Class 8: অষ্টম শ্রেণীর পরিবেশ ও ভূগোল মডেল এক্টিভিটি টাস্ক part-8 প্রশ্ন উত্তর-geographyhonour
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১.১ ঠিক জোড়াটি নির্বাচন করো-- ক) অন্তঃকেন্দ্রমণ্ডল পদার্থের তরল অবস্থা খ) বহিঃকেন্দ্রমণ্ডল – পদার্থের ঘনত্ব সর্বাধিক গ) অ্যাস্সেনোস্ফিয়ার পরিচলন স্রোতের সৃষ্টি ঘ) ভূত্বক লোহা ও নিকেলের আধিক্য উত্তরঃ -- গ) অ্যাস্সেনোস্ফিয়ার পরিচলন স্রোতের সৃষ্টি How to Creat a Website : website বানানো এখন খুবই সহজ,এর জন্য প্রয়োজন Domain &Hosting ১.২ রকি ও আন্দিজ পর্বতমালার সৃষ্টি হয়েছে – - ক) মহাসাগরীয় মহাসাগরীয় অপসারী পাতসীমানা বরাবর (খ) মহাসাগরীয় মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর গ) মহাদেশীয়-মহাদেশীয় অভিসারী পাতসীমানা বরাবর ঘ) মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর উত্তরঃ- ঘ) মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর ১.৩ উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে – ক) পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে খ) নেপাল ও ভুটানের সঙ্গে গ) বাংলাদেশ ও ভুটানের সঙ্গে ঘ) মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে উত্তরঃ- খ) নেপাল ও ভুটানের সঙ্গে ১.৪ করুটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হলো ক) দক্ষিণ-পূর্ব আয়নবায়ু খ) উত্ত...