Class 8 Geography Chapter-1 Top 50 MCQ Sort Question

 Class 8 Geography Chapter -1 Top-50 MCQ Question.

1.  পৃথিবীর গভীরতম খনি রবিনসন ডীপ-এর গভীরতা কত? ★★

উত্তরঃ- 3-4 কিমি

2. পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তের গভীরতা কত?

উত্তরঃ 12 কিমি

3.পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোথায় অবস্থিত?

উত্তরঃ রাশিয়ার কোলা উপদ্বীপে গ্রানাইট

4 কোন্ শিলায় প্রধানত মহাদেশীয় ভূত্বক তৈরি হয়? **

উত্তরঃ গ্রানাইট


5 ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে কী বলা হয়?

উত্তরঃ  লাভা

6.পশ্চিমবঙ্গের কোথায় উষ্ম প্রস্রবণ আছে? *

উত্তরঃবক্রেশ্বরে

7 পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? *

উত্তরঃ6,370 কিমি

৪ ভূত্বকের গড় গভীরতা কত? 

উত্তরঃপ্রায় 30 কিমি

9 মহাদেশীয় ভূত্বকের অপর নাম কী?

উত্তরঃ সিয়াল

10 মহাসাগরীয় ভূত্বকের অপর নাম কী?

উত্তরঃসিমা 

11 ম্যাগনেশিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কোন্‌টা বেশি ভারী?**

উত্তরঃম্যাগনেশিয়াম

12 আপেলের কোন্ অংশ ভূত্বকের সঙ্গে তুলনীয়? **

উত্তরঃ খোসা

 13 আপেলের কোন্ অংশ গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয়? **

উত্তরঃ শাঁস অংশ

 14 আপেলের কোন্ অংশ কেন্দ্রমণ্ডলের সঙ্গে তুলনীয়?★★

উত্তরঃবীজ বা দানা

15 পৃথিবীর কেন্দ্রমণ্ডলের উন্নতা কত?** 

উত্তরঃ 5000°C

16 ভূগর্ভে কী হারে উন্নতা বৃদ্ধি পায়? 


উত্তরঃপ্রতি 33 মিটার গভীরতায় 1°C হারে

17. লেম্যান বিযুক্তিরেখা কোন্ দুটি স্তরকে পৃথক করেছে?★★

উত্তরঃবহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডল


18 গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন্ বিযুক্তিরেখা আছে?★★

উত্তরঃগুটেনবার্গ বিযুক্তিরেখা


19 কেন্দ্রস্থলের গড় ঘনত্ব কত?* অথবা, Ni-Fe স্তরটির গড় ঘনত্ব কত ? 

উত্তরঃ9.1-13.1

20 পৃথিবীর কোন স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করছে? ★★

উত্তরঃগুরুমণ্ডল


21 পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কত গভীর গর্ত খুঁড়তে হবে? * অথবা, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? 

উত্তরঃ- 6370 কিমি গভীর

22 কোন্ দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে?

উত্তরঃ- আমেরিকা যুক্তরাষ্ট্র

23 Journey to the Centre of the Earth'-বইটি কার লেখা? * 

উত্তরঃ;  জুলে ভার্নার লেখা

24.সিয়াল ও সিমার মাঝে কোন্ বিযুক্তিরেখা আছে?*অথবা, সিয়াল ও সিমা স্তরের মাঝে – গুটেনবার্গ / কনরাড / মোহো / লেম্যান বিযুক্তিরেখা দেখা যায়। 

উত্তরঃকনরাড বিযুক্তিরেখা

25.ক্লোফেসিমা ও নিফেসিমার মাঝে কোন্ বিযুক্তিরেখা আছে?*** 

উত্তরঃ রেপিত্তি বিযুক্তিরেখা

26 পৃথিবীর অভ্যন্তরে পদার্থ কী অবস্থায় আছে?

উত্তরঃ গলিত অবস্থায়

27 পৃথিবীর ভেতরটা দেখার জন্য 6,370 কিমি গর্ত কি খোঁড়া সম্ভব? অথবা, কেউ কি কখনো দেখেছে পৃথিবীর ভেতরটা কেমন? 

 উত্তরঃ না, অসম্ভব

28 নিফেসিমার প্রধান উপাদান কী?*

উত্তরঃ নিকেল, লোহা, সিলিকা,ম্যাগনেশিয়াম 

29. গুরুমণ্ডলের ওপরের বিশেষ স্তরটির নাম কী?

উত্তরঃ অ্যাথেনোস্ফিয়ার

30 পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনির নাম কী?

উত্তরঃ দক্ষিণ আফ্রিকার সাউথ ডীপ

31.কেন্দ্রমণ্ডলের গড় গভীরতা কত? 

উত্তরঃ প্রায় 3,470 কিমি

32 পৃথিবীর অভ্যন্তরের কোন্ স্তরে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়েছে?

উত্তরঃবহিঃকেন্দ্রমণ্ডল

33 'SIMA' কোন্ দুটি পদার্থের সমন্বয়ে গঠিত?

উত্তরঃ সিলিকন (Si) ও ম্যাগনেশিয়াম (Mg) 

34. কেন্দ্ৰমণ্ডল কী কী পদার্থ দ্বারা সৃষ্টি হয়েছে?

উত্তরঃনিকেল (Ni) ও লোহা (Fe

35 গুরুমণ্ডলের তুলনায় কেন্দ্রমণ্ডল কত বেশি উন্ন? 

উত্তরঃ2,000°C - 3,000°C 

36 ভূঅভ্যন্তরের কোন্ স্তরে ভূকম্পন তরঙ্গের গতিবেগ সর্বাপেক্ষা কম? 

উত্তরঃ ভূত্বক

37 কোন্ ভূকম্পীয় তরঙ্গ অর্ধতরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না? 

উত্তরঃ S তরঙ্গ

38.পৃথিবীর একেবারে কেন্দ্রের ঘনত্ব______গ্রাম / ঘনসেমি।

উত্তরঃ 13-14
39.একক আয়তনের পদার্থের ভরকে তার________বলা হয় 

উত্তরঃ ঘনত্ব
40. _________তরঙ্গ কঠিন, তরল যে-কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত|

উত্তরঃ "P"
41. ভূমিকম্পের_______তরঙ্গ সবচেয়ে বেশি ধ্বংসাত্মক ও মারাত্মক।

উত্তরঃ "L"

42.নিফেসিমার গভীরতা _____কিমি।

উত্তরঃ 700-2900


Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর