বিভিন্ন প্রকার জেট বায়ুর বৈশিষ্ট্য (Characteristics of different types of Jet Stream)

 

বিভিন্ন প্রকার জেট বায়ুর বৈশিষ্ট্য 

1. মেরু-সীমান্ত জেট বায়ু বৈশিষ্ট্যসমূহ(Characteristics  of Polar Front Jet)

বৈশিষ্ট্য;

• 40° থেকে 60° অক্ষাংশের মধ্যবর্তী স্থানে অবস্থান করে।

• মেরু বায়ু ও ক্রান্তীয় বায়ুর সংযোগস্থল বরাবর উন্নতার খাড়াই ঢালজনিত কারণে এই বায়ুর উৎপত্তি।

• ভূ-পৃষ্ঠ থেকে 7.6-10.7 কিমি উচ্চতায় অবস্থান।

 • গ্রীষ্মকালের তুলনায় শীতকালে গতিবেগ বেশি।

● কেন্দ্রীয় বা অন্তর্বর্তী অংশে বায়ুর গতিবেগ 100 নট্ বা তারও বেশি।

• এই জেট বায়ুকে প্রাথমিক জেট বায়ু বলা হয়।


2. উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু বৈশিষ্ট্যসমূহ(Characteristics  of Sub-tropical Westernly Jet)

বৈশিষ্ট্য;

• উভয় গোলার্ধে মূলত 30°-35° অক্ষাংশের মধ্যে লক্ষণীয় হয়।

• নিরবচ্ছিন্নভাবে এই বায়ু প্রবাহিত হয়।

• ফ্রন্ট বা সীমান্তের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।

● 9,100 মিটারের বেশি উচ্চতায় লক্ষণীয় হয়।

• শীতকালে এই বায়ুর গতিবেগ ঘণ্টায় 345 থেকে 385 কিমি। • পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়।



3. নিরক্ষীয় জেট বা ক্রান্তীয় পুবালি জেট (Equatorial Jet or Tropical Easternly Jet)

বৈশিষ্ট্য: 

• ক্রান্তীয় অঞ্চলের বায়ুমণ্ডলে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়।

• ভূ-পৃষ্ঠ থেকে প্রায় 15 কিমি উচ্চতায় অবস্থান করে।

● গড় গতিবেগ 70 নট্-এর কাছাকাছি। কখনো কখনো ঘণ্টায় 180 কিমি হয়। 

●দক্ষিণ-পূর্ব এশিয়ার গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক লক্ষ্য করা। যায়।



4. স্ট্র্যাটোস্ফিয়ারিক উপমেরু জেট (Stratospheric Sub-polar Jet)

বৈশিষ্ট্য;

• ভূ-পৃষ্ঠ থেকে 30 কিমি বা তারও উঁচু স্থান দিয়ে প্রবাহিত হয়। 

• শীতকালে মেরু অঞ্চলের কাছাকাছি লক্ষ্য করা যায় বলে, একে মেরু রাত্রি জেট বলা হয়।

• শীতকালে পশ্চিমী জেট এবং গ্রীষ্মকালে পুবালি জেট নামে প্রবাহিত হয়।

 • 80 কিমি উচ্চতায় গতিবেগ 330 নট-এরও বেশি হয়।



5. স্থানীয় বা আঞ্চলিক জেট (Local or Regional Jet)

বৈশিষ্ট্য;

• মধ্য ও উচ্চ ট্রপোস্ফিয়ারে লক্ষণীয় হয়।

• এই জেট বিভিন্ন প্রকৃতির হলেও বেশ শক্তিশালী। 

• স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করে।



Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর