angaraland) :

1880 সালে অস্ট্রিয়ার ভূতত্ত্ববিদ এডওয়ার্ড সুয়েস (Edward Suess, 1851-1914) প্যানজিয়ার উত্তর ভাগকে আঙ্গারাল্যান্ড বলেছিলেন। সাইবেরিয়ার অ্যাঙ্গারা নদীর (Angara River) নামানুসারে পূর্ব এশিয়া অর্থাৎ সাইবেরিয়ার শীল্ড অঞ্চলকে অ্যাঙ্গারাল্যান্ড বলেছিলেন। পূর্ব এশিয়া অর্থাৎ সাইবেরিয়া, যা প্রাচীন শীল্ড (Shield) দ্বারা গঠিত,প্রিক্যাম্বিয়ান মহা-মহাযুগে (Eon) সাইবেরিয়া একটি | স্বাধীন মহাদেশ ছিল যার সাথে আর্টিক (Arctic) এবং | কানাডীয় শীল্ড একত্রে অবস্থান করত। পার্মিয়ান যুগে | সাইবেরিয়া মহা-মহাদেশ প্যানজিয়ার (Supercon tinent Pangaea) সাথে উত্তর ভাগে যুক্ত হয়। জুরাসিক যুগে প্যানজিয়ার ভাঙন শুরু হলে সাইবেরিয়ার সমগ্র অঞ্চলটি লরেশিয়ার সাথে অবস্থান করে। 1937 | সালে দক্ষিণ আফ্রিকার ভূতত্ত্ববিদ আলেকজান্ডার ডু. টয়েট (Aleezander Du Toit, 1878-1948) তার | বিখ্যাত বই “Our Wandering Continents” এ | প্যানজিয়ার উত্তরাংশকে লরেশিয়া হিসাবে চিহ্নিত করেছেন। কানাডার প্রিক্যাম্বিয়ান যুগের লরেন্সিয়া (Laurentia) ভূখণ্ড এর নামে অনুসারে লরেশিয়ার নামকরণ করা হয়েছে। লরেশিয়া বলতে প্রাচীন মহাদেশীয় ভূখণ্ডকে বুঝিয়েছেন অর্থাৎ উত্তর গোলার্ধের অন্তর্গত উত্তর আমেরিকা, | ইউরোপ এবং এশিয়া (উপদ্বীপীয় ভারত বাদে) কে বুঝিয়েছেন, এর মধ্যে সাইবেরিয়ার অংশ রয়েছে। তাই আঙ্গাবাল্যান্ডকে | বৃহৎ অর্থে লরেশিয়া ও বলে। কানাডার লরেন্সিয়া ভূখণ্ড এবং ইউরোপ ও এশিয়ার সংযুক্ত নাম ইউরেশিয়া (Eurasia) একত্রে লরেশিয়া বলেও চিহ্নিত করা হয়।



Comments

Post a Comment

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)