(Class 9 --12): How To Apply HDFC Ltd's Badhte Kadam Scholarship 2021-2022 ,আর বেশি দিন সময় নেই ,আবেদনের শেষ তারিখ খুব কাছে

 

How To Apply HDFC Ltd's Badhte Kadam Scholarship 2021-2022 


HDFC Ltd's Badhte Kadam Scholarship 2021-2022



যোগ্যতা / Elegibility

• আবেদনকারীদের অবশ্যই ভারতর কোনো না কোনো স্বীকৃত স্কুলে 9 - 12 শ্রেণীতে ভর্তি  হতে হবে।

•  আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় 6,00,000 (6 লাখ) টাকার কম হতে হবে ।


শিক্ষার্থীদের জন্য বিশেষ বিবেচনা/ তথ্য

যদি শিক্ষাত্ৰী রা উপার্জনকারী পরিবারের সদস্য পিতা-মাতা/ কে হারিয়েছেন ,তারা এই scholarship এর জন্য qualify ।

•  মহামারীর কারণে যদি কোনো বারের জীবিকা হারিয়েছে (Jobs) ,তারা এই sholarship আবেদন করতে পারবে।



সুবিধা / Benefits


শিক্ষাত্ৰী যদি এই scholarship এ আবেদন করে - 15000 বা 20000 টাকা পেতে পারে ।[ (গ্রামীণ শিক্ষার্থীদের জন্য  ₹ 15000 & শহুরে ছাত্রদের জন্য  ₹ 20,000 টাকা )



নথিপত্র / Docoment 


• পূর্ববর্তী বছরের শিক্ষাগত ডিগ্রির মার্কশিট ।

• একটি সরকার পরিচয় প্রমাণ পত্র (আধার কার্ড/ভোটার পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স/প্যান কার্ড) প্রভিটি ।

• চলতি বছরের ভর্তির প্রমাণ পত্র (ভর্তির রসিদ/ভর্তি পত্র/ প্রতিষ্ঠানের পরিচয়পত্র/বোনাফাইড সার্টিফিকেট) etc.

• Crisis ডকুমেন্ট (পিতা-মাতার মৃত্যুর শংসাপত্র বা চাকরি হারানোর প্রমান পত্র )

• পরিবারের সংকট জানেন  এমন 2 জন ব্যক্তির রেফারেন্স ( স্কুল শিক্ষক, ডাক্তার, স্কুল, কলেজের প্রধান, বা একজন সরকারী কর্মকর্তা, ইত্যাদি ) .

• আবেদনকারীর (বা পিতামাতার) ব্যাঙ্ক অ্যাকাউন্টের Xerox.

• আবেদনকারীর এক কপি ছবি ।



আপনি কিভাবে আবেদন করতে পারেন?


• নিচের 'apply Now' বোতামে ক্লিক করুন।

• 'অনলাইন আবেদনপত্রের পৃষ্ঠা'-তে নামতে একটি login id (Facebook ,google, Mobile no )  ব্যবহার করে Buddy4Study-এ লগইন করুন।

• Buddy4Study-এ login না হলে - আপনার ইমেল/মোবাইল/ফেসবুক/জিমেইল অ্যাকাউন্ট দিয়ে Buddy4Study-এ login করুন।

• আপনাকে এখন 'HDFC Ltd's Badhte Kadam Scholarship' আবেদন ফর্ম পৃষ্ঠায় পুনঃনির্দেশিত করা হবে  এবং যদি কোনো কারণ বসত সেই পৃষ্ঠায় না পুনঃনির্দেশিত করা হয় তবে Search Button এ Search করে নিবেন ।

• আবেদন প্রক্রিয়া শুরু করতে 'Start Application' বোতামে ক্লিক করুন।

• অনলাইন বৃত্তির আবেদন পত্রে  প্রয়োজনীয় নিজের  বিবরণ পূরণ করুন (Name ,Date of birth ,Mobile No ,Address ,etc..)

• প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন।( মনে রাখবেন প্রতিটি pdf এর size যেন 1 mb কম হয় ।

• 'Terms & Condition ' স্বীকার করুন এবং 'Preview '-এ ক্লিক করুন।

• আবেদনকারীর দ্বারা পূরণ করা সমস্ত বিবরণ সঠিকভাবে প্রিভিউ স্ক্রিনে প্রদর্শিত হলে, আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে 'জমা দিন' বোতামে ক্লিক করুন।





Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর