General knowledge; Top 50 Question for Any Entrance Exam (General Knowledge Part-6)

( 1-50 )General knowledge question jante click korun 


51. কোন স্থানকে ‘প্রাচ্যের ডান্ডি’ বলা হয় ? 

উত্তরঃ বাংলাদেশের নারায়ণগঞ্জ অঞ্চলকে ‘প্রাচ্যের ডান্ডি’ বলা হয় ।

52. ‘দারুচিনি দ্বীপ' বলা হয় কোন্ দেশকে?

উত্তরঃ দারুচিনি দ্বীপ' বলা হয় শ্রীলঙ্কা দেশকে।

53. World Resource and Industries-বইটির লেখক হলেন--

উত্তরঃ World Resource and Industries-বইটির লেখক হলেন-জিমারম্যান।

54. বসুন্ধরা সম্মেলন পালিত হয় কত খ্রিস্টাব্দে?

উত্তরঃ বসুন্ধরা সম্মেলন পালিত হয় 1992  খ্রিস্টাব্দে।

55. ভারতের বৃহত্তম কয়লাখনির নাম কী ? 

উত্তরঃ ভারতের বৃহত্তম কয়লাখনির নাম- ঝরিয়া ।

56. ভারতের প্রাচীনতম তৈলখনি কোন্‌টি?

উত্তরঃ ভারতের প্রাচীনতম তৈলখনি ডিগবয় ।

57. ভারতের বৃহত্তম তেলক্ষেত্রটির নাম কী ?

উত্তরঃ ভারতের বৃহত্তম তেলক্ষেত্রটির নাম মুম্বই-হাই  ।

58. ভারতের বৃহত্তম তেল শোধনাগার কোন্‌টি?

উত্তরঃ ভারতের বৃহত্তম তেল শোধনাগার কয়ালি ।

59. পশ্চিমবঙ্গে বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোন্‌টি ?

উত্তরঃ পশ্চিমবঙ্গে বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র- ফারাক্কা ।

60. একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখা (International Date Line)-কে পশ্চিম থেকে পূর্বে অতিক্রম করে, তখন সে -

উত্তরঃ একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখা (International Date Line)-কে পশ্চিম থেকে পূর্বে অতিক্রম করে, তখন সে -অর্ধেক দিন এগিয়ে যায় ।


 61. সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্য হল--

উত্তরঃ সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্য হল-বিহার।

62. 'ঝুম' কথাটি কী বোঝাতে ব্যবহার করা হয় ?

উত্তরঃ ঝুম' কথাটি উত্তর-পূর্ব ভারতের কৃষিকাজ বোঝাতে ব্যবহার করা হয় ।

63. কাবেরী জল বিতর্ক-----

উত্তরঃ কাবেরী জল বিতর্ক-তামিলনাড়ু ও কর্ণাটক ।

64. আলমাত্তি বাঁধ কোথায় অবস্থিত? 

উত্তরঃ আলমাত্তি বাঁধ কর্ণাটক অবস্থিত ।

65. কোন নদীর তীরে নিউইয়র্ক অবস্থিত?

উত্তরঃ হাডসন নদীর তীরে নিউইয়র্ক অবস্থিত ।

 66. হাম্পি কোন্ নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ হাম্পি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত ।

67. নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা যে মহাদেশের ওপর দিয়ে গেছে তা হলো- 

উত্তরঃ নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা যে মহাদেশের ওপর দিয়ে গেছে তা হলো-আফ্রিকা ।

68. কোন দেশে পৃথিবীর বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে?

উত্তরঃ সৌদি আরবে পৃথিবীর বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে ।

69. ভাগীরথী ও অলকানন্দা নদীর সংযোগস্থল হলো--

উত্তরঃ ভাগীরথী ও অলকানন্দা নদীর সংযোগস্থল হলো-দেবপ্রয়াগ।

70. ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের দ্বারা? 

উত্তরঃ ভূমিকম্প মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্রের দ্বারা ।


71. কোন্ শহরে মীনাক্ষী মন্দির অবস্থিত?

উত্তরঃ মাদুরাই শহরে মীনাক্ষী মন্দির অবস্থিত।

72. নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোন্‌টির উৎপত্তিস্থল বা শেষাংশ ভারতে নেই?

উত্তরঃ নিম্নলিখিত নদীগুলির মধ্যে ব্রহ্মপুত্র উৎপত্তিস্থল বা শেষাংশ ভারতে নেই ।

 73. বিরসা মুন্ডা নামিত বিমানবন্দর কোন্ রাজ্যে অবস্থিত?

উত্তরঃ বিরসা মুন্ডা নামিত বিমানবন্দর ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত।

 74. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত নয় ?

উত্তরঃ নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ছত্তিশগড় উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত নয় ।

75. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি ?

উত্তরঃ ভারতের সর্বোচ্চ জলপ্রপাত -ভারাহি নদীর কুঞ্চিকল ।

76. বায়ুমণ্ডলের কোন্ স্তরে মেরুপ্রভাব সৃষ্টি হয়? 

উত্তরঃ বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে মেরুপ্রভাব সৃষ্টি হয় ।

77. বায়ুমণ্ডলের কোন্ স্তরে মেঘ ও বৃষ্টিপাতের সৃষ্টি হয়? 

উত্তরঃ বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে মেঘ ও বৃষ্টিপাতের সৃষ্টি হয়।

 78. বায়ুমণ্ডলের কোন স্তর বেতার সংযোগ রক্ষায় সাহায্য করে? 

উত্তরঃ বায়ুমণ্ডলের আয়ন  স্তর বেতার সংযোগ রক্ষায় সাহায্য করে ।

79. বায়ুমণ্ডলের কোন্ স্তরে উল্কাপিণ্ডগুলি ধ্বংস হয়? 

উত্তরঃ বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরে উল্কাপিণ্ডগুলি ধ্বংস হয়।

80. বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের আধিক্য দেখা যায় ?

উত্তরঃ বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তরে ওজোন গ্যাসের আধিক্য দেখা যায় ।

81. বায়ুমণ্ডলে উপস্থিত গ্রিনহাউস গ্যাস কোনটি?

উত্তরঃ বায়ুমণ্ডলে উপস্থিত গ্রিনহাউস গ্যাস -কার্বন ডাইঅক্সাইড ।

82. বায়ুমণ্ডলে উপস্থিত নিষ্ক্রিয় গ্যাস টি? 

উত্তরঃ বায়ুমণ্ডলে উপস্থিত নিষ্ক্রিয় গ্যাস টি হলো- হিলিয়াম

83. কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়?

উত্তরঃ হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় ।

84. চন্দ্র, সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে কী বলে?

উত্তরঃ চন্দ্র, সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে সিজিগি বলে ।

 85. আবর্তন গতির ফলে জোয়ারের জলস্ফীতি সবচেয়ে বেশি হয় কোন্ অঞ্চলে?

উত্তরঃ আবর্তন গতির ফলে জোয়ারের জলস্ফীতি সবচেয়ে বেশি হয় নিরক্ষীয় অঞ্চলে ।


86. হুগলি নদীতে ষাঁড়াষাঁড়ির বান বছরের কোন্ ঋতুতে দেখা যায় ?

উত্তরঃ হুগলি নদীতে ষাঁড়াষাঁড়ির বান বছরের বর্ষাকালে ঋতুতে দেখা যায় ।

87. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন্‌টি?

উত্তরঃ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ নাম-গডউইন অস্টিন ।

88. ভারতের দীর্ঘতম হিমবাহ কোন্‌টি?

উত্তরঃ ভারতের দীর্ঘতম হিমবাহ  হলো-সিয়াচেন ।

89. ভারতের কোন ভূপ্রাকৃতিক অঞ্চল বয়সে সবচেয়ে প্রবীণ?

উত্তরঃ ভারতের দাক্ষিণাত্য মালভূমি ভূপ্রাকৃতিক অঞ্চল বয়সে সবচেয়ে প্রবীণ ।

90. ভারতের একটি অন্তর্রাহিনী নদীর নাম কী ? 

উত্তরঃ ভারতের একটি অন্তর্রাহিনী নদীর নাম লুনি ।

91. গঙ্গার ডানতীরের একটি উপনদীর নাম কী ?

উত্তরঃ গঙ্গার ডানতীরের একটি উপনদীর নাম যমুনা ।

 92. দক্ষিণ ভারতে একটি পূর্ববাহিনী নদীর নাম হল --

উত্তরঃ দক্ষিণ ভারতে একটি পূর্ববাহিনী নদীর নাম হল-কাবেরী ।

93. সিন্ধু নদের উৎস কোথায়?

উত্তরঃ সিন্ধু নদের উৎস-সিঙ্গি-খাবার হিমবাহ ।

94. গঙ্গার প্রধান উৎস কোন্ নদী ?

উত্তরঃ গঙ্গার প্রধান উৎস ভাগীরথী নদী ।

95. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোন্‌টি?

উত্তরঃ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী-গোদাবরী ।

96. গোদাবরী নদীর উৎস কোথায়?

উত্তরঃ গোদাবরী নদীর উৎস ত্র্যম্বক শৃঙ্গে ।

97. ধুয়াধার জলপ্রপাত কোন্ নদীর ওপর গড়ে উঠেছে? 

উত্তরঃ ধুয়াধার জলপ্রপাত নর্মদা নদীর ওপর গড়ে উঠেছে ।

98. ভারত কোন্ জলবায়ু অঞ্চলে অবস্থিত?

উত্তরঃ ভারত ক্রান্তীয় উন্ন-আর্দ্র জলবায়ু অঞ্চলে অবস্থিত ।

99. ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম হল--

উত্তরঃ ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম হল-শিলং মালভূমি।

100. ভারতের কোন্ অঞ্চলে বছরে দু-বার বৃষ্টিপাত হয়?

উত্তরঃ ভারতের করমণ্ডল উপকূল অঞ্চলে বছরে দু-বার বৃষ্টিপাত হয় ।


Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)