জ্বালামুখ কী,ক্যালডেরা কী,

 i) জ্বালামুখ (Craters) :

আগ্নেয়গিরির শীর্ষদেশে অবস্থিত যে ছিদ্রপথের মাধ্যমে অগ্ন্যুৎপাত ঘটে তাকে জ্বালামুখ বলে। সুতরাং জ্বালামুখ হল আগ্নেয়গিরির নির্গমন নল বা আগ্নেয় গ্রীবার বাইরের অংশ। জ্বালামুখ বতুলাকার বা ফাদলাকৃতির হয়ে থাকে (গ্রিক Crater শব্দের অর্থ Cup বা bowl) জ্বালামুখ কয়েক মিটার থেকে কয়েক কিলোমিটার ব্যাসের হতে পারে। পৃথিবীর বৃহত্তম জ্বালামুখ হল মৌনালোয়া আগ্নেয়গিরির কিলাউয়া শৃঙ্গের জ্বালামুখ (ব্যাস 5 কিমি.)। উৎপত্তি অনুসারে জ্বালামুখ তিন প্রকারের। যথা–(1) বিস্ফোরিত জ্বালামুখ, (2) কিনারা উঁচু জ্বালামুখ বা বলয় জ্বালামুখ এবং (3) ধস বা নিমজ্জিত জ্বালামুখ বা পিট জ্বালামুখ।



ii) ক্যালডেরা (Caldera) :

ক্যালডেরা’ একটি স্পেনীয় শব্দ, যার অর্থ বৃহৎ সদৃশ অগভীর জ্বালামুখ। অর্থাৎ সাধারণভাবে বলা যায় বিভিন্ন কারণে আগ্নেয় শঙ্কুর ঊর্ধ্বাংশ অপসারিত হলে আগ্নেয়গিরির চূড়ায় যে খাড়া পাড়ওয়ালা জ্বালামুখ অপেক্ষা কয়েকগুণ বৃহৎ আয়তন বিশিষ্ট গহ্বর সৃষ্টি হয় তাকে ক্যালডেরা বলে। বৃত্তাকার বা উপবৃত্তাকার আকৃতিবিশিষ্ট ক্যালডেরার ব্যাস 15-25 কিমি. হয়। পৃথিবীর বৃহত্তম ক্যালডেরা হল জাপানের কিয়শু দ্বীপের আসোয়ান (সর্বাধিক বিস্তৃতি প্রায় 27 কিমি.)। উৎপত্তি ও গঠন অনুসারে ক্যালডেরা তিন প্রকারের। যথা—(1) বিস্ফোরিত ক্যালডেরা, (2) নিমজ্জিত ক্যালডেরা এবং (3) পুনরুত্থিত ক্যালডেরা।



i) স্টক (Stock) : ভূত্বকের নীচে ম্যাগমা প্রকোষ্ঠে ঊর্ধ্বমুখী চাপের ফলে ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না। তখন ভূত্বকের নীচে দুর্বল শিলাস্তরে ম্যাগমা জমাট বেঁধে গোলাকার আকৃতি ধারণ করে, একে স্টক বলে।দীর্ঘদিন যাবৎ ভূপৃষ্ঠের ক্ষয়কার্য চলতে থাকলে শিলাস্তর অপসারিত হয়ে স্টক বেরিয়ে আসে। স্টক আয়তনে ব্যাথোলিথের থেকে অনেক ছোটো হয়। ভূপৃষ্ঠে স্টক এর প্রসার 100 বর্গ কিলোমিটারের কম হয়। স্কটল্যান্ডের পার্বত্য অঞ্চলে, হাওয়াই দ্বীপপুঞ্জে অনেক স্টক দেখা যায়।


5) স্টেপটো(Steptoe) :

লাভা উদ্‌গীরণের ফলে প্রাক্ লাভাযুগের ভূমিরূপ চাপা পড়ে যায়, কিন্তু অনেক সময় আগেকার গ্রানাইট শিলাগঠিত পাহাড়গুলি সঞ্চিত লাভা সমভূমির মধ্যে খাড়াভাবে দাঁড়িয়ে থাকে একে স্টেপটো বলে। আমেরিকার কলম্বিয়াতে এইরকম পাহাড় দেখা যায়৷

Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)