উষ্ণপ্রস্রবণ (Hot Spring) কাকে বলে, ভূতাপ শক্তি (Geothermal Energy) অথবা, ভূতাপ কী?গিজার (Geyser)
১★ উষ্ণপ্রস্রবণ (Hot Spring)
মাটির নীচ থেকে যখন উয় জল আপনাআপনি বেরিয়ে আসতে থাকে, তখন তাকে উষ্ণ-প্রস্রবণ (Hot Spring) বলে।
উৎপত্তি : মাটির নীচেরজল (ভৌমজল) পৃথিবীর অভ্যন্তরের উত্তপ্ত শিলা অর্থাৎ, ম্যাগমার সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে এবং পৃথিবীপৃষ্ঠে কোনো ফাটল বা দুর্বল স্থান পেলে সেখান দিয়ে বাইরে বেরিয়ে এসে উয় প্রস্রবণ সৃষ্টি হয়।
উদাহরণ : পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, বিহারের রাজগির প্রভৃতি স্থানে উয় প্রস্রবণ দেখা যায়।
৩◆ গিজার (Geyser) *
৪★ . প্যানজিয়া ও প্যানথালাসা কী ? *
'Pangea' (প্যানজিয়া)-র 'Pan' এর অর্থ 'All' বা ‘সমস্ত’ এবং 'Gia'-র অর্থ ‘পৃথিবী’ বা ‘ভূখণ্ড’। আজ থেকে প্রায় 50 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একত্রে একটা বিশাল ভূখণ্ডরূপে অবস্থান করত। একে প্যানজিয়া বলা হয়। আবহবিদ অ্যালফ্রেড ওয়েগনার প্যানজিয়া নাম দেন। প্যানজিয়া পরবর্তীকালে দুটি অংশে বিভক্ত হয়। যথা— ↑ ১★ উত্তরাংশের নাম লরেশিয়া
২★ দক্ষিণ অংশের নাম গণ্ডোয়ানাল্যান্ড।
প্যানথালাসা: 'Panthalasa' (প্যানথালাসা)-র 'Pan'-এর অর্থ ‘সমস্ত’ এবং 'Thalasa'-র অর্থ ‘সমুদ্র’। প্যানজিয়াকে ঘিরে পৃথিবীর সমস্ত মহাসাগর একত্রে একটি বিশাল মহাসাগররূপে অবস্থান করত। একে আবহবিদ আলফ্রেড ওয়েগনার প্যানথালাসানাম দেন৷
ত্রিপাত সম্মেলন (Tripple Junction)
পাতের চলনের ফলে তিনটি অভিসারী পাত যখন পরস্পরের মুখোমুখি অগ্রসর হয়, তখন গঠিত হয় ত্রিপাত সম্মেলন (Tripple Junction)। তিনটি পাত যেখানে পরস্পরের সম্মুখীন হয়, সেখানে 'Y' আকৃতি ধারণ করে। যেখানে এই তিনটি পাত পরস্পরের মুখোমুখি আসে, সেখানে একটি পাত অপর পাতের নীচে প্রবেশও করতে পারে, আবার অনেক ক্ষেত্রে পরস্পর পরস্পরের থেকে দূরেও সরে যেতে পারে। তবে 'Y' আকৃতির ন্যায় অবস্থিত তিনটি পাতের মধ্যে দুটি পাত সক্রিয় অবস্থায় থাকলেও একটি পাত প্রায় নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই নিষ্ক্রিয় পাতকে অওলাকোজেন বলে।
উদাহরণ : আন্টার্কটিকা পাত, নাজকা পাত ও প্রশাস্ত মহাসাগরীয় পাতের মিলনস্থলে এই ত্রিপাত সম্মেলন সৃষ্টি হয়েছে।
Comments
Post a Comment