Causes Of Plate Movement(পাত সঞ্চালনের কারণ)

  পাত সঞ্চালনের কারণ (Causes of Plate Movement) :

                        পাত সঞ্চালনের কারণগুলোর সঠিক ব্যাখ্যা দেওয়া এখনও পর্যন্ত পুরোপুরি সম্ভব হয়নি। তবে কোন শক্তির ফলে পাতগুলো গতিশীলতা লাভ করে বা সেই শক্তির উৎস কোথায় বা কেন এই শক্তি যুগ যুগ ধরে ক্রিয়াশীল থেকে পাতগুলোকে সর্বদা সঞ্চালিত করছে, এই প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা ভূ বিজ্ঞানীরা আজ পর্যন্ত দিতে পারেনি। তবে পাতের কারণগুলি সম্পর্কে ভূবিজ্ঞানীরা নিম্নলিখিত ব্যাখ্যা করেছেন—

      1)পরিচলন তাপস্রোেত (Convectional Current):


ভূগাঠনিক প্রক্রিয়া ও ভূমিরূপবিদ্যা ব্রিটিশ ভূবিজ্ঞানী আর্থার হোমস পরিচলন তাপ স্রোত মতবাদের সাহায্যে পাত সঞ্চালনের কারণকে ব্যাখ্যা করেছেন। ভূ-বিজ্ঞানী আর্থার হোমসের পরিচালন স্রোত তত্ত্ব অনুযায়ী গুরুমণ্ডলে অবস্থিত উত্তপ্ত ও গলিত পদার্থগুলি তাপ পরিবহনের মাধ্যমে ভূ-গর্ভস্থ অন্তস্থলে যে পরিচলন স্রোেত গঠন করে তা ভূ-গর্ভের উত্তপ্ত ও গলিত পদার্থগুলিকে উপরে নিয়ে আসে এবং পরে সেগুলি পাশেঁর দিকে প্রবাহিত হয়। পরিচলন স্রোতের উর্দ্ধমুখী গমনের ফলে পাতগুলির প্রতিসারী চলন এবং নিম্নমুখী গমনের ফলে পাতগুলির অভিসারী চলন ঘটে থাকে এরূপে পরিচলন স্রোতের মাধ্যমে পাতগুলি গতিশীল হয়ে পড়ে।

         



2) মাধ্যাকর্ষণ পার্থক্য :

               পাত গতির অন্যতম কারণ বলে এটি বিবেচিত। মধ্য মহাসাগরীয় শৈলশিরাগুলি স্থিতিসাম্যতার ভারসাম্যের প্রায় কাছাকাছি কিন্তু মহাসাগরীয় খাতগুলিতে অত্যন্ত নেতিবাচক মাধ্যাকর্ষণ পর্যবেক্ষিত হয়েছে। মাধ্যাকর্ষণের এই পার্থক্য পাতের গতির কারণ বলে অনেকের ধারণা। 


3) মহাসাগরীয় ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য :

পাতের চালিকা শক্তি অর্জনে সহায়তা করে। মহাসাগরীয় শৈলশিরাগুলি সাগরতল থেকে গড়ে 2-8 কিমি. উঁচু এবং ঢাল মোটামুটি বড়।

4) মহাসাগরীয় ভূত্বক সৃষ্টি প্রক্রিয়া :

এটি পাত গতিশীলতার অন্যতম কারণ। মহাসাগরে নতুন ভূত্বক সৃষ্টিকালীন সময় নবসৃষ্ট ভূত্বক পুরাতন ভূত্বককে শৈলশিরার শীর্ষ থেকে সামনের দিকে ধাক্কা দেয় যা অশ্বমণ্ডলীয় পাত সম্প্রসারণের কারণ। ভূতত্ত্ববিদদের মতে এই প্রক্রিয়া পাতগতির একটি কারণ।

5) মহাসাগরীয় ভূত্বক সৃষ্টি ও ধ্বংসের অনুপাত :

ভূত্বকের সৃষ্টি ও ধ্বংসের ভারসাম্যহীনতার কারণে পাতগুলি গতিপ্রাপ্ত হয়। প্রতি বছর শৈলশিরার উপরিভা 1–6 সেমি নতুন ভূত্বক সৃষ্টি হয় কিন্তু সমুদ্রখাত 5-15 সেমি ভূত্বক ধ্বংসপ্রাপ্ত হয়। এক্ষেত্রে ভারসাম্য বন্দর জন্য পাত একস্থান থেকে অন্যস্থানে গমন করে।

6) তাপীয় সীমানা স্তর :

পাতের গতিবেগ প্রধান ভূমিকা পালন করে। এই ধারণাটি Turocotte এবং Oxburg কর্তৃক প্রণীত। ত্বকশিবা তাপের অস্থিতিশীলতার কারণে তাপ গলিত পদার্থের প্রবাহের দ্বারা উর্দ্ধদিকে পরিবাহিত হয়। এই প্রক্রিয়া কি হলে একসময় তা পরিচলন স্রোতের রূপ নেয়। পরিচলন স্রোতের কারণে সৃষ্ট তাপশক্তি ভূপৃষ্ঠে প্রধান ও অর্থের গতিপ্রাপ্তির কারণ ।

7)↑) তপ্তবিন্দুর প্রভাব (Hot spot) :

ভূবিজ্ঞানীদের মতে গুরুমণ্ডলে (Baysphere/Mantle) প্রায় 20–21টি তপ্তবিন্দু (Hot spot) আছে। এই তপ্তবিন্দুগুলি থেকে ফোয়ারার মতো উষ্ণ ম্যাগমা উদ্ধমুখী হয় এবং পাতকে সঞ্চালিত করে।

Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)