জুরাসিকযুগ ও ট্রায়াসিক যুগের মধ্যে পার্থক্য
বৈশিষ্ট্য | জুরাসিক | ট্রায়াসিক |
নামকরণ এর উৎপত্তি | ফ্রান্সের 'জুরা'পর্বতের নাম অনুসারে এই উপযুগের নাম হয় জুরাসিক। | জার্মানিতে প্রাপ্ত একস্থানে উন্মুক্ত শিলার অনুকরে ট্রায়াসিক কথাটি এসেছে। |
স্থায়িত্বকাল | জুরাসিক উপযুগের মেয়াদ আনুমানিক 6 কোটি বছর। |
ট্রায়াসিক উপযুগের মেয়াদ আনুমানিক 3 কোটি বছর |
জলবায়ু | জুরাসিক উপযুগে পৃথিবীর আবহাওয়া ছিল উষ্ণ ও স্যাতসেঁতে এবং মাঝে মাঝে বৃষ্টিপাত প্রভৃতি। তবে উত্তর-দক্ষিণ মেরুতে মৃদু জলবায়ু দেখা যায়। |
ট্রায়াসিক বা ট্রিয়াসিক উপযুগে উত্তর গোলার্ধে জলবায়ু ক্রমশ শুষ্ক হতে শুরু করে এবং দক্ষিণ গোলার্ধে বরফের আচ্ছাদন লক্ষ্য করা যায়। |
পর্বতের গঠন | উত্তর আমেরিকায় নেভেডা পর্বতের উত্থান সূচিত হয়। | ট্রায়াসিক উপযুগে আফ্রিকা, দক্ষিণ ভারত ও অস্ট্রেলিয়া নিয়ে গঠিত গন্ডোয়ানাল্যান্ড উত্তর দিবে ক্রমশ ও থাকে। |
উদ্ভিদ | এই সময় প্রথম সুপুষ্পক উদ্ভিদের সৃষ্টি হয় এবং ব্যক্তজীবী উদ্ভিদের প্রাধান্য ঘটতে থাকে। |
এই সময় নগ্নবীজি উদ্ভিদ বিকাশ ঘটে এবং ফার্ম জাতীয় উদ্ভিদের অবলুপ্তি ঘটে। |
প্রাণী | এই যুগে সরীসৃপ ও ডাইনোসর যারা এই পৃথিবীতে প্রভাব বিস্তার ঘটে। |
এই সময় ডাইনোসর ও সরীসৃপ জাতীয় প্রাণীদের বিস্তার লাভ শুরু হয়। |
শিলার পরিবর্তন | এই সময় চুনাপাথর বা, কাদা পাথরের সৃষ্টি হয়। |
এই সময় নতুন লাল বেলেপাথরের উদ্ভব হয়। |
ভুমিরূপের পরিবর্তন |
এই সময় প্যানজিয়ার ভাঙন ও মহাসঞ্চরণ অব্যাহত ছিল। প্রবল । ভূ-কম্পনের ফলে উত্তর আটলান্টিক মহাসাগরের উদ্ভব হতে শুরু করে। | এই সময় পৃথিবীর বিভিন্ন মহাদেশ একে অপরের কাছ থেকে দূরে সরে যেতে থাকে এবং সমুদ্র মহাদেশ গুলো বর্তমান আকার ধারণ করে। গন্ডোয়ানাল্যান্ড গঠনকারী ভূ-ভাগকারীভূ-ভাগগুলি পরস্পর বিচ্ছিন্ন হতে শুরু করে। |
Comments
Post a Comment