ভারতের প্রতিবেশি দেশসমূহ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, ভারতের প্রতিবেশি দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক

 

1.প্রতিবেশী দেশ কাকে বলে? *

উত্তর:-  আমাদের বাড়ির চারপাশে যারা থাকে, তাদেরকে আমরা যেমন প্রতিবেশী বলি, ঠিক তেমনি কোনো একটি দেশের আন্তর্জাতিক সীমানায় যেসব স্বাধীন দেশ বা রাষ্ট্র অবস্থান করে, তাদের প্রতিবেশী দেশ বলা হয়। প্রতিবেশী দেশগুলি প্রধানত পরস্পরের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা, শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-প্রযুক্তি আদানপ্রদান, ব্যাবসাবাণিজ্যের প্রসার, অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করার জন্য সদা সচেতন থাকে।


2.ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো।

 উত্তর:- ভারতের প্রতিবেশী দেশগুলির নাম হল—

 নেপাল,ভুটান,মায়ানমার,পাকিস্তান,শ্রীলঙ্কা ও আফগানিস্তান, মালদ্বীপ ৷

3.কোন্ কোন্ প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে? ★

উত্তর:  ভারতের সঙ্গে স্থলভাগের সীমানা রয়েছে এমন প্রতিবেশী দেশগুলি হল- চিন, পাকিস্তান,নেপাল,ভুটান,আফগানিস্তান,বাংলাদেশ,মায়ানমার

4.আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কোন্ তিনটি প্রতিবেশী দেশের সীমান্তে অবস্থিত? 

উত্তর:-  বাংলাদেশ, নেপাল ও ভুটান এই তিনটি প্রতিবেশী দেশের সীমান্তে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ অবস্থিত।

5.ভারতের এমন দুটি প্রতিবেশী দেশের নাম করো, যারা সার্ক-এর সদস্য দেশ নয়।

উত্তর:- সার্ক-এর সদস্য দেশ নয়, এমন দুটি প্রতিবেশী দেশ হল— চিন, মায়ানমার।


6. SAARC গঠনের উদ্দেশ্যগুলি কী? অথবা, কেন সার্ক গঠিত হয়েছে?

উত্তর:-   উদ্দেশ্য: সার্ক প্রতিষ্ঠার উদ্দেশ্য হল –

ভারত ও প্রতিবেশী দেশগুলির মধ্যে শান্তি ও স্থায়িত্ব, ◆বন্ধুত্বপূর্ণ সহাবস্থান,

◆অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানো,

আঞ্চলিক সহযোগিতা,

◆বাণিজ্যিক পণ্যদ্রব্য আদানপ্রদান, 

◆শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি,

◆ সাংস্কৃতিক ভাবের (নাটক, উপন্যাস, প্রযুক্তি ও বিজ্ঞান, খেলাধুলা, চলচ্চিত্র প্রভৃতি) বিনিময় ঘটানো।


7.নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের কোন্ কোন্ রাজ্যের সীমানা স্পর্শ করে আছে?

উত্তর: নেপালের সঙ্গে স্পর্শ করে আছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিম।

           ভুটানের সঙ্গে স্পর্শ করে আছে সিকিম, পশ্চিমবঙ্গ, অসম ও অরুণাচল প্রদেশ।

8. নেপালের প্রধান প্রধান শিল্পগুলির নাম লেখো। 

উত্তর: নেপালের প্রধান প্রধান শিল্পগুলি হল – পর্যটন শিল্প, কাগজ শিল্প, চর্ম শিল্প, সুতিবস্ত্র শিল্প, পাট শিল্প, চিনি শিল্প, দেশলাই শিল্প প্রভৃতি।

9.নেপালের প্রধান চারটি শহরের নাম লেখো।

উত্তর: নেপালের প্রধান চারটি শহর হল—-কপিলাবস্তু, বিরাটনগর, কাঠমাণ্ডু, ও পোখরা,


10.ভুটানের প্রধান কৃষিজ ফসলগুলির নাম লেখো।

উত্তর: , ভুট্টা ভুটানের প্রধান কৃষিজ ফসল। এ ছাড়া এখানে গম, যব, বার্লি, আলু, বড়ো এলাচ প্রভৃতি চাষ হয়। এখানে কমলালেবু, আপেল, আনারস প্রভৃতি ফল প্রচুর পরিমাণে চাষ হয়।

11.ভুটানের প্রধান শিল্পগুলির নাম লেখো।

উত্তর:-  ভুটানের প্রধান শিল্পগুলি হল কান্ঠ শিল্প, সিমেন্ট শিল্প, ফল প্রক্রিয়াকরণ শিল্প (জ্যাম, জেলি, আচার, স্কোয়াশ তৈরি), দেশলাই শিল্প প্রভৃতি।

12.পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন্ কোন্ রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে?

উত্তর:-  পশ্চিমবঙ্গ ছাড়া অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে।

13.বাংলাদেশের প্রধান কৃষিজ ফসলগুলির নাম লেখো।

উত্তর:-  একটি উল্লেখযোগ্য কৃষিভিত্তিক দেশ হল বাংলাদেশ। বাংলাদেশের প্রধান কৃষিজ ফসলগুলি হল—

● খাদ্য ফসল: ধান, গম, ভুট্টা, জোয়ার, আলু, তৈলবীজ প্রভৃতি।
●অর্থকরী ফসল পাট, চা, কার্পাস, আখ, তামাক প্রভৃতি।

14.বাংলাদেশের প্রধান কৃষিভিত্তিক শিল্পগুলির নাম লেখো।

উত্তর: বাংলাদেশের প্রধান কৃষিভিত্তিক শিল্পগুলি হল – পাট – পাট শিল্প, চা – চা শিল্প, কার্পাস – বস্ত্র শিল্প, আখ- চিনি শিল্প প্রভৃতি।

15. বাংলাদেশের কয়েকটি প্রধান শহরের নাম লেখো।

উত্তর;- বাংলাদেশের কয়েকটি প্রধান শহরের নাম হল— @ ঢাকা, চট্টগ্রাম, ও খুলনা, ও শ্রীহট্ট, © নারায়ণগঞ্জ,  ময়মনসিংহ, বরিশাল, যশোর, ও রাজশাহী, সিরাজগঞ্জ প্রভৃতি।

16.মায়ানমারের প্রধান 4টি শহরের নাম লেখো।

উত্তর;-মায়ানমারের প্রধান চারটি শহর হল---

নেপাইদাউ, ও ইয়াংগন, ও মৌলমেন, মান্দালয়।


17. বার্মাটিক কী?

উত্তর;-  মায়ানমারে প্রচুর সেগুন গাছ দেখা যায়৷ এগুলি মায়ানমারের অত্যন্ত মূল্যবান সম্পদ। মায়ানমারের মানুষের কাছে এই সেগুন গাছ বার্মাটিক নামে পরিচিত। (মায়ানমারের প্রাচীন নাম ছিল বার্মা বা ব্রহ্মদেশ)।

18.মায়ানমার থেকে ভারত কী কী দ্রব্য আমদানি করে?

উত্তর:- মায়ানমার থেকে ভারত সেগুন ও শাল কাঠ, টিন, রুপা, টাংস্টেন, মূল্যবান পাথর প্রভৃতি আমদানি করে।

19.শ্রীলঙ্কার অর্থকরী ফসলগুলি কী কী?

উত্তর:-  শ্রীলঙ্কার অর্থকরী ফসলগুলি হল শাকসবজি, তামাক, ছোটো এলাচ প্রভৃতি।

20.শ্রীলঙ্কার প্রধান 4 টি শহরের নাম লেখা

উত্তর:-    শ্রীজয়বর্ধনেপুরা কোট্টে (পূর্বনাম কলম্বো), কান্ডি,  রত্নপুরা,  জাফনা।

21.পাকিস্তানের প্রধান প্রধান শিল্পগুলির নাম লেখো।

উত্তর:-  পাকিস্তানের প্রধান শিল্পগুলি হল—
লৌহ-ইস্পাত শিল্প, ও সিমেন্ট শিল্প, ও চিনি শিল্প, ও কার্পাস বয়ন শিল্প, চর্ম শিল্প,  পশম শিল্প, রাসায়নিক শিল্প, ও জাহাজ নির্মাণ শিল্প, ©মোটরগাড়ি নির্মাণ শিল্প প্রভৃতি।

22.পাকিস্তানের কয়েকটি প্রধান শহরের নাম লেখো।

উত্তর:- পাকিস্তানের কয়েকটি প্রধান শহর হল –

ইসলামাবাদ,লাহোর,পেশোয়ার, রাওয়ালপিন্ডি,করাচি, মুলতান,  শিয়ালকোট প্রভৃতি।

23.পাকিস্তানের সঙ্গে ভারতের সীমানা স্পর্শ করে আছে?

উত্তর:- পাকিস্তানের সঙ্গে ভারতের জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাট রাজ্যের সীমানা স্পর্শ করে আছে।


24. শ্রীলঙ্কাকে কেন 'দারুচিনির দ্বীপ' বলা হয়?**

উত্তর:-  শ্রীলঙ্কার অনুকূল ভৌগোলিক বা প্রাকৃতিক পরিবেশ (উন্নতা, বৃষ্টিপাত, মৃত্তিকা, ভূমির ঢাল প্রভৃতি)-এর ওপর ভিত্তি করে এখানে প্রচুর মশলা যেমন- লবঙ্গ, এলাচ, দারুচিনি, জায়ফল চাষ হয়। শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম উপকূলে বালুকা মিশ্রিত ল্যাটেরাইট মৃত্তিকায় সবচেয়ে বেশি দারুচিনির চাষ হয়, তাই শ্রীলঙ্কাকে ‘দারুচিনির দ্বীপ’ বলা হয়।

25.শ্রীলঙ্কায় পাওয়া যায় এমন দুটি মূল্যবান রত্নের নাম লেখো।

উত্তর;- শ্রীলঙ্কায় পাওয়া যায় এমন দুটি মূল্যবান রত্নের নাম -নীলকান্তমণি, পদ্মরাগমণি।

26. ক্যারেজ প্রথা কী? অথবা, ক্যারেজ জলসেচ কী?

উত্তর;- এক ধরনের জলসেচ প্রথা হল ক্যারেজ প্রথা। পাকিস্তানের পশ্চিমের শুষ্ক অঞ্চলে (বালুচিস্তান) প্রচণ্ড তাপে শুকিয়ে যাওয়ার ভয়ে মাটির ওপর দিয়ে জল নিয়ে যাওয়া সম্ভব হয় না বলে মাটির তলায় সুড়ঙ্গ কেটে কৃষি জমিতে জল নিয়ে যাওয়া হয়, একে ক্যারেজ প্রথা বলে।


More


Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)