জুরাসিকযুগ ও ট্রায়াসিক যুগের মধ্যে পার্থক্য

 

বৈশিষ্ট্য  জুরাসিক ট্রায়াসিক
নামকরণ এর উৎপত্তি ফ্রান্সের 'জুরা'পর্বতের নাম অনুসারে এই উপযুগের নাম হয় জুরাসিক। জার্মানিতে প্রাপ্ত একস্থানে উন্মুক্ত শিলার অনুকরে ট্রায়াসিক কথাটি এসেছে।
স্থায়িত্বকাল
জুরাসিক উপযুগের মেয়াদ আনুমানিক 6 কোটি বছর।
ট্রায়াসিক উপযুগের মেয়াদ আনুমানিক 3 কোটি বছর
জলবায়ু
জুরাসিক উপযুগে পৃথিবীর আবহাওয়া ছিল উষ্ণ ও স্যাতসেঁতে এবং মাঝে মাঝে বৃষ্টিপাত প্রভৃতি। তবে উত্তর-দক্ষিণ মেরুতে মৃদু জলবায়ু দেখা যায়।
ট্রায়াসিক বা ট্রিয়াসিক উপযুগে উত্তর গোলার্ধে জলবায়ু ক্রমশ শুষ্ক হতে শুরু করে এবং দক্ষিণ গোলার্ধে বরফের আচ্ছাদন লক্ষ্য করা যায়।
  পর্বতের    গঠন উত্তর আমেরিকায় নেভেডা পর্বতের উত্থান সূচিত হয়।
ট্রায়াসিক উপযুগে আফ্রিকা, দক্ষিণ ভারত ও অস্ট্রেলিয়া নিয়ে গঠিত গন্ডোয়ানাল্যান্ড উত্তর দিবে ক্রমশ ও থাকে।
      উদ্ভিদ
এই সময় প্রথম সুপুষ্পক উদ্ভিদের সৃষ্টি হয় এবং ব্যক্তজীবী উদ্ভিদের প্রাধান্য ঘটতে থাকে।
এই সময় নগ্নবীজি উদ্ভিদ বিকাশ ঘটে এবং ফার্ম জাতীয় উদ্ভিদের অবলুপ্তি ঘটে।
      প্রাণী
এই যুগে সরীসৃপ ও ডাইনোসর যারা এই পৃথিবীতে প্রভাব বিস্তার ঘটে।
এই সময় ডাইনোসর ও সরীসৃপ জাতীয় প্রাণীদের  বিস্তার লাভ শুরু হয়।
   শিলার  পরিবর্তন
এই সময় চুনাপাথর বা, কাদা পাথরের সৃষ্টি হয়।
 এই সময় নতুন লাল বেলেপাথরের উদ্ভব হয়। 
  ভুমিরূপের
পরিবর্তন
এই সময় প্যানজিয়ার ভাঙন ও মহাসঞ্চরণ অব্যাহত ছিল। প্রবল । ভূ-কম্পনের ফলে উত্তর আটলান্টিক মহাসাগরের উদ্ভব হতে শুরু করে। এই সময় পৃথিবীর বিভিন্ন মহাদেশ একে অপরের কাছ থেকে দূরে সরে যেতে থাকে এবং সমুদ্র মহাদেশ গুলো বর্তমান আকার ধারণ করে। গন্ডোয়ানাল্যান্ড গঠনকারী ভূ-ভাগকারীভূ-ভাগগুলি পরস্পর বিচ্ছিন্ন হতে শুরু করে।
     

Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)