বিদার বা শাস্ত অগ্ন্যুৎপাতের শ্রেনীবিভাগ(Fissure or Quiet Eruption)
A. বিদার বা শাস্ত অগ্ন্যুৎপাত (Fissure or Quiet Eruption) যে অগ্ন্যুৎপাতে ভূ-অভ্যন্তরস্থ লাভা জ্বালামুখ দিয়ে নির্গত না হয়ে ভূত্বকের দীর্ঘ ও গভীর ফাটল বা ফিসারের মধ্য দিয়ে নির্গত হয় তাকে বিদার অগ্ন্যুৎপাত বলে। এই অগ্ন্যুৎপাতে বিপুল পরিমাণ লাভা নিঃশব্দে নির্গত হয়ে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। ভারতের দাক্ষিণাত্য মালভূমি, পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা প্রভৃতি অঞ্চলে বিদার অগ্ন্যুৎপাত ঘটেছে। এই জাতীয় অগ্ন্যুৎপাত তিন ধরনের হয়ে থাকে চিত্র: বিদার বা শাস্ত অগ্ন্যুৎপাত বিদার শ্রেণির
1) লাভা প্রবাহ (Lava Flow) :
বিদার অগ্ন্যুৎপাতের সময় বিপুল পরিমাণ লাভা ভূগর্ভ থেকে নিঃসৃত হয়ে বিস্তৃত অঞ্চল প্লাবিত করে। জল প্রবাহের অনুরূপ এ ধরনের লাভাকে লাভা প্রবাহ বলে। সাধারণত ক্ষারকীয় লাভা যাতে সিলিকার পরিমাণ কম (45% 50%) সে ধরনের লাভাই এরূপ প্রবাহ ঘটাতে পারে। কারণ ক্ষারকীয় লাভা অত্যস্ত তরল এবং অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রায় থাকে। আম্লিক লাভা, যেমন- রায়োলাইটে সিলিকার অনুপাত অনেক বেশি (>90%) এবং সেগুলো অত্যন্ত ঘন, চটচটে এবং আঠালো। জ্বালামুখের থেকে কিছুদূর যেতে না যেতে এগুলো জমে যায়।
2) ফিউমারোল (Fumarole) : ফিউমারোল একটি ইতালি শব্দ। আগ্নেয়গিরির আশেপাশে ভূপৃষ্ঠের নানা জায়গায় চোঙ বা নল আকৃতির গর্ত থাকে। আগ্নেয়গিরি সংলগ্ন সেই সমস্ত ছিদ্রপথ দিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড প্রভৃতি গ্যাস নির্গত হয়, তাকে ফিউমারোল বলে। আলাস্কার কাটমাই আগ্নেয়গিরি অঞ্চলকে “The Valley of Ten Thousand Smokes” বলা হয়। আগ্নেয়গিরি থেকে প্রচুর জলীয় বাষ্পসহ অন্যান্য গ্যাসের ধোঁয়ার মতো নির্গমন ঘটে। উদাহরণ আলাস্কার কাটমাই আগ্নেয়গিরির পাশাপাশি অঞ্চলে প্রচুর পরিমাণে ফিউমারোল দেখা যায়।
3) মৃত্তিকা প্রবাহ (Mud flow) বা লাহার (Lahar) :
বিদার বা শান্ত অগ্ন্যুৎপাতের একটি ধরণ হল মৃত্তিকা প্রবাহ বা লাহার। অগ্ন্যুৎপাতের ফলে উৎপন্ন শিলাখণ্ড, পাইরোক্লাসটিক জাতীয় পদার্থ, আগ্নেয় ভস্ম এবং জল প্রভৃতি মিশ্রিত হয়ে আগ্নেয়গিরির বিভিন্ন ফাটল বা ছিদ্রপথ দিয়ে ধীরে ধীরে নদীর মত বেরিয়ে আসে। তখন এই ধরনের আগ্নেয় প্রবাহকে মৃত্তিকা প্রবাহ বা লাহার বলে। অনেকে টেফরা (Tephra) ও জলের প্রবাহকে একে লাহার বলে। বিভিন্ন কারণে এই জাতীয় মৃত্তিকার প্রবাহ হয়ে থাকে। অনেক সময় বৃষ্টিপাতের কারণে জ্বালামুখ জল ধারা অথবা তুষারপাতের কারণে বরফ জমা থাকলে ঐ অংশে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত ঘটলে এরূপ প্রবাহ দেখা যায়। 1980 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের মাউন্ট সেন্ট হেলেনস্ থেকে এরূপ মৃত্তিকা প্রবাহ হয়েছিল।
Comments
Post a Comment