Posts

Showing posts from 2021

(Class 9 --12): How To Apply HDFC Ltd's Badhte Kadam Scholarship 2021-2022 ,আর বেশি দিন সময় নেই ,আবেদনের শেষ তারিখ খুব কাছে

Image
  How To Apply HDFC Ltd's Badhte Kadam Scholarship 2021-2022  HDFC Ltd's Badhte Kadam Scholarship 2021-2022 যোগ্যতা / Elegibility • আবেদনকারীদের অবশ্যই ভারতর কোনো না কোনো স্বীকৃত স্কুলে 9 - 12 শ্রেণীতে ভর্তি  হতে হবে। •  আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় 6,00,000 (6 লাখ) টাকার কম হতে হবে । • শিক্ষার্থীদের জন্য বিশেষ বিবেচনা/ তথ্য • যদি শিক্ষাত্ৰী রা উপার্জনকারী পরিবারের সদস্য পিতা-মাতা/ কে হারিয়েছেন ,তারা এই scholarship এর জন্য qualify । •  মহামারীর কারণে যদি কোনো বারের  জীবিকা হারিয়েছে (Jobs) ,তারা এই sholarship আবেদন করতে পারবে। সুবিধা / Benefits শিক্ষাত্ৰী যদি এই scholarship এ আবেদন করে - 15000 বা 20000 টাকা পেতে পারে ।[ ( গ্রামীণ শিক্ষার্থীদের জন্য  ₹ 15000 & শহুরে ছাত্রদের জন্য  ₹ 20,000 টাকা ) নথিপত্র / Docoment  • পূর্ববর্তী বছরের শিক্ষাগত ডিগ্রির মার্কশিট । • একটি সরকার পরিচয় প্রমাণ পত্র (আধার কার্ড/ভোটার পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স/প্যান কার্ড) প্রভিটি । • চলতি বছরের ভর্তির প্রমাণ পত্র (ভর্তির রসিদ/ভর্তি পত্র/ প্রতিষ্ঠানের প...

মেঘ ও কুয়াশার মধ্যে পার্থক্য (Difference between cloud and fog )

  মেঘ ও কুয়াশার মধ্যে পার্থক্য (Difference between cloud and fog):                 আপাতদৃষ্টিতে মেঘ ও কুয়াশা একই মনে হলেও উভয়ের মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ করা যায়, যেমন— 1. উচ্চতাগত অবস্থান (Altitudinal position):  মেঘ ঊর্ধ বায়ুমণ্ডলে সৃষ্টি হয়। নিম্ন মেঘের ন্যূনতম উচ্চতা। 2 কিলোমিটার বা তার কাছাকাছি।                                     কিন্তু কুয়াশা ভূপৃষ্ঠের নিকটস্থ নিম্ন বায়ুমণ্ডলে অবস্থান করে। অনেক সময় মেঘ ঊর্ধ্বাকাশ থেকে নীচের দিকে নেমেও আসে। কিন্তু কুয়াশা ভূমিভাগ থেকে বেশি ওপরে কখনোই উঠতে পারে না। 2. উৎপত্তির বৈচিত্র্য (Varlation of genesis):  জলীয় বাষ্পপূর্ণ বায়ু ওপরের দিকে উঠে গেলে ঊর্ধ্বাকাশে তা আয়তনে প্রসারিত হয়। এই বায়ু তখন তাপবিযুক্ত প্রক্রিয়ায় (adiabatic process) শীত ও ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে ।                   অন্যদিকে ভূপৃষ্ঠ সংলগ্ন এলাকায় ভিন্ন ...

কৃত্রিম বৃষ্টিপাত বা মেঘের বীজকরণ: কৃত্রিম বৃষ্টিপাত কাকে বলে ?কৃত্রিম বৃষ্টিপাত সৃষ্টির পদ্ধতি (Methods of Cloud Seeding or Artificial Rain)

  কৃত্রিম বৃষ্টিপাত বা মেঘের বীজকরণ বায়ুমণ্ডলে ভাসমান সব ধরনের মেঘ থেকে বৃষ্টিপাত হয় না। বিশেষ কিছু মেঘ থেকে নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় আবহিক প্রক্রিয়ার মাধ্যমে বৃষ্টিপাত হয়ে থাকে। কিন্তু বর্তমানে উন্নত প্রযুক্তির সাহায্যে যে সব মেঘ থেকে বৃষ্টিপাত হয় না, সেই সব মেঘের মধ্যে কৃত্রিম প্রক্রিয়ার মাধ্যমে আবহাওয়ার পরিমার্জন ঘটিয়ে বৃষ্টিপাত ঘটানো সম্ভব হয়। কৃত্রিম উপায়ে সৃষ্ট এই ধরনের বৃষ্টিপাতকে বলা হয় কৃত্রিম বৃষ্টিপাত   ।  সুতরাং, কৃত্রিম বৃষ্টিপাত হল কৃত্রিম উপায়ে সৃষ্ট এমন এক ধরনের বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া, যার মাধ্যমে বায়ুমণ্ডলে ভাসমান বিশেষ ধরনের মেঘকে কৃত্রিম উপায়ে সম্পৃক্ত করে বৃষ্টিপাত ঘটানো হয়। এই কারণেই সমগ্র প্রক্রিয়াকে কৃত্রিম পরিমার্জন বা কৃত্রিম রূপান্তর (Artificial Modification) বলা হয়ে থাকে ।  পৃথিবীর বেশিরভাগ অঞ্চলেই বর্তমানে জলের সংকট প্রকট আকার ধারণ করেছে। চিরাচরিত জলের উৎসসমূহ, যেমন ভৌমজল, নদী, জলাশয় ইত্যাদি অংশগুলিতে জলের ঘাটতি দেখা যায়। জলের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সমস্যা আরো মারাত্মক আকার ধারণ করেছে। তাই মেঘের পরিমার্জন ঘ...

Class 8: অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মডেল এক্টিভিটি টাস্ক Part-8 in November-December

Image
  ১. ঠিক উত্তর নির্বাচন করো : ১.১ চাপের SI একক হলো –  (ক) নিউটন  (খ) নিউটন বর্গমিটার  (গ) নিউটন/বর্গমিটার  (ঘ) নিউটন/বর্গমিটার। উত্তরঃ (গ) নিউটন/বর্গমিটার  ১.২ আইসোবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলো এদের –  (ক) ভর সমান (খ) প্রোটনসংখ্যা সমান (গ) নিউটনসংখ্যা সমান  (ঘ) ভরসংখ্যা সমান। উত্তরঃ  (ঘ) ভরসংখ্যা সমান। ১.৩ যে কোশীয় অঙ্গাণুর মধ্যে পুরোনো জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো – (ক) মাইটোকনড্রিয়া ( খ) রাইবোজোম  (গ) নিউক্লিয়াস  (ঘ) লাইসোজোম।   উত্তরঃ  (ঘ) লাইসোজোম। ১.৪ যেটি তড়িৎবিশ্লেষ্য নয় সেটি হলো-  (ক) সোডিয়াম ক্লোরাইড  (খ) অ্যামোনিয়াম সালফেট  (গ) গ্লুকোজ  (ঘ) অ্যাসেটিক অ্যাসিড।   উত্তরঃ  (গ) গ্লুকোজ ১.৫ ডিম পোনা প্রতিপালন করা হয় যেখানে সেটি হলো –  (ক) সঞ্চয়ী পুকুর  (খ) হ্যাচারি  (গ) পালন পুকুর  (ঘ) আঁতুর পুকুর উত্তরঃ  (ঘ) আঁতুর পুকুর ১.৬ মৌমাছিদের জীবনে চারটি দশার সঠিক ক্রমটি হলো – (ক) ডিম → পিউপা → লার্ভা → পূর্ণাঙ্গ (খ) ডিম...

Class 8: অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল এক্টিভিটি টাস্ক প্রশ্ন উত্তর(Part-8) --geographyhonour

Image
  ( ক) শূন্যস্থান পূরণ করো : (1) W.H.O. এর পুরো নাম_ ____world__ ____ Health Organisation! (২) বিদ্যালয়ের পানীয় জলের উৎস সর্বদা _______নিরাপদ__________ সুরক্ষিত হতে হবে ।  (৩) স্বাস্থ্যবিধান হলো বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে ______শরীরকে_______ ___সুস্থ, সুন্দর ও নিরোগ রাখা যায়। (৪) দরিদ্র পরিবারগুলির চিকিৎসা ব্যয় এর ৬০,___ ____শতাংশই_____ _____খরচ হয় স্বাস্থ্য বিধানের অভাবজনিত জলবাহিত রোগের চিকিৎসায়। (৫) কোনো দেশের জনসাধারণের জীবনযাত্রার মান কত উন্নত তার উপর নির্ভর করে ওই দেশের মানব____ __উন্নয়ন_______ ___সূচক । (৬) শারীরশিক্ষার লক্ষ্য ব্যক্তিসত্তার__ _____পূর্ণবিকাশ____ _______  (৭) দ্রুততার সঙ্গে দিক পরিবর্তনের ক্ষমতা নির্ভর করে_ ______ক্ষিপ্রতার______ ______ উপর। (৮) 50 মিটার___ ______ট্র্যাক______ _____গতি নির্দেশ করে। (৯) প্রতিদিন শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ__ ___শরীরের অভ্যন্তরীণ_____ - বিভিন্ন যন্ত্র ও তন্ত্রগুলির উপর প্রভাববিস্তার করে।  (১০) গ্রামের খোলা জায়গায়_____ ___মলত্যাগের_______ ___কোনো চিহ্ন থাকবে না। (১১) সমস্ত জলের উৎসে যথার্থ স...

Class 8: অষ্টম শ্রেণীর পরিবেশ ও ভূগোল মডেল এক্টিভিটি টাস্ক part-8 প্রশ্ন উত্তর-geographyhonour

Image
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১.১ ঠিক জোড়াটি নির্বাচন করো-- ক) অন্তঃকেন্দ্রমণ্ডল পদার্থের তরল অবস্থা খ) বহিঃকেন্দ্রমণ্ডল – পদার্থের ঘনত্ব সর্বাধিক গ) অ্যাস্সেনোস্ফিয়ার পরিচলন স্রোতের সৃষ্টি ঘ) ভূত্বক লোহা ও নিকেলের আধিক্য উত্তরঃ -- গ) অ্যাস্সেনোস্ফিয়ার পরিচলন স্রোতের সৃষ্টি How to Creat a Website : website বানানো এখন খুবই সহজ,এর জন্য প্রয়োজন Domain &Hosting ১.২ রকি ও আন্দিজ পর্বতমালার সৃষ্টি হয়েছে – - ক) মহাসাগরীয় মহাসাগরীয় অপসারী পাতসীমানা বরাবর (খ) মহাসাগরীয় মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর গ) মহাদেশীয়-মহাদেশীয় অভিসারী পাতসীমানা বরাবর ঘ) মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর উত্তরঃ- ঘ) মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাতসীমানা বরাবর ১.৩ উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে – ক) পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে খ) নেপাল ও ভুটানের সঙ্গে গ) বাংলাদেশ ও ভুটানের সঙ্গে ঘ) মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে উত্তরঃ- খ) নেপাল ও ভুটানের সঙ্গে ১.৪ করুটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হলো ক) দক্ষিণ-পূর্ব আয়নবায়ু খ) উত্ত...

Class 8 : সমস্ত শ্রেণীর (Class-1 to 10)নতুন মডেল এক্টিভিটি টাস্ক Part-8 Question Download ,How?

Image
  সমস্ত ছাত্র ছাত্রী দের এই বিজ্ঞপ্তি জানানো যাচ্ছে যে-      2020-2021শিক্ষাবর্ষে অষ্টম শ্রেনীর (Class1 to 8) ছাত্র ছাত্রীদের #Final Model Activity Task প্রশ্ন প্রত্ৰ Official Website দিয়ে দিয়েছে । তোমার চাইলে সেই ওয়েবসাইটে গিয়ে মডেল এক্টিভিটি টাস্ক প্রশ্ন পত্র Download করতে পারবে ।         সেই ওয়েবসাইটে কি ভাবে যাবে ,এবং প্রশ্ন পত্র ডাউনলোড করবে জানো না । তবে তোমাদের সুবিধার জন্য "বাঙালি শিক্ষা " ওয়েবসাইটে লিংক নীচে দিয়ে  দিচ্ছি , ।   Date-25/11/2021 সরকারি Official Website -- banglarshiksha.gov.in   তবে তোমার চাইলে সরাসরি এখন থেকে Question ডাউনলোড করে নিতে পারবে ------- Class #v Model activity Task Question Class #vi Model activity Task Question Class #vii Model activity Task Question Class #viii Model activity Task Question Class #ix  Model activity Task Question Class #ix  Model activity Task Question

ঘূৰ্ণ বৃষ্টিপাত বা সীমান্ত বৃষ্টিপাত (Cyclonic or Frontal Rainfall) :সীমান্ত বৃষ্টি কাকে বলে, ইহার উৎপত্তি ও বৈশিষ্ট্য আলোচনা কর

Image
  ঘূৰ্ণ বৃষ্টিপাত বা সীমান্ত বৃষ্টিপাত (Cyclonic or Frontal Rainfall)  ঘূর্ণবাত বা সীমান্ত সৃষ্টির মাধ্যমে যে বৃষ্টিপাত হয়ে থাকে, তাকে ঘুর্ণবৃষ্টি বা সীমান্ত বৃষ্টিপাত বলা হয়। দুই বিপরীতধর্মী বায়ুগুপ্ত (উদ্বু-আর্দ্র ও শীতল-ভারী) যখন পরস্পরের সঙ্গে মিলিত হয়, তখন হালকা উরু বায়ুপুঞ্জটি ওপরের দিকে উঠে যায়। দুই বায়ুপুপ্তের মধ্যবর্তী এলাকায় সীমাস্ত তলের সৃষ্টি হয়। সীমান্ত বা বাতাগ্র বরাবর উষ্ম বায়ু ওপরের দিকে উঠে তাপবিযুক্ত হারে শীতলীকরণ হয়। এর ফলে বায়ুস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ঘূর্ণবৃষ্টি বা সীমান্ত বৃষ্টির সৃষ্টি হয় । • ঘূর্ণবৃষ্টি বা সীমান্ত বৃষ্টিপাতের উৎপত্তি (Genesis of Cyclonic or Frontal Rainfall) ঃ  ক্রান্তীয় ও নাতিশীতোর ঘূর্ণবাত সৃষ্টির সঙ্গে ঘূর্ণবৃষ্টি বা সীমান্ত বৃষ্টি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। তাই ঘূর্ণবৃষ্টির উৎপত্তিকে নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করা যায়—  1. ক্রান্তীয় ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত (Tropical Cyclonic Rainfall) :  নিরক্ষরেখা থেকে উভয় দিকে 20° অক্ষাংশের মধ্যে এই ধরনের বৃষ্টিপাত সীমাবদ্ধ। যখন দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জ একটি...

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

  হড়পা বান (Flash Flood) হড়পা বান এক ধরনের দুর্বিপাক বা বিপর্যয়, যা আকস্মিকভাবে পরিবেশে উপস্থিত হয়। হড়পা বান হল স্বল্প এলাকা জুড়ে সংঘটিত দ্রুত গতির বন্যা। সাধারণ বন্যার (regular flood) সঙ্গে হড়পা বানের পার্থক্য কেবল সময়ের পরিসরে (time scale)। সাধারণ কন্যা যেখানে দীর্ঘ সময় জুড়ে বিরাজ করে, সেখানে হড়পা বানের স্থায়িত্ব খুবই কম এবং দ্রুত গতিতে ঘটে থাকে। স্বল্প স্থান জুড়ে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের মাধ্যমে মাত্র 6 ঘণ্টার (Six hours between rainfall and the onset of flooding) মধ্যেই হড়পা যান উপস্থিত হয় ।            প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হড়পা বানের স্থান বেশ তাৎপর্যপূর্ণ। সমগ্র পৃথিবীব্যাপী ভূমি ব্যবহারের পরিবর্তন এবং বিশ্ব-উন্নায়ন জনিত কারণে জলবায়ুর পরিবর্তনের জন্য হড়পা বানের উপস্থিতির সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সাধারণ জলচক্রের (hydrological cycle) মধ্যেও অস্বাভাবিক পরিবর্তন হড়পাবানের ওপর প্রভাব বিস্তার করে থাকে । . হড়পা বানের বৈশিষ্ট্যসমূহ (Characteristics of Flash Flood) 1. হড়পা বান ও উদকবিদ্যা (Flash flood and Hydrology) : ...

মানবজীবনে জলবায়ুর প্রভাব (Impacts of Climate on Human Life)

  মানবজীবনে জলবায়ুর প্রভাব প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে সব উপাদান লক্ষ করা যায়, তার মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ এবং শক্তিশালী উপাদান হল জলবায়ু; যা মানুষের জীবনযাত্রায় বা মানুষের অর্থনৈতিক কার্যাবলিতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে থাকে (Papadakis, 1975)। স্বাভাবিক উদ্ভিদ ও কৃষিকার্যের ওপর জলবায়ুর প্রভাব অপরিসীম; যা পরোক্ষভাবে মানুষের কার্যাবলির ওপর গভীর প্রভাব বিস্তার করে থাকে। মানুষের জীবনধারণে জলবায়ুর দুটি উপাদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ; এর একটি হল আর্দ্রতা এবং অন্যটি তাপমাত্রা। তাই মানুষের কর্মজীবনের প্রত্যেকটি পদক্ষেপেই জলবায়ুর স্পর্শ পাওয়া যায় (Cole, 1975 )। 1. স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব (Effects of Climate on Natural Vegetation) :  অক্ষাংশ ও উচ্চতা অনুসারে উয়তা ও বৃষ্টিপাতের ব্যাপক পার্থক্য ঘটে, যা স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি ও বণ্টনে প্রভাব বিস্তার করে। জলবায়ুর গুরুত্বপূর্ণ উপাদান উয়তা, বৃষ্টিপাত ও সূর্যালোকের উপস্থিতি উদ্ভিদের জন্ম, বৃদ্ধি ও প্রজাতির বণ্টনে মুখ্য ভূমিকা পালন করে থাকে । উদাহরণ : (i) অধিক উয়তা ও পর্যাপ্ত বৃষ্টিপাতের জন্যই নিরক্ষীয় অ...

রসবি তরঙ্গ (Rossby Waves):রসবি তরঙ্গের সংজ্ঞা,উৎপত্তি,বৈশিষ্ট্য ও রসবি তরঙ্গের পরিবর্তন বিন্যাস

Image
  রসবি তরঙ্গ (Rossby Waves)            1930-এর দশকের শেষদিকে (1937-38 খ্রিস্টাব্দে) সি.জি. রসবি (C. G. Rossby) নামে এক আবহাওয়া বিজ্ঞানী উর্ধ্ব ট্রপোলি পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত এক ধরনের জিওস্ট্রফিক বায়ুর উপস্থিতি প্রমাণ করেন। তিনি তরঙ্গায়িত বা সর্পিলভাবে প্রতি এই ধরনের বায়ুর উপস্থিতিকে গাণিতিক পদ্ধতিতে প্রমাণ করেছিলেন বলে, তাঁর নামানুসারে এই তরঙ্গায়িত বায়ুপ্রবাহকে রসবি তরঙ্গ বলা হয় (MeIntosh & Thom, 1983 )। ★★রসবি তরঙ্গের সংজ্ঞা (Definition of Rossby Waves) মধ্য ও উচ্চ টপোস্ফিয়ারে যে বৃহদাকার আঁকাবাঁকা বা সর্পিলাকার বায়ুপ্রবাহ লক্ষ করা যায়, তাকে রসবি তরঙ্গ বলা যায় । রসবি তরঙ্গ অতি বক্র এবং বৃহৎ তরঙ্গ রূপে অবস্থান করে বলে এই তরঙ্গ কে ভূমণ্ডলীও তরঙ্গ (planetory wave) বলা হয় । ★★  রসবি তরঙ্গের উৎপত্তি (Origin of Rossby Waves) নিরক্ষীয় অঞ্চলের বায়ুর তুলনায় মেরু প্রদেশের বায়ু অনেক বেশি এবং প্রকৃতির। ঠিক এই কারণেই নিরক্ষীয় অঞ্চলের বায়ুর সমচাপ পৃষ্ঠ (Isobaric surface) অপেক্ষা মেরু অঞ্চলের বায়ুর সমচাপ পৃষ্ঠ অনেকটা নিম্নে অবস্থান ...

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর

 ★ মৌসুমি বিস্ফোরণ (The Burst of the Monsoon) জুন মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে হঠাৎ করে ভারতীয় উপমহাদেশে মুষলধারে বৃষ্টিপাত হয়ে থাকে। আকস্মিকভাবে সৃষ্ট এই ধরনের নিম্নচাপজনিত দমকা বায়ুসহ বৃষ্টিপাতকে বলা হয় মৌসুমি বিস্ফোরণ। সুতরাং, মৌসুমি বায়ুর আগমনের উদ্বোধনী ঘটনা হল মৌসুমি বিস্ফোরণ। আসলে, মৌসুমি বায়ু স্থলভাগে পৌঁছানোর আগে সামান্য হালকা ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। কিন্তু তারপর যখন মৌসুমি। বায়ু আকস্মিক ও সক্রিয়ভাবে ভারতীয় উপমহাদেশের ভূ-খণ্ডে প্রবেশ করে, তখনই তাকে মৌসুমি বিস্ফোরণ বলা হয় । ● মৌসুমি বিস্ফোরণের উৎপত্তি (Genesis of Burst of Monsoon) :  মৌসুমি বায়ু মূল ভূ-খণ্ডে আকস্মিকভাবে প্রবেশ করে। তখন এই বায়ুর গতিবেগও হঠাৎ করে বেড়ে যায়। কিন্তু এই বায়ুর গতিবেগ কেন আকস্মিকভাবে বেড়ে যায়, তার কোন সর্বজনগ্রাহ্য মতামত পাওয়া যায় না। মৌসুমি বায়ুর অতি সক্রিয় প্রবাহ বা উচ্ছ্বাস (surge) সাধারণ প্রবাহের গতিবেগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়। খুব সম্ভবত বায়ুর গতিবেগজনিত অভিসরণের (velocity convergence) জন্যই সামনের দিকে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায় । মৌসুমি বিস্ফোরণ...

মৌসুমি বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য (Characteristics of Monsoon Winds)

  ★★ মৌসুমি বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য মৌসুমি বায়ু পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রবাহিত হয়। আবহাওয়া ও জলবায়ুর প্রকৃতি নির্ধারণেও এই বায়ুর অবদান অপরিসীম। মৌসুমি বায়ুর অসংখ্য বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। নিম্নে এই সব বৈশিষ্ট্য উল্লেখ করা হল--  1. মাধ্যমিক সঞ্চালন (Secondary Circulation) :  মৌসুমি বায়ু মাধ্যমিক সঞ্চালনের অন্তর্গত একপ্রকার বায়ুপ্রবাহ। তাই মৌসুমি বায়ু পুরোপুরি তাপীয় প্রকৃতির (thermal type) বায়ুপ্রবাহ।বিশাল এলাকা জুড়ে এই বায়ু জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে থাকে (Menon, 1989) | 2. ঋতুভিত্তিক বায়ুপ্রবাহ (Seasonal Wind) :  মৌসুমি বায়ু পুরোমাত্রায় ঋতুভিত্তিক। ঋতু অনুসারে এই বায়ু প্রবাহিত হওয়ায় একে সাময়িক বায়ুপ্রবাহ বলা হয়। তবে ঋতুর পরিবর্তন অনুসারে মৌসুমি বায়ুরও গতিমুখ পরিবর্তিত হয়। মৌসুমি বায়ুর প্রবাহে চক্রাকার বিপরীতমুখীতা (Cyclic reversal) লক্ষ্য করা যায় । 3. ব্যাপ্তি বা বিস্তার (Extension) :  মৌসুমি একপ্রকার আঞ্চলিক বায়ুপ্রবাহ। তবে এর বিস্তার বা ব্যাপ্তি অনেক বেশি। সমগ্র পৃথিবীর মধ্যে বিশাল এলাকা জুড়ে এই বায়ু প্রবাহিত হয়। ত...

বিভিন্ন প্রকার জেট বায়ুর বৈশিষ্ট্য (Characteristics of different types of Jet Stream)

  বিভিন্ন প্রকার জেট বায়ুর বৈশিষ্ট্য  1. মেরু-সীমান্ত জেট বায়ু বৈশিষ্ট্যসমূহ(Characteristics  of Polar Front Jet) বৈশিষ্ট্য; • 40° থেকে 60° অক্ষাংশের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। • মেরু বায়ু ও ক্রান্তীয় বায়ুর সংযোগস্থল বরাবর উন্নতার খাড়াই ঢালজনিত কারণে এই বায়ুর উৎপত্তি। • ভূ-পৃষ্ঠ থেকে 7.6-10.7 কিমি উচ্চতায় অবস্থান।  • গ্রীষ্মকালের তুলনায় শীতকালে গতিবেগ বেশি। ● কেন্দ্রীয় বা অন্তর্বর্তী অংশে বায়ুর গতিবেগ 100 নট্ বা তারও বেশি। • এই জেট বায়ুকে প্রাথমিক জেট বায়ু বলা হয়। 2. উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু বৈশিষ্ট্যসমূহ(Characteristics  of Sub-tropical Westernly Jet) বৈশিষ্ট্য; • উভয় গোলার্ধে মূলত 30°-35° অক্ষাংশের মধ্যে লক্ষণীয় হয়। • নিরবচ্ছিন্নভাবে এই বায়ু প্রবাহিত হয়। • ফ্রন্ট বা সীমান্তের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। ● 9,100 মিটারের বেশি উচ্চতায় লক্ষণীয় হয়। • শীতকালে এই বায়ুর গতিবেগ ঘণ্টায় 345 থেকে 385 কিমি। • পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। 3. নিরক্ষীয় জেট বা ক্রান্তীয় পুবালি জেট (Equatorial Jet or Tropical Easternly Jet) বৈ...

বিভিন্ন ধরণের শীতল স্থানীয় বায়ু(Cold type Local Winds)

বিভিন্ন ধরণের শীতল স্থানীয় বায়ু 1. মিস্ট্রাল (Mistral) :   ইউরোপের উত্তরের উচ্চভূমি থেকে পশ্চিম ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রবাহিত একপ্রকার শীতল স্থানীয় বায়ুকে মিস্ট্রাল বলা হয়। ফ্রান্সের দক্ষিণে হঠাৎ করে এই বায়ু আবির্ভূত হয় এবং মূলত রোন উপত্যকা (Rhone valley) বরাবর প্রবাহিত হয়। ● মিস্ট্রাল বায়ুর  বৈশিষ্ট্য (Characteristics) : i. রোন উপত্যকার সংকীর্ণ অঞ্চল দিয়ে যখন এই বায়ু প্রবাহিত হয়, তখন অত্যন্ত শীতল ও শুষ্ক প্রকৃতির হয়ে থাকে। ii. বায়ুর গতিবেগ অত্যন্ত বেশি। ঘণ্টায় প্রায় 60 কিমি বেগে প্রবাহিত হয়। তবে সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 130 কিমিও লক্ষ্য করা যায়। iii. উন্নতা কম হওয়ায় এবং উচ্চ গতিবেগে প্রবাহিত হয় বলে ফলের বাগানগুলিকে রক্ষা করার জন্য বড়বড় গাছ লাগানো হয়। এই বায়ুর হাত থেকে রক্ষা পাবার জন্য অনেক ছোট ছোট ঘরের দরজাও জানালা কেবলমাত্র দক্ষিণ-পূর্ব দিক উন্মুক্ত রাখা হয়।  2. ব্লিজার্ড (Blizzard) :  শীতকালে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবাহিত অত্যধিকমাত্রায় শীতল ও শক্তিশালী বায়ুকেবলা হয় ব্রিজার্ড । তবে বর্তমানে রিজার্ড কথাটি অন্যান্য দেশের ক্ষেত্রেও প্রযোজ...

পৃথিবীর বিভিন্ন ধরণের উষ্ণ স্থানীয় বায়ু (Hot Local Winds)

  পৃথিবীর বিভিন্ন ধরণের স্থানীয় বায়ু (Hot Local Winds) পৃথিবীর বিভিন্ন মহাদেশে উন্ন প্রকৃতির স্থানীয় বায়ু লক্ষ্য করা যায়, যেগুলি স্থানীয় বা আঞ্চলিক স্তরে জলবায়ুর বৈচিত্র্যে গুরুত্বপূর্ণভাবে প্রভাব বিস্তার করে থাকে। নিম্নে কয়েকপ্রকার উল্লেখযোগ্য উন্ন প্রকৃতির স্থানীয় বায়ুর পরিচয় দেওয়া হল-------- 1. চিনুক (Chinook) :  রেড ইন্ডিয়ান শব্দ ‘চিনুক'-এর অর্থ 'তুষার-ভক্ষক' (Snow-eater) । উত্তর আমেরিকায় রকি পার্বত্য অঞ্চলের পাদদেশে বসন্তকালে যে উঠু ও শুষ্ক প্রকৃতির বায়ু প্রবাহিত হয়, তাকে চিনুক বলা হয়। এই বায়ু উয় প্রকৃতির। উষ্ম বায়ুর প্রভাবে পার্বত্য অঞ্চলের বরফ গলে যায় বলে চিনুককে তুষার-ভক্ষক বলা হয় (Oliver & Hidore, 2003) । ● অবস্থান ও প্রকৃতি (Location and Nature) :  চিনুকের প্রভাব লক্ষ্য করা যায় আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো, উয়োমিং, মন্টানা, উত্তর ডাকোটা, ওরিগন, ওয়াশিংটন এবং কানাডার আলবেটা, ম্যানিটোবা ও ম্যাকেঞ্চি অন্যলে। রকি পর্বতের পশ্চিম ঢাল দিয়ে যখন চিনুক বায়ু উপরের দিকে উঠতে থাকে, তখন শুষ্ক তাপবিযুক্ত হারে (dry adiabatic) প্রতি 100 মিটার উচ...