আগ্নেয়গিরির বিভিন্ন অংশ (Different Parts of Volcano)
আগ্নেয়গিরির বিভিন্ন অংশ (Different Parts of Volcano) :
কোনো ফাটল (Crack) বা বিদার (Fissure) পথে ভূ-অভ্যন্তর থেকে গলিত তরল ধাতব পদার্থ (ম্যাগমা), শিলাচূর্ণ, প্রস্তরখণ্ড প্রভৃতি নির্গত হয়ে জমাট বেঁধে শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি গঠন করে। সেই আগ্নেয়গিরির নিম্নলিি অংশগুলি দেখতে পাওয়া যায়। যেমন—
(ক) জ্বালামুখ (Crater) : আগ্নেয়গিরির শীর্ষদেশের ঠিক মধ্যভাগে একটি ছিদ্রপথ (Vent) থাকে, যার মাধ্যমে অগ্ন্যুৎপাত হয় অর্থাৎ ভূগর্ভের লাভা বেরিয়ে আসে, তাকে জ্বালামুখ (Crater) বলে (Greck: Crater – অর্থ Cup or Bowl)। জ্বালামুখ গোলাকার বা অর্ধগোলাকার অর্থাৎ ফানেলাকৃতির হয়ে থাকে।
কোনো একটি আগ্নেয়গিরিতে অনেকগুলি জ্বালামুখ থাকতে পারে। তাদের মধ্যে প্রধান জ্বালামুখটিকে মুখ্য জ্বালামুখ (Main Crater) এবং অন্য জ্বালামুখগুলিকে গৌণ জ্বালামুখ (Secondary Crater) বলে। উদাহরণ—ইতালির ভিসুভিয়াস এইরূপ দ্বিজালামুখবিশিষ্ট আগ্নেয়গিরি।
(খ) ম্যাগমাবাহী নলাকৃতি পথ (Volcanic Pipe) আগ্নেয়গিরির জ্বালামুখটি একটি সংকীর্ণ ফানেলাকৃতির পথ দ্বারা ভূ-অভ্যন্তরের সঙ্গে যুক্ত থাকে। প্রধান জ্বালামুখটি প্রধান নলাকৃতি পথ দ্বারা এবং গৌণ জ্বালামুখগুলি শাখা নলকটি পথ দ্বারা যুক্ত থাকে।
(গ) ম্যাগমা গহ্বর ( Magma Chamber) :
ম্যাগমাবাহী নলপথটির শেষ প্রান্তে থাকে একটি প্রকাণ্ড গহ্বর, যার মধ্যে গলিত ম্যাগমা সঞ্চিত থাকে। ম্যাগমাপূর্ণ এই প্রকাণ্ড গহ্বরটি ম্যাগমা গহ্বর নামে পরিচিত।
Comments
Post a Comment