Geography general knowledge part -5(top 50 Geography general knowledge)

 1. ভূমিরূপের উৎপত্তি ও প্রকৃতি বিষয়ে আলোচনা করে কারা? 

 উত্তরঃ ভূমিরূপের উৎপত্তি ও প্রকৃতি বিষয়ে আলোচনা করে ভূমিরূপবিদ্যা

2. বায়ুমণ্ডল, আবহাওয়া ও জলবায়ু-সংক্রান্ত আলোচনা ভূগোলের কোন্ শাখায় আলোচিত হয় ?

 উত্তরঃ বায়ুমণ্ডল, আবহাওয়া ও জলবায়ু-সংক্রান্ত আলোচনা ভূগোলের আবহবিদ্যা শাখায় আলোচিত হয়

 3. প্রাকৃতিক বিপর্যয়, পরিবেশ দূষণ প্রভৃতির আলোচনা ভূগোলের কোন শাখায় আলোচিত হয় ? 

 উত্তরঃ প্রাকৃতিক বিপর্যয়, পরিবেশ দূষণ প্রভৃতির আলোচনা ভূগোলের পরিবেশ ভূগোল শাখায় আলোচিত হয় ।

4. ‘ভূগোল' শব্দের ব্যবহারিক অর্থ হল--

 উত্তরঃ ভূগোল' শব্দের ব্যবহারিক অর্থ হল পৃথিবীর বর্ণনা ।

5. 'ভূগোল' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন

 উত্তরঃ ভূগোল' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এরাটসথেনিস

6. পৃথিবীর প্রকৃত আকৃতি কীরূপ? 

উত্তরঃ পৃথিবীর প্রকৃত আকৃতি অভিগত গোলকাকার ।

7. কোন্ গ্রহকে নীলগ্রহ বলা হয় ?

উত্তরঃ পৃথিবীকে  নীলগ্রহ বলা হয়   ।

৪. পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন করেন-

 উত্তরঃ পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন করেন এরাটথেনিস ।

9." পৃথিবীর আকৃতি গোল"—এ কথা প্রথম বলেছিলেন কে?

উত্তরঃ পৃথিবীর আকৃতি গোল—এ কথা প্রথম বলেছিলেন পিথাগোরাস


10. পৃথিবীর যমজগ্রহ বলা হয় কোন্ গ্রহকে?

উত্তরঃ পৃথিবীর যমজগ্রহ বলা হয় শুক্র গ্রহকে ।

11. পৃথিবীর নিকটতম গ্রহ কোন্‌টি? 

উত্তরঃ পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র ।

12. বৃহস্পতির উপগ্রহের সংখ্যা কয়টি?

উত্তরঃ বৃহস্পতির উপগ্রহের সংখ্যা 12 টি

13. মহাবিষুব কত তারিখে হয়?

উত্তরঃ  মহাবিষুব 21 মাৰ্চ তারিখে হয় ।

14. মকরসংক্রাস্তি কত তারিখে হয়?

উত্তরঃ মকরসংক্রাস্তি 22 ডিসেম্বর তারিখে হয় ।

15. পৃথিবীর কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না?

উত্তরঃ পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না ।

16. সূর্যের আপাত বার্ষিক গতিপথকে কী বলে?

উত্তরঃ সূর্যের আপাত বার্ষিক গতিপথকে রবিমার্গ  বলে ।

17. পৃথিবীর কক্ষের পরিধি কত?

উত্তরঃ পৃথিবীর কক্ষের পরিধি  96 কোটি কিমি

18.  22 ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত সূর্যের আপাত বার্ষিক গতিকে কী বলে?

 উত্তরঃ 22 ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত সূর্যের আপাত বার্ষিক গতিকে  উত্তরায়ণ বলে ।

19. 22 ডিসেম্বর উত্তর গোলার্ধে দিন-রাত্রির অবস্থান কীরূপ হয়? 

উত্তরঃ 22 ডিসেম্বর উত্তর গোলার্ধে দিন-রাত্রির অবস্থান দিন ছোটো, রাত বড়ো  হয় ।

20. পাতসমূহের সঞ্চালনে দায়ী শক্তিটি হল --

উত্তরঃ পাতসমূহের সঞ্চালনে দায়ী শক্তিটি হল পরিচলন স্রোত


21. সান-অদ্রিজ-চ্যুতি কোন ধরনের পাত সীমানার উদাহরণ?

উত্তরঃ সান-অদ্রিজ-চ্যুতি নিরপেক্ষ ধরনের পাত সীমানার উদাহরণ

22. আন্তর্জাতিক তারিখরেখা সবচেয়ে কোথায় বাঁকানো হয়েছে?

উত্তরঃ আন্তর্জাতিক তারিখরেখা সবচেয়ে অ্যালুশিয়ান দ্বীপপুঞ্জ বাঁকানো হয়েছে ।

 23. কলকাতার স্থানীয় সময় গ্রিনউইচের চেয়ে কত অগ্রগামী ?

উত্তরঃ কলকাতার স্থানীয় সময় গ্রিনউইচের চেয়ে 5 ঘণ্টা 30 মিনিট অগ্রগামী ।

24. কোনো স্থান ও তার প্রতিপাদস্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত?

উত্তরঃ কোনো স্থান ও তার প্রতিপাদস্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য 180° ।

25. কলকাতার দ্রাঘিমাংশ কত?

উত্তরঃ কলকাতার দ্রাঘিমাংশ 88°30° পূর্ব ।

 26. ভারতের প্রমাণ দ্রাঘিমা কত?

উত্তরঃ ভারতের প্রমাণ দ্রাঘিমা 82°30´ পূর্ব

 27. ভারতের প্রমাণ দ্রাঘিমা কোন শহরের ওপর দিয়ে কল্পিত হয়েছে?

উত্তরঃ ভারতের প্রমাণ দ্রাঘিমা এলাহাবাদ শহরের ওপর দিয়ে কল্পিত হয়েছে ।

28. কোন্ শিলাকে প্রাথমিক শিলা বলা হয় ?

উত্তরঃ আগ্নেয় শিলা শিলাকে প্রাথমিক শিলা বলা হয় ।

29. জীবাশ্ম দেখা যায় কোন্ শিলায়?

উত্তরঃ জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায় শিলায় ।

30. কোন্ শিলাকে প্রবেশ্য শিলা বলা হয়? 

উত্তরঃ পাললিক শিলাকে প্রবেশ্য শিলা বলা হয়।

31.ভূমিকম্পের তীব্রতা পরিমাপক স্কেলের নাম কী? 

উত্তরঃ ভূমিকম্পের তীব্রতা পরিমাপক স্কেলের নাম- রিখটার স্কেল।

32. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষাকেন্দ্র কোন দেশে অবস্থিত?

উত্তরঃ আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষাকেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্র দেশে অবস্থিত ।

 33. রিখটার স্কেলে তীব্র ভূমিকম্পের মাত্রা কত ধরা হয়?

উত্তরঃ রিখটার স্কেলে তীব্র ভূমিকম্পের মাত্রা 6.5 ধরা হয় ।

34. ভারতের সর্বাধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চল কোন্‌টি?

উত্তরঃ ভারতের সর্বাধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিমালয় পার্বত্য অঞ্চল ।

35. নিম্নলিখিত কোন্ গ্রহ দুটি পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে অবস্থিত?

উত্তরঃ নিম্নলিখিত  শুক্র এবং বুধ গ্রহ দুটি পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে


36. নীচের কোন্ সালটি অধিবর্ষ (Leap year) ছিল ? 

উত্তরঃ নীচের 2004 সালটি অধিবর্ষ (Leap year) ছিল ।

37. তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত?

উত্তরঃ তুঙ্গভদ্রা অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত ।

38. নীচের কোন্ জোড়াটি সঠিক নয়?

উত্তরঃ সমবর্ষণরেখা (Isohyets)–আর্দ্রতা 

 39. কোন শহর" উৎসবের শহর' নামে পরিচিত?

উত্তরঃ মাদুরাই শহর উৎসবের শহর' নামে পরিচিত ।

40. "McMohanLine" কোন্ দুটি দেশের মধ্যবর্তী সীমানা?

উত্তরঃ "McMohanLine" ভারত এবং চিন দুটি দেশের মধ্যবর্তী সীমানা ।

41. ভারতের সর্ববৃহৎ বাধ সর্দার সরোবর বাঁধ যে নদীর ওপর তা হল --

উত্তরঃ ভারতের সর্ববৃহৎ বাধ সর্দার সরোবর বাঁধ যে নদীর ওপর তা হল নর্মদা

42. ভারতের কোন্ রাজ্যকে ‘চিনির বাটি' বলা হয়?

উত্তরঃ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যকে ‘চিনির বাটি' বলা হয় ।

43. ভারতের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হল--

উত্তরঃ ভারতের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হল কর্কটক্রান্তি রেখা ।

 44. সার্ক (SAARC)-এর সদর দফতর কোথায় অবস্থিত?

উত্তরঃ সার্ক (SAARC)-এর সদর দফতর কাঠমাণ্ডু অবস্থিত ।

 45. ভাষার ভিত্তিতে প্রথম কোন্ রাজ্য পুনর্গঠিত হয়?

উত্তরঃ ভাষার ভিত্তিতে প্রথম অন্ধ্রপ্রদেশ রাজ্য পুনর্গঠিত হয় ।

46. ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোন্‌টি?

উত্তরঃ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ

47. ভারতের নবীনতম রাজ্য কোন্‌টি?

উত্তরঃ ভারতের নবীনতম রাজ্য ঝাড়খণ্ড

48. পশ্চিমবঙ্গের দক্ষিণে গড়ে ওঠা নতুন দ্বীপটির নাম কী?

উত্তরঃ পশ্চিমবঙ্গের দক্ষিণে গড়ে ওঠা নতুন দ্বীপটির নাম পূর্বাশা দ্বীপ

49. 38 তম প্যারালাল বিভক্ত করে--

উত্তরঃ 38 তম প্যারালাল বিভক্ত করে-কোরিয়া ও দক্ষিণ কোরিয়া

 50. ভারতের স্থায়ী গবেষণাকেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী' কোথায় অবস্থিত?

উত্তরঃ ভারতের স্থায়ী গবেষণাকেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী' অ্যান্টার্কটিকা অবস্থিত ।

general knowledge questions
general knowledge quiz
general knowledge book
general knowledge 2021 pdf
general knowledge book for competitive exams
class b general knowledge study guide
general knowledge current affairs 2021
general knowledge class 5
general knowledge class 7
railway group d general knowledge
railway group d general knowledge syllabus
railway group d general knowledge questions
general knowledge gk



Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)