অষ্টম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় কিছু গুরুত্বপূর্ণ শর্ত প্রশ্ন - উত্তর

★★ সমসত্ত্ব (Homogeneous) ও অসমসত্ত্ব (Heterogeneous) মিশ্রণ বলতে কী বোঝো?

উত্তর : যে মিশ্রণে উপাদানগুলি সব জায়গায় সমান অনুপাতে থাকে, তাকে সমসত্ত্ব (Homogeneous) মিশ্রণ বলে।

          যে মিশ্রণে উপাদানগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে, তাকে অসমসত্ত্ব (Heterogeneous) মিশ্রণ বলে।

★★  পেট্রোলজি (Petrology) কী ? 

উত্তরগ্রিক শব্দ ‘পেট্রো' (Petro) অর্থ শিলা এবং 'Logy' অর্থ বিজ্ঞান। পেট্রোলজি হল বিজ্ঞানের সেই বিশেষ শাখা যেখানে শিলা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়।

★★ মিনারেলজি (Mineralogy) কী?

 উত্তর- মিনারেলজি হল বিজ্ঞানের সেই শাখা যেখানে খনিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।


★★ শিলা কয় প্রকার ও কী কী?

উত্তরউৎপত্তি অনুসারে শিলাকে প্রধান তিন ভাগে ভাগ করা হয়। যথা- আগ্নেয় শিলা (ব্যাসল্ট, গ্রানাইট)। ও পাললিক শিলা (বেলেপাথর, কাদাপাথর)। @ রূপান্তরিত শিলা (মারবেল, স্লেট)।


 ★★ শিলার সচ্ছিদ্রতা (Porosity) বলতে কী বোঝো? **

উত্তরশিলা ছোটো, বড়ো নানা কণায় গঠিত। ফলে, কণাগুলির মধ্যে ফাঁক থাকে। কোনো নির্দিষ্ট পরিমাণ শিলার মোট আয়তন এবং ওই শিলার মধ্যের ফাঁকা স্থানের শতকরা অনুপাতকে সচ্ছিদ্রতা বলে। সচ্ছিদ্রতার পরিমাণ বেশি হলে ওই শিলায় ভৌমজলের ভাঙার গড়ে ওঠে।


উদাহরণ: কাদামাটির সচ্ছিদ্রতা বেশি।


 ★★ কোন্ ধরনের শিলা থেকে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয় এবং কেন? / অথবা, রূপান্তরিত শিলা থেকে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয় কেন? 

উত্তরপ্রচণ্ড চাপে, তাপে বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আগ্নেয় ও পাললিক শিলা রূপান্তরিত হয়। রূপান্তরের ফলে শিলার ভিতরের খনিজসমূহের অবস্থ পরিবর্তন ঘটে। তখন একই ধর্মবিশিষ্ট খনিজ পদার্থগুলির পুনর্বিন্যাস ঘটে একদিকে কাছাকাছি চলে আসে। ফলে, রূপান্তরিত শিলা থেকে বাণিজ্যিকভাবে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয়।


★★ স্তরায়ণ তল (Bedding Plane) কাকে বলে? *

সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে পলি স্তরে স্তরে সঞ্চিত হয়ে পাললিক শিলা সৃষ্টি হয় বলে একে স্তরীভূত শিলা হলে। পাললিক শিলার এই স্তরগুলি একটি অপরটির সঙ্গে যে তলে মিলিত হয় সেই সংযোগ তলকে স্তরায়ণ তল (Bedding Plane) বলে। ওরায়ণ তলে জীবাশ্ম দেখা যায়।


হিমালয় পর্বতমালা কোন শিলায় গঠিত এবং কেন?

উত্তরভারত তথা বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয় মূলত পাললিক শিলায় গঠিত,  কারণ বহুকাল পূর্বে টেথিস নামক অগভীর সমুদ্রে পলি জমে জমে পাললিক শিলার সৃষ্টি হয়। পরবর্তীকালে এই সমুদ্রের দুই দিকের ভূখণ্ডের (পাত) পার্শ্বচাপে ওই পাললিক শিলা ভাজপ্রাপ্ত হয়ে ওপরে উঠে এসে হিমালয় নামক ভঙ্গিল পর্বতের রূপ নিয়েছে।


★★ জীবন্ত জীবাশ্ম (Living Fossil) কাকে বলে?


 উত্তর - অতীতে উৎপত্তি লাভ করলেও পরিবেশ পরিবর্তনের সঙ্গো নিজেদের অভিযোজন অর্থাৎ পরিবর্তন ঘটিয়ে কিছু কিছু জীব আজও পৃথিবীতে বেঁচে আছে কিন্তু তাদের সমসাময়িক জীবদের অবলুপ্তি ঘটেছে, এদের বা রাজ কাঁকড়া। জীবন্ত জীবাশ্ম বলে। যেমন— উত্তর আমেরিকার পূর্ব উপকূলের রাজ কাকড়া, নিউজিল্যান্ডের মেরুদণ্ডী প্রাণী তুরাতারা ইত্যাদি।

 ★★ রেললাইনের মাঝে থাকা শিলার নাম কী? কেন এই ধরনের শিলা এখানে রাখা হয় ? 


উত্তর- রেললাইনে ব্যাসল্ট শিলা রাখা হয়। ব্যাসল্ট হল এক ধরনের আগ্নেয় শিলা। পাইরক্সিন, কোয়ার্টজ, ফেন্ডসপার, লোহা, অলিভিন ইত্যাদি খনিজের সমন্বয়ে গঠিত হওয়ায় খুব শক্ত প্রকৃতির হয়। খুব ভারী ও ক্ষয় প্রতিরোধী এই শিলা রেললাইনের মাঝে থাকায় লাইনগুলি ট্রেন যাওয়ার পরেও স্থানচ্যুত হয় না এবং রেল, বৃষ্টির জল, বায়ু দ্বারা সহজে ক্ষয়প্রাপ্তও হয় না৷

★★ রেগোলিথ কাকে বলে? *

উত্তর - আবহবিকারের ফলে মূল শিলার ওপর বিচূর্ণীভূত শিলার যে আস্তরণ সৃষ্টি হয়, তাকে রেগোলিথ বলে। এটি মৃত্তিকা গঠনের

★★ হিউমাস কাকে বলে?

উত্তর - মাটির মধ্যস্থ জীবাণু দ্বারা মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ পচন ক্রিয়ার দ্বারা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যে কালো বর্ণের জটিল কলয়েড পদার্থ সৃষ্টি হয়, তাকে হিউমাস বলে। পরবর্তী সময়ে হিউমাস খনিজ পদার্থে রূপান্তরিত হয়ে মাটিতে মিশে যায়। যে মাটিতে হিউমাস বেশি থাকে, সেই মাটি খুব উর্বর হয় এবং এর জলধারণ ক্ষমতাও বেশি হয়।

★★ মাটি (Soil) কাকে বলে? 

উত্তর : দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভৌত, রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ার দ্বারা আদি বা জনক শিলার পরিবর্তন ঘটে ভূপৃষ্ঠের সমান্তরালে জৈব ও অজৈব পদার্থসমৃদ্ধ যে পাতলা বা পুরু ভঙ্গুর আবরণী বা স্তরের সৃষ্টি হয়, যা উদ্ভিদ জন্মানোর পক্ষে আদর্শ, তাকে মাটি বা মৃত্তিকা (Soil) বলে। যেমন— পলিমাটি, ল্যাটেরাইট মাটি ইত্যাদি।

★★ কোন্ জলবায়ুতে মাটি দ্রুত গঠিত হয় এবং কেন? – ব্যাখ্যা করো।

উত্তর - সাধারণত উন্ন-আর্দ্র জলবায়ুতে মাটির গঠন দ্রুত প্রি হয়, কারণ— @ এই জলবায়ুতে রাসায়নিক আবহবিকার বেশি হয় বলে শিলা দ্রুত বিয়োজিত ও পরিবর্তিত হয়, @ এই জলবায়ুতে প্রচুর  উদ্ভিদ জন্মায় বলে হিউমাস সৃষ্টি হয়, @ জীবাণুর সংখ্যা অধিক বলে মৃত উদ্ভিদ ও জীবের দেহ দ্রুত পচে গিয়ে মাটির গঠন ত্বরান্বিত হয়।

Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর