অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মডেল এক্টিভিটি টাস্ক প্রশ্ন -উত্তর( 2021)

 






১. ঠিক উত্তর নির্বাচন করো :

১.১ চাপের SI একক হলো -

 (ক) নিউটন 
(খ) নিউটন বর্গমিটার
 (গ) নিউটন/বর্গমিটার
 (ঘ) নিউটন/বর্গমিটার। 

উত্তরঃ- (গ) নিউটন/বর্গমিটার


১.২ আইসোবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলো এদের −

 (ক) ভর সমান 

(খ) প্রোটনসংখ্যা সমান 

(গ) নিউট্রনসংখ্যা সমান

 (ঘ) ভরসংখ্যা সমান 

উত্তরঃ- (ঘ) ভরসংখ্যা সমান 


১.৩ যে কোশীয় অঙ্গাণুর মধ্যে পুরোনো জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো -

(ক) মাইটোকনড্রিয়া

 (খ) রাইবোজোম 

(গ) নিউক্লিয়াস 

(ঘ) লাইসোজোম ৷

উত্তরঃ-(ঘ) লাইসোজোম 


৩) সংক্ষিপ্ত উত্তর দাও :

২.১ এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে?

 উত্তর- এক কিলোগ্রাম ভরের বস্তূকে পৃথিবী (1×9.8) নিউটন = 9.8 নিউটন বল দিয়ে আকর্ষণ করে


২.২ লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দেওয়া হলো - Na, Fe, (H), Cu, || এই তথ্য থেকে তড়িৎধনাত্মক ধাতুটিকে চিহ্নিত করো।

উত্তর- সবচেয়ে তড়িৎ ধনাত্বক ধাতু হল Na (সোডিয়াম)।


২.৩ চোখের রেটিনায় উপস্থিত কোন কোশ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে?

উত্তর: চোখের রেটিনার উপস্থিত 'রড কোশ’ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে।


৩) একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১ কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং K রাশিটির SI একক উল্লেখ করো।

উত্তরঃ-  উত্তর- কুলম্ব সূত্রের গাণিতিক রূপটি হল -

                              q1q2

                    F=k---------------

                              r2


                                                 

K এর SI একক- নিউটন.×মিটার2 / কুলম্ব2 ( নিউটন ×মিটার স্কয়ার /কুলম্বো স্কোয়ার )


৩.২ খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কী কী বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়?

উত্তরঃ-  (i).খুব শুকনো ও ঠাণ্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোশে অ্যাণ্টিফ্রিজ প্রোটিন থাকে, যা কোশীয় তরলে বরফের কেলাস তৈরীতে বাধা দেয়।

           (ii) তাপ সংরক্ষণের প্রয়োজনে এদের দেহে ফ্যাট সঞ্চয়কারী কোশের প্রাচুর্য থাকে। 

           (iii) প্রাণীর পিঠে কুঁজে চর্বি সঞ্চিত থাকে। 

           (iv) অনেক প্রাণীর চোখের পাতা স্বচ্ছ হয়।


৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও
:

৪.১ সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন এবং অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন কীরকমের তা এঁকে দেখাও।

উত্তরঃ-  সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন এবং অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন কীরকমের তা নীচে চিত্রে দেখানো হলো-



৪.২ এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো। 

উত্তরঃ 

এন্ডোপ্লাজমীয়।জালিকার গঠন : 

এন্ডোপ্লাজমীয় জালিকার গঠনে তিন প্রকার উপাদান দেখা যায়। যথা— ↑ সিস্টারনি, @ ভেসিক্ল এবং ও টিউবিউলস।

১. সিস্টারনি : লম্বা, চ্যাপটা থলির (ব্যাস 40-50um) মতো গঠন। এগুলির গায়ে রাইবোজোম আবদ্ধ থাকে বলে এদের অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা বা RER (Rough Endoplasmic Reticulum) বলে।


২.ভেসিক্ল : অতিসূক্ষ্ম গোলাকার (ব্যাস 30-500 jum) থলির মতো গঠন। এগুলি রাইবোজোম দানাবিহীন হয় বলে এদের মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা বা SER (Smooth Endoplas mic Reticulum) বলে।

৩. টিউবিউলস : নলাকার, শাখাযুক্ত (ব্যাস 50-190 jum) গঠন। এরা রাইবোজোম দানাবিহীন বা যুক্ত হয়।


এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ : 

(i) সাইটোপ্লাজমকে কয়েকটি প্রকোষ্ঠে ভাগ করে সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে এবং সাইটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। 

(ii) এন্ডোপ্লাজমীয় জালিকা কোশকে কয়েকটি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করার ফলে রাসায়নিক বিক্রিয়াগুলি পরস্পর পৃথক থাকে।

(iii) এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে গলগি বস্তু, নিউক্লীয় পর্দা প্রভৃতি সৃষ্টি হয়।

Other Question

অষ্টম শ্রেণীর ইংলিশ মডেল এক্টিভিটি টাস্ক প্রশ্ন উত্তর--- (ক্লিক করে)

অষ্টম শ্রেণীর বাংলা  মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্ন-উত্তর(2021)------( ক্লিক করো)


অষ্টম শ্রেণীর ইতিহাস  মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্ন-উত্তর(2021)--------ক্লিক করো)

অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্ন- উত্তর ( ২০২১)-----(ক্লিক করো)


 Class 8 Geography New  Model Activity task Answer-----(ক্লিক করো)


এই রকম প্রতিদিন নতুন নতুন শিক্ষণীয় পোস্ট পেতে আমাদের "Facebook Page" টিকে Follow করে নিও।


Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর