Geography general knowledge part -5(top 50 Geography general knowledge)
1. ভূমিরূপের উৎপত্তি ও প্রকৃতি বিষয়ে আলোচনা করে কারা?
উত্তরঃ ভূমিরূপের উৎপত্তি ও প্রকৃতি বিষয়ে আলোচনা করে ভূমিরূপবিদ্যা
2. বায়ুমণ্ডল, আবহাওয়া ও জলবায়ু-সংক্রান্ত আলোচনা ভূগোলের কোন্ শাখায় আলোচিত হয় ?
উত্তরঃ বায়ুমণ্ডল, আবহাওয়া ও জলবায়ু-সংক্রান্ত আলোচনা ভূগোলের আবহবিদ্যা শাখায় আলোচিত হয়
3. প্রাকৃতিক বিপর্যয়, পরিবেশ দূষণ প্রভৃতির আলোচনা ভূগোলের কোন শাখায় আলোচিত হয় ?
উত্তরঃ প্রাকৃতিক বিপর্যয়, পরিবেশ দূষণ প্রভৃতির আলোচনা ভূগোলের পরিবেশ ভূগোল শাখায় আলোচিত হয় ।
4. ‘ভূগোল' শব্দের ব্যবহারিক অর্থ হল--
উত্তরঃ ভূগোল' শব্দের ব্যবহারিক অর্থ হল পৃথিবীর বর্ণনা ।
5. 'ভূগোল' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন
উত্তরঃ ভূগোল' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এরাটসথেনিস ।
6. পৃথিবীর প্রকৃত আকৃতি কীরূপ?
উত্তরঃ পৃথিবীর প্রকৃত আকৃতি অভিগত গোলকাকার ।
7. কোন্ গ্রহকে নীলগ্রহ বলা হয় ?
উত্তরঃ পৃথিবীকে নীলগ্রহ বলা হয় ।
৪. পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন করেন-
উত্তরঃ পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন করেন এরাটথেনিস ।
9." পৃথিবীর আকৃতি গোল"—এ কথা প্রথম বলেছিলেন কে?
উত্তরঃ পৃথিবীর আকৃতি গোল—এ কথা প্রথম বলেছিলেন পিথাগোরাস।
10. পৃথিবীর যমজগ্রহ বলা হয় কোন্ গ্রহকে?
উত্তরঃ পৃথিবীর যমজগ্রহ বলা হয় শুক্র গ্রহকে ।
11. পৃথিবীর নিকটতম গ্রহ কোন্টি?
উত্তরঃ পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র ।
12. বৃহস্পতির উপগ্রহের সংখ্যা কয়টি?
উত্তরঃ বৃহস্পতির উপগ্রহের সংখ্যা 12 টি ।
13. মহাবিষুব কত তারিখে হয়?
উত্তরঃ মহাবিষুব 21 মাৰ্চ তারিখে হয় ।
14. মকরসংক্রাস্তি কত তারিখে হয়?
উত্তরঃ মকরসংক্রাস্তি 22 ডিসেম্বর তারিখে হয় ।
15. পৃথিবীর কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না?
উত্তরঃ পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না ।
16. সূর্যের আপাত বার্ষিক গতিপথকে কী বলে?
উত্তরঃ সূর্যের আপাত বার্ষিক গতিপথকে রবিমার্গ বলে ।
17. পৃথিবীর কক্ষের পরিধি কত?
উত্তরঃ পৃথিবীর কক্ষের পরিধি 96 কোটি কিমি ।
18. 22 ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত সূর্যের আপাত বার্ষিক গতিকে কী বলে?
উত্তরঃ 22 ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত সূর্যের আপাত বার্ষিক গতিকে উত্তরায়ণ বলে ।
19. 22 ডিসেম্বর উত্তর গোলার্ধে দিন-রাত্রির অবস্থান কীরূপ হয়?
উত্তরঃ 22 ডিসেম্বর উত্তর গোলার্ধে দিন-রাত্রির অবস্থান দিন ছোটো, রাত বড়ো হয় ।
20. পাতসমূহের সঞ্চালনে দায়ী শক্তিটি হল --
উত্তরঃ পাতসমূহের সঞ্চালনে দায়ী শক্তিটি হল পরিচলন স্রোত ।
21. সান-অদ্রিজ-চ্যুতি কোন ধরনের পাত সীমানার উদাহরণ?
উত্তরঃ সান-অদ্রিজ-চ্যুতি নিরপেক্ষ ধরনের পাত সীমানার উদাহরণ
22. আন্তর্জাতিক তারিখরেখা সবচেয়ে কোথায় বাঁকানো হয়েছে?
উত্তরঃ আন্তর্জাতিক তারিখরেখা সবচেয়ে অ্যালুশিয়ান দ্বীপপুঞ্জ বাঁকানো হয়েছে ।
23. কলকাতার স্থানীয় সময় গ্রিনউইচের চেয়ে কত অগ্রগামী ?
উত্তরঃ কলকাতার স্থানীয় সময় গ্রিনউইচের চেয়ে 5 ঘণ্টা 30 মিনিট অগ্রগামী ।
24. কোনো স্থান ও তার প্রতিপাদস্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত?
উত্তরঃ কোনো স্থান ও তার প্রতিপাদস্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য 180° ।
25. কলকাতার দ্রাঘিমাংশ কত?
উত্তরঃ কলকাতার দ্রাঘিমাংশ 88°30° পূর্ব ।
26. ভারতের প্রমাণ দ্রাঘিমা কত?
উত্তরঃ ভারতের প্রমাণ দ্রাঘিমা 82°30´ পূর্ব ।
27. ভারতের প্রমাণ দ্রাঘিমা কোন শহরের ওপর দিয়ে কল্পিত হয়েছে?
উত্তরঃ ভারতের প্রমাণ দ্রাঘিমা এলাহাবাদ শহরের ওপর দিয়ে কল্পিত হয়েছে ।
28. কোন্ শিলাকে প্রাথমিক শিলা বলা হয় ?
উত্তরঃ আগ্নেয় শিলা শিলাকে প্রাথমিক শিলা বলা হয় ।
29. জীবাশ্ম দেখা যায় কোন্ শিলায়?
উত্তরঃ জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায় শিলায় ।
30. কোন্ শিলাকে প্রবেশ্য শিলা বলা হয়?
উত্তরঃ পাললিক শিলাকে প্রবেশ্য শিলা বলা হয়।
31.ভূমিকম্পের তীব্রতা পরিমাপক স্কেলের নাম কী?
উত্তরঃ ভূমিকম্পের তীব্রতা পরিমাপক স্কেলের নাম- রিখটার স্কেল।
32. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষাকেন্দ্র কোন দেশে অবস্থিত?
উত্তরঃ আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষাকেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্র দেশে অবস্থিত ।
33. রিখটার স্কেলে তীব্র ভূমিকম্পের মাত্রা কত ধরা হয়?
উত্তরঃ রিখটার স্কেলে তীব্র ভূমিকম্পের মাত্রা 6.5 ধরা হয় ।
34. ভারতের সর্বাধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চল কোন্টি?
উত্তরঃ ভারতের সর্বাধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিমালয় পার্বত্য অঞ্চল ।
35. নিম্নলিখিত কোন্ গ্রহ দুটি পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে অবস্থিত?
উত্তরঃ নিম্নলিখিত শুক্র এবং বুধ গ্রহ দুটি পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে
36. নীচের কোন্ সালটি অধিবর্ষ (Leap year) ছিল ?
উত্তরঃ নীচের 2004 সালটি অধিবর্ষ (Leap year) ছিল ।
37. তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উত্তরঃ তুঙ্গভদ্রা অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত ।
38. নীচের কোন্ জোড়াটি সঠিক নয়?
উত্তরঃ সমবর্ষণরেখা (Isohyets)–আর্দ্রতা
39. কোন শহর" উৎসবের শহর' নামে পরিচিত?
উত্তরঃ মাদুরাই শহর উৎসবের শহর' নামে পরিচিত ।
40. "McMohanLine" কোন্ দুটি দেশের মধ্যবর্তী সীমানা?
উত্তরঃ "McMohanLine" ভারত এবং চিন দুটি দেশের মধ্যবর্তী সীমানা ।
41. ভারতের সর্ববৃহৎ বাধ সর্দার সরোবর বাঁধ যে নদীর ওপর তা হল --
উত্তরঃ ভারতের সর্ববৃহৎ বাধ সর্দার সরোবর বাঁধ যে নদীর ওপর তা হল নর্মদা ।
42. ভারতের কোন্ রাজ্যকে ‘চিনির বাটি' বলা হয়?
উত্তরঃ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যকে ‘চিনির বাটি' বলা হয় ।
43. ভারতের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হল--
উত্তরঃ ভারতের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হল কর্কটক্রান্তি রেখা ।
44. সার্ক (SAARC)-এর সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তরঃ সার্ক (SAARC)-এর সদর দফতর কাঠমাণ্ডু অবস্থিত ।
45. ভাষার ভিত্তিতে প্রথম কোন্ রাজ্য পুনর্গঠিত হয়?
উত্তরঃ ভাষার ভিত্তিতে প্রথম অন্ধ্রপ্রদেশ রাজ্য পুনর্গঠিত হয় ।
46. ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোন্টি?
উত্তরঃ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ ।
47. ভারতের নবীনতম রাজ্য কোন্টি?
উত্তরঃ ভারতের নবীনতম রাজ্য ঝাড়খণ্ড।
48. পশ্চিমবঙ্গের দক্ষিণে গড়ে ওঠা নতুন দ্বীপটির নাম কী?
উত্তরঃ পশ্চিমবঙ্গের দক্ষিণে গড়ে ওঠা নতুন দ্বীপটির নাম পূর্বাশা দ্বীপ ।
49. 38 তম প্যারালাল বিভক্ত করে--
উত্তরঃ 38 তম প্যারালাল বিভক্ত করে-কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
50. ভারতের স্থায়ী গবেষণাকেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী' কোথায় অবস্থিত?
উত্তরঃ ভারতের স্থায়ী গবেষণাকেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী' অ্যান্টার্কটিকা অবস্থিত ।
Comments
Post a Comment