সূচার রেখা বা সীবন রেখা কাকে বলে? Describe the concept of Suture Line?

◆◆ সূচার রেখা বা সীবন রেখা (Suture Line)

ধারণা (Concept) :

Suture’ একটি লাতিন শব্দ, যার অর্থ সেলাই (Stich)। দুটি মহাদেশীয় পাত পরস্পরের দিকে এগিয়ে এলে উভয়ের মধ্যে সংঘর্ষ ঘটে। পাতদ্বয়ের মধ্যবর্তী সমুদ্রে সঞ্চিত পলিস্তরে পার্শ্বচাপ সৃষ্টি হওয়ায় গিরিজনি ক্রিয়া কার্যকরী হয় । সামুদ্রিক ভূত্বকে সঞ্চিত পলিস্তরে পার্শ্বচাপ সৃষ্টি হওয়ায় ভাজ সৃষ্টি হয়। উভয় পার্শ্ব থেকে চাপ যত প্রবল হয় মধ্যবর্তী সামুদ্রিক ভূত্বকে বাঁক সৃষ্টি হয়, এবং ভূত্বক খণ্ডিত হয়ে পড়ে, চ্যুতি সৃষ্টি হয়, ক্ষারকীয় শিলার উদ্বেধ ঘটে। সমুদ্রে সঞ্চিত পাললিক শিলার মধ্যে এই সব ক্ষারকীয় শিলা, অনেক সময় রূপান্তরিত হয়ে একত্রে এক বিশেষ ধরনের শিলায় পরিণত হয়, যাকে ‘ওফিওলাইট’ (Ophiolite) বলে। ওফিওলাইট শিলার উপস্থিতি, দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষ স্থানটি নির্দেশ করে। যে রেখা বরাবর দুটি মহাদেশীয় পাত মিলিত হয় তাকে সুচার রেখা বা সীবন রেখা (Suture line) বলে।




বৈশিষ্ট্য (Characteristics) : 

(i) চ্যুতিরেখা ভূপৃষ্ঠে লাভার অবস্থান দেখে বোঝা যায়। 

(ii) অনুভূমিক পীড়নের সৃষ্টি হয়। 

(iii) অভিসারী পাতদ্বয়ের চলনের কারণে এরূপ সীবন রেখা সৃষ্টি হয়।


উদাহরণ : হিমালয় পার্বত্য অঞ্চলের পশ্চিমাংশে সিন্ধুনদের গভীর উপত্যকার এক অংশে সিন্ধু সীবন রেখার (Indus Suture Line) অবস্থান দেখা যায়, যা হিমালয় পর্বত উত্থানের সুস্পষ্ট চিহ্ন বহন করে।

Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর