অষ্টম শ্রেণীর ভূগোল--ভারতে প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (Chapter-8 Important Sort Answer type Questions)

Class 8 Geography Important Sort Answer type Question(SAQ)


1.ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কটি?★★

উত্তরঃ 9

2. কোন্ প্রতিবেশী দেশের তিন দিক ঘিরে রয়েছে ভারতের সীমানা? **

উত্তরঃ বাংলাদেশ

3.সম্পূর্ণ স্থলভাগবেষ্টিত ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম লেখো। ** 

উত্তর:  নেপাল ও ভুটান

4.আরব সাগরকে স্পর্শ করে রয়েছে এমন একটি প্রতিবেশী দেশের নাম করো।★★ 

উত্তরঃ পাকিস্তান

5.এমন দুটি প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্র বন্দর নেই।**

উত্তরঃ নেপাল ও ভুটান


6.কলকাতা বন্দরের ওপর কোন্ দুটি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল? 

উত্তরঃ নেপাল ও ভুটান

7.ভারত তার কোন্ কোন্ প্রতিবেশী দেশের সঙ্গে সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে?★★

উত্তরঃ শ্রীলঙ্কা ও মালদ্বীপ

8.ভারত ও শ্রীলঙ্কা কোন্ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? 

উত্তরঃ পক প্রণালী

9.ভারতের এমন দুটি রাজ্যের নাম করো, যা তিনটি প্রতিবেশী দেশের সীমান্তকে স্পর্শ করে আছে? ★★

উত্তরঃ পশ্চিমবঙ্গ ও সিকিম

10. SAARC-এর পুরো কথা কী?**

উত্তরঃ South Asian Association for Region la Co-operation

11. SAARC-এর সদস্যদেশের সংখ্যা কটি? ★ 

উত্তরঃ 8 টি

12.নেপাল ভারতের কোন্ দিকে অবস্থিত?

উত্তরঃ উত্তর দিকে

13 নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? অথবা, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কী?* 

উত্তরঃ মাউন্ট এভারেস্ট

14 ‘পঞ্চনদের দেশ' কাকে বলা হয়?

উত্তরঃ পাকিস্তান

15. ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তরঃ কুলাকাংড়ি (7,528 মিটার)

16. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তরঃ কেওক্রাডং(1230 মিটার)

17. মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?*

উত্তরঃ কাকাবোরাজি (5,581 মিটার)

18. পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তরঃ তিরিচমির (7,690 মিটার)

19. শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?*

উত্তরঃ পেড্রোতালাগালা (2,527 মিটার)

20. ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কী?

উত্তরঃ চীন

21.ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কী?**

উত্তরঃ মালদ্বীপ

22.কাকে ‘ড্রাগনের দেশ" বলা হয়?

 উত্তরঃ ভুটান

23.কাকে ‘প্যাগোডার দেশ' বলা হয়? 

উত্তরঃ মায়ানমার

24.কোন্ দেশকে ‘প্রাচ্যের মুক্তো’ বলা হয়?

 উত্তরঃ শ্রীলঙ্কা

25.কাকে 'দারুচিনির দ্বীপ' বলা হয়? ***

উত্তরঃ শ্রীলঙ্কা

 26.ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সর্বাধিক বন্যা কবলিত দেশ কোনটি?

 উত্তরঃ বাংলাদেশ

27.ভুটানে চু' কথার অর্থ কী?

উত্তরঃ নদী

28.বাংলাদেশের একটি প্রধান শহরের নাম লেখো।

 উত্তরঃ ঢাকা 

29.এশিয়ার উন্নতম স্থানটির নাম কী?*

উত্তরঃ জেকোবাবাদ (পাকিস্তান)

30.বাংলাদেশ থেকে ভারতে আমদানিকৃত দুটি দ্রব্যের নাম লেখো।

উত্তরঃ কাঁচা পাট, ইলিশ মাছ

31.ভারত নেপালের সঙ্গে কোন্ ধরনের বাণিজ্য করে?

উত্তরঃ আড়তদারি

32.পর্বতারোহীদের কাছে বিশেষ আকর্ষণীয় ভারতের কোন প্রতিবেশী দেশ?

উত্তরঃ নেপাল

33.বাংলাদেশের প্রধান শিল্পের কারখানাগুলি কোন্ শহরে অবস্থিত?

উত্তরঃ ঢাকা

34.নেপালের বৃহত্তম শিল্প কী?

উত্তরঃ পর্যটন শিল্প

35.জেলি, জ্যাম, স্কোয়াশ তৈরিতে কোন্ দেশ বিখ্যাত?

উত্তরঃভুটান










Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর