একটি আদর্শ আগ্নেয়গিরির বিভিন্ন অংশ উল্লেখ করো

 একটি  আদর্শ আগ্নেয়গিরির বিভিন্ন অংশ উল্লেখ করো:

 মূলত কেন্দ্রীয় অগ্ন্যুৎপাতে দীর্ঘদিন ধরে লাভা ও পাইরোক্লাস্ট জমাট বেঁধে আদর্শ আগ্নেয়গিরির সৃষ্টি হয়। একটি আদর্শ আগ্নেয়গিরির বিভিন্ন অংশগুলি হল

● জ্বালামুখ : 

আগ্নেয়গিরির শীর্ষদেশে বা গায়ে অবস্থিত যে সকল ছিদ্রপথের মাধ্যমে ভূগর্ভের আগ্নেয় পদার্থগুলি ভূপৃষ্ঠে বেরিয়ে আসে, সেই ফানেল আকৃতির ছিদ্রমুখকে বলা হয় জ্বালামুখ। আগ্নেয়গিরিতে একটি বড়ো প্রধান জ্বালামুখ থাকে ও ছোটো একাধিক গৌণ জ্বালামুখ থাকতে পারে।


 ম্যাগমা প্রকোষ্ঠ : 

আগ্নেয়গিরির নীচে ভূঅভ্যন্তরে যেখানে ম্যাগমা সঞ্চিত থাকে তাকে ম্যাগমা প্রকোষ্ঠ বা ম্যাগমা চেম্বার বলে।

●  আগ্নেয় গ্রীবা:

 ম্যাগমা প্রকোষ্ঠ ও জ্বালামুখের সংযোগকারী নলাকৃতি পথকে আগ্নেয় গ্রীবা বলে। যার মধ্য দিয়ে ভূগর্ভস্থ আগ্নেয় পদার্থ বেরিয়ে আসে।

● ক্যালডেরা :

 অনেক আগ্নেয়গিরির জ্বালামুখ প্রচণ্ড বিস্ফোরণে ধসে গিয়ে বিশালাকার ক্যালডেরার সৃষ্টি সময় কড়াই-এর ন্যায় ক্যালডেরার সৃষ্টি হয়।



● আগ্নেয় শঙ্কু : 

আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়ে খাড়া ঢালু শঙ্কু আকৃতির ভূমিভাগ গড়ে তোলে, যাকে আগ্নেয় শঙ্কু বলে।

Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)