বিভিন্ন ধরণের শীতল স্থানীয় বায়ু(Cold type Local Winds)
বিভিন্ন ধরণের শীতল স্থানীয় বায়ু
1. মিস্ট্রাল (Mistral) :
ইউরোপের উত্তরের উচ্চভূমি থেকে পশ্চিম ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রবাহিত একপ্রকার শীতল স্থানীয় বায়ুকে মিস্ট্রাল বলা হয়। ফ্রান্সের দক্ষিণে হঠাৎ করে এই বায়ু আবির্ভূত হয় এবং মূলত রোন উপত্যকা (Rhone valley) বরাবর প্রবাহিত হয়।
● মিস্ট্রাল বায়ুর বৈশিষ্ট্য (Characteristics) :
i. রোন উপত্যকার সংকীর্ণ অঞ্চল দিয়ে যখন এই বায়ু প্রবাহিত হয়, তখন অত্যন্ত শীতল ও শুষ্ক প্রকৃতির হয়ে থাকে।
ii. বায়ুর গতিবেগ অত্যন্ত বেশি। ঘণ্টায় প্রায় 60 কিমি বেগে প্রবাহিত হয়। তবে সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 130 কিমিও লক্ষ্য করা যায়।
iii. উন্নতা কম হওয়ায় এবং উচ্চ গতিবেগে প্রবাহিত হয় বলে ফলের বাগানগুলিকে রক্ষা করার জন্য বড়বড় গাছ লাগানো হয়। এই বায়ুর হাত থেকে রক্ষা পাবার জন্য অনেক ছোট ছোট ঘরের দরজাও জানালা কেবলমাত্র দক্ষিণ-পূর্ব দিক উন্মুক্ত রাখা হয়।
2. ব্লিজার্ড (Blizzard) :
শীতকালে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবাহিত অত্যধিকমাত্রায় শীতল ও শক্তিশালী বায়ুকেবলা হয় ব্রিজার্ড। তবে বর্তমানে রিজার্ড কথাটি অন্যান্য দেশের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। আন্টার্কটিকা ও কানাডাতেও এই ধরনের শীতল বায়ুকে ব্লিজার্ড বলা হয়।
● ব্লিজার্ড বায়ুর বৈশিষ্ট্য (Characteristics) :
i. এই বায়ুর সঙ্গে বরফের টুকরো গুঁড়ো পাউডারের মতো অবস্থান করে।
ii. দৃষ্টিস্বচ্ছতার পরিমাণ একেবারেই হ্রাস পায়। ঘন রিজার্ড বায়ুতে দৃষ্টিস্বচ্ছতা শূন্যতে পৌঁছায়।
iii. শীতকালে প্রতীপ ঘূর্ণবাত সৃষ্টি হওয়ার ফলে যে শান্ত আবহাওয়া গড়ে ওঠে, তা রিজার্ড বায়ু দ্বারা বিঘ্নিত হয়।
iv. উত্তর আমেরিকার মুক্ত প্রেইরী অঞ্চলের কৃষিকার্যে মারাত্মকভাবে ক্ষতিকর প্রভাব বিস্তার করে।
V. মেরু অঞ্চলে বিশেষ করে আন্টার্কটিকা মহাদেশে ঘন ঘন এই বায়ুর প্রবাহ লক্ষ্য করা যায়। আন্টার্কটিকার টেরি আদেলি (Terre Adelie) অঞ্চলে এই বায়ু প্রায়শই লক্ষ্য করা যায় বলে,একে রিজার্ডের ঘর (home of the blizzard) বলা হয়।
vi. রিজার্ড ঝোড়ো প্রকৃতির হয়। অনেক সময় প্রতীপ ঘূর্ণবাত থেকে সৃষ্ট এই বায়ু ঘণ্টায় প্রায় 100 কিমির বেশি গতিবেগে প্রবাহিত হয়।
Other Question: পৃথিবীর বিভিন্ন ধরণের উষ্ণ স্থানীয় বায়ু (Hot Local Winds)
3. বোরা (Bora) :
'বোরা' কথাটি এসেছে ল্যাটিন শব্দ বোরিয়াস (boreas) থেকে, যার অর্থ উত্তরের বায়ু (north wind)। আড্রিয়াটিক উপকূল এলাকায় একপ্রকার শীতল ও ভারী বায়ু তুষারাবৃত অঞ্চল থেকে নীচের দিকে নেমে আসে। এই বায়ুকে বলা হয় বোরা। বোরা একপ্রকার অভিকর্ষ বায়ু।
● বোরা বায়ুর বৈশিষ্ট্য (Characteristics):
i. উত্তর ও উত্তর-পূর্বের পার্বত্য অঞ্চল থেকে উত্তর আড্রিয়াটিক সাগরের কাছে এই বায়ু নেমে আসে। পার্বত্য অঞ্চলের ঢাল বেয়ে দ্রুত নীচের দিকে নেমে আসে বলে, একে অভিকর্ষ বায়ু (gravity wind) বলা হয়। মধ্য ইউরোপ অঞ্চলে উচ্চচাপ ও ভূমধ্যসাগরীয় এলাকায় নিম্নচাপ সংগঠিত হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
ii. মূলত শীতকালে লক্ষ্য করা যায়। গ্রীষ্মকালেও লক্ষণীয় হয়। তবে দুর্বল প্রকৃতির। গ্রীষ্মকালীন বোরা বায়ুকে বলা হয় বোরিনো (borino) |
iii. বায়ুর গতিবেগ অনেক বেশি। কখনো কখনো এই গতিবেগ অত্যধিক মাত্রায় বৃদ্ধি পায়। এই রকম অতি উচ্চগতিবেগ সম্পন্ন বোরা বায়ুকে বলা হয় বোরাসিয়া (boraccia)। ট্রিয়েস্টে (Trieste) এলাকায় এই বায়ুর গতিবেগ ঘণ্টায় 137 কিমি। তবে এই গতিবেগ বৃদ্ধি পেয়ে কখনো কখনো ঘণ্টায় 209 কিমি হয়।
iv. শীতল ও শুদ্ধ বায়ুর জন্য আকাশ থাকে পরিষ্কার। তবে আড্রিয়াটিক সাগরের কাছে সৃষ্ট নিম্নচাপের তীব্রতা যদি বাড়ে, তাহলে এই বোরা বায়ু দ্বারা ঘন মেঘের সৃষ্টি হয় এবং সেই সঙ্গে বৃষ্টিপাতও হয়ে থাকে। এর ফলে উপকূল অঞ্চলের আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়। জলপথে পরিবহন বিঘ্নিত হয়।
4. ফ্রিয়াজেম বা সুরাজো (Friagem or Surazo) :
দক্ষিণ গোলার্ধের ব্রাজিল ও পূর্ব বলিভিয়াতে যে শীতল শক্তিশালী বায়ু প্রবাহিত হয়, তাকে ফ্রিয়াজেম বলা হয়। ব্রাজিলের মূলত ক্যাম্পোস (Campus) এলাকায় এই বায়ু লক্ষণীয় হয়।
●ফ্রিয়াজেম বায়ুর বৈশিষ্ট্য (Characteristics):
i. মূলত শীতকালে প্রবাহিত হয়।
ii. দক্ষিণ দিক থেকে প্রতীপ ঘূর্ণবাতের স্থানান্তরের জন্যই এই ধরনের বায়ুপ্রবাহের উৎপত্তি হয়।
iii. শীতের শুষ্ক ঋতুতে এই বায়ু প্রবাহিত হয় বলে উয়তার পরিমাণ বেশ কমে যায়। বেশির ভাগ দিনেই উন্নতা 10°C-এর নিচে নেমে যায়।
iv. অত্যধিক শীতল আবহাওয়া রচনা করে বলে মানুষের কাছে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।মানুষকে অত্যধিক শীতের হাত থেকে রক্ষা পাবার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয়।।
5. বুরান (Buran) :
মধ্য এশিয়া ও সাইবেরিয়ায় সব ঋতুতেই প্রবাহিত একপ্রকার শক্তিশালী উত্তর-পূর্ব বায়ু হল বুরান। অত্যধিক শীতলতার জন্য এই বায়ু রিজার্ড-এর সঙ্গে তুলনীয়। এই বায়ু অনেকটা কানাডিয়ান ব্লিজার্ড প্রকৃতির।
● বুরান বায়ুর বৈশিষ্ট্য (Characteristics):
। এই বায়ু অত্যধিকমাত্রায় শীতল। বায়ুর সঙ্গে বরফের টুকরো পাউডারের মতো অবস্থান করে।
ii. শীতকালে অত্যধিকমাত্রায় শীতল হওয়ায় বায়ু ভারী হয়। শীতকালে এই বায়ুকে আবার পারগা (Purga) বলা হয়।
iii. বায়ুর গতিবেগ অনেকটাই বেশি। ঝোড়ো প্রকৃতির এই বায়ুতে উয়তা–30°C বা তারও কম লক্ষ্য করা যায়।
iv. মানুষসহ অন্যান্য প্রাণির ক্ষেত্রে ভীষণ ক্ষতিকর এবং প্রাণহানিকর।
Other Question: আপনি কি 2020-2021 শিক্ষাবর্ষে Claas10 বা ক্লাস 12 পাস করেছেন,তবে এই স্কলারশিপ সমন্ধে আপনার জানা উচিত
6. নর্দার (Norther) :
উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগ থেকে উপসাগরীয় অঞ্চলের দিকে শীতকালে যে মেরুবায়ু প্রবাহিত হয়, তাকে নর্দার বলে। এই বায়ু অত্যন্ত শীতল ও শুষ্ক প্রকৃতির।
● নর্দার বায়ুর বৈশিষ্ট্য (Characteristics):
i. এই বায়ুর প্রভাবে স্বল্প সময়ের পরিমাণে হ্রাস পায়। পর্যবেক্ষণে দেখা যায়, মাত্র 24 ঘণ্টার মধ্যে উন্নতা 20°C হ্রাস পেয়েছে।
ii. বায়ুর গতিবেগ অনেক বেশি। তবে গতিবেগের তারতম্য ঘটে। এই বায়ু ঘণ্টায় 60 থেকে 100 ব্যবধানেই উন্নতা অত্যধিক কিমি বেগে প্রবাহিত হয়।
iii. অনেক সময় বজ্রঝঞ্ঝার সৃষ্টি হয়। ফলে শিলাবৃষ্টি লক্ষ্য করা যায়। এই কারণে ঝোড়ো আবহাওয়ার (line-squall) পরিবেশ রচিত হয়।
iv. আমেরিকা যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টো উপত্যকায় এই বায়ু অত্যন্ত শুষ্ক এবং ঈষৎ ধূলিকণাপূর্ণ (dry and dusty)।
7. নটে (Norte) :
নর্দার-এর অনুরূপ আরো একটি শীতল বায়ু, যা মধ্য আমেরিকায় শীতকালে প্রবাহিত হয়, তাকে নর্টে বলা হয়। নটে শব্দটি পূর্ব স্পেনে শীতকালে প্রবাহিত উত্তরের বায়ুর ক্ষেত্রেও ব্যবহার করা হয়।
● নটে বায়ুর বৈশিষ্ট্য (Characteristics):
i. এই বায়ুর প্রভাবে স্বল্প সময়ের মধ্যেই উন্নতা যথেষ্টমাত্রায় হ্রাস পায়। 1 থেকে 2 দিনের মধ্যে উন্নতা 5°C থেকে 10°C হ্রাস পায়।
ii. শক্তিশালী এই বায়ু ঝোড়ো গতিতে প্রবাহিত হয়। উপকূলীয় অঞ্চলে গতিবেগ আরো বৃদ্ধি পায়।
fil, মেক্সিকোর তেহুআল্টিপেক উপসাগরের উত্তর উপকূলে (northern coast of Gulf of
Tehuantepec) সারা শীতকাল জুড়ে নির্দিষ্ট গতিতে প্রবাহিত হয়। এর ফলে প্রশান্ত মহাসাগরীয়
অঞ্চলে ভারী তুষারযুক্ত ও শীতল (heavy snow and cold) আবহাওয়া বিরাজ করে।
iv. আর্জেন্টিনাতেও নিম্নচাপজনিত কারণে উত্তর দিক থেকে যে উন্ন-আর্দ্র বায়ু প্রবাহিত হয়, তাকে 'নটে' নামে অভিহিত করা হয়।
v. উত্তর আমেরিকার মেক্সিকো মালভূমি অঞ্চলে উত্তর দিক থেকে আগত এই ধরনের বায়ুকে পাপাগায়ো (Papagayo) বলা হয়।
Other Question: জেট বায়ুর প্রকারভেদ / Types of Jet Stream
8. পম্পেরো (Pampero):
পম্পেরো একপ্রকার স্পেনীয় শব্দ, যার অর্থ শুষ্ক ও অত্যধিক শীতল বায়ু। শীতকালে দক্ষিণ গোলার্ধের অন্তর্গত আর্জেন্টিনা ও উরুগুয়ের অংশবিশেষে যে অল্প উন্নতাবিশিষ্ট বায়ু প্রবাহিত হয়, তাকে পম্পেরো বলা হয়।
● পম্পেরো বায়ুর বৈশিষ্ট্য (Characteristics):
i. দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে এই বায়ু প্রবাহিত হয়।
ii. পূর্বদিকে সরে যাওয়া নিম্নচাপ ক্ষেত্রে শীতল সীমান্ত সৃষ্টি হওয়ার ফলে এই বায়ুর উৎপত্তি হয়।
iii. পম্পাস অঞ্চলের ধূলিকণা এই বায়ু দ্বারা স্থানান্তরিত হয়।
iv. মাঝে মাঝে এই বায়ু দ্বারা বৃষ্টিপাত হয়ে থাকে। সেই সঙ্গে বজ্রঝঞ্ঝা ও বজ্রপাত (thundering and lightening) লক্ষ্য করা যায়।
9. পোলার আউটব্রেক (Polar Outbreak) :
মধ্য ও উচ্চ অক্ষাংশের শীতল বায়ুপুঞ্জ নিম্ন অক্ষাংশের দিকে প্রবলবেগে ধাবিত হলে, তাকে পোলার আউটব্লেক বলা হয়। এই ধরনের বায়ু অত্যধিক শক্তিশালী হয় এবং নিমেষের মধ্যে সমগ্র অঞ্চলের আবহাওয়াকে শীতল করে তোলে।
● পোলার আউটব্লেক বায়ুর বৈশিষ্ট্য (Characteristics) :
i. পোলার আউটব্রেক-এর সীমানা (edge) শীতল সীমান্তের (cold front) সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।
ii. শক্তিশালী বায়ু হলেও আবহাওয়ার মধ্যে স্থিতাবস্থা বজায় রাখতে সাহায্য করে। আবহাওয়া থাকে পরিষ্কার।
iii. আবহাওয়া পরিষ্কার থাকলেও শীতল সীমান্তবর্তী এলাকায় ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যায়।
iv.মহাদেশের মধ্যে পূর্ব-পশ্চিমে বিস্তৃত কোনপ্রকার পর্বতমালা না থাকলে এই বায়ু সহজেই মহাদেশেরঅভ্যন্তরে প্রবেশ করে। তাই উত্তর ও দক্ষিণ আমেরিকায় এই বায়ুর প্রকোপ বেশি।
v. উন্নতা হিমাঙ্কের নিচে নামতে সাহায্য করে। দক্ষিণ আমেরিকায় উন্নতা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় অর্থকরী শস্য চাষ যেমন, কফি চাষে প্রবল সমস্যার সৃষ্টি হয়।
10. পারগা (Purga) :
পারগা এক ধরনের শীতল প্রকৃতির স্থানীয় বায়ু, যা সাইবেরিয়ায় লক্ষ্য করা যায়। তুন্দ্রা অঞ্চলে এই বায়ু সবথেকে বেশি সক্রিয় এবং বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
● পারগা বায়ুর বৈশিষ্ট্য (Characteristics):
i. যে অঞ্চলের উপর দিয়ে পারগা প্রবাহিত হয়, সেখানকার উয়তা মারাত্মকভাবে হ্রাস পায়।অত্যধিক মাত্রায় শীতল প্রকৃতির এই বায়ু সমগ্র অঞ্চলের উন্নতা –35°C পর্যন্ত নামিয়ে দেয়।
ii. বায়ুর সঙ্গে বরফের টুকরো পাউডারের মতো অবস্থান করে। তাই দৃষ্টিস্বচ্ছতার পরিমাণ উল্লেখ্যমাত্রায় হ্রাস পায়।
iii. পারগার প্রভাবে আবহাওয়া চরম শীতল হওয়ায় প্রাণীজ জীবন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
11. দক্ষিণী বুরস্টার (Southerly Burster) :
দক্ষিণী বুরস্টার একধরনের শীতল, শক্তিশালী, মেরুদেশীয় বায়ুপ্রবাহ, যা আন্টার্কটিকা মহাদেশ থেকে উৎপত্তি লাভ করে। আন্টার্কটিকা থেকে এই বাহু উত্তরে প্রবাহিত হয়ে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস্-এর দিকে প্রবাহিত হয়।
● দক্ষিণী বুরস্টার বায়ুর বৈশিষ্ট্য (Characteristics):
i. এই বায়ু সাধারণত নিম্নচাপজনিত দ্রোণিকে অনুসরণ (follows a trough of low pressure ) করে প্রবাহিত হয়। এই প্রোণির চারপাশে ক্রান্তীয় ঝঞ্ঝা-বিক্ষুদ্ধ (tropical line-squall conditions) আবহাওয়া গড়ে ওঠে।
ii. ধূলিকণা বহন করে থাকে। ফলস্বরূপ, বজ্রঝঞ্ঝার পরিবেশ গড়ে ওঠে।
iii. এই বায়ুর প্রভাবে উয়তার পরিমাণ হঠাৎ করেই হ্রাস পায়। স্বাভাবিক তাপমাত্রার তুলনায় 10°C- 15°C তাপমাত্রা হ্রাস পায়।
iv. উন্নতার হঠাৎ করে অবনমন হওয়ায় বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। পুরু মেঘের সৃষ্টি হয়। তাই শিলাবৃষ্টি বা বজ্রঝঞ্ঝার মতো বিক্ষুদ্ধ পরিবেশ রচিত হয়।
v. মূলত হেমন্তকালে অর্থাৎ অক্টোবর-নভেম্বর মাসে এবং শীতকালে অর্থাৎ ডিসেম্বর-জানুয়ারি মাসে এইপ্রকার বায়ুপ্রবাহ স্পষ্টভাবে লক্ষণীয় হয়।
vi. দক্ষিণী বুরস্টার-এর প্রভাবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস উপকূল। নিউজিল্যান্ডে এই বায়ুকে শক্তিশালী বায়ু হিসাবেই গণ্য করা হয়, যা অনেকটা আর্জেন্টিনার পম্পেরো বায়ুর সঙ্গে তুলনীয়।
12. ট্রামোন্টানা (Tramontana) :
পশ্চিম ভূমধ্যসাগরীয় অঞ্চলের একপ্রকার শীতল ও শুষ্ক স্থানীয় বায়ুর নাম ট্রামোন্টানা। ইটালি ও স্পেনে এই বায়ু লক্ষ্য করা ।
● ট্রামোন্টানা বায়ুর বৈশিষ্ট্য (Characteristics):
i. উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হয় যায়।
ii. শীতকালে ক্রোয়েশিয়াতেও লক্ষণীয় হয়। নিম্নচাপকে কেন্দ্র করে বায়ু ধাবিত হয়।
iii. এই বায়ুর সঙ্গে বরফের টুকরোও থাকে। তাই আবহাওয়া পীড়াদায়ক হয়। কখনো কখনো এর প্রভাব বলেরিক দ্বীপপুঞ্জেও (Baleric Island) লক্ষ্য করা যায়।
Comments
Post a Comment