Class 9 Geography Model Activity Task Part-4( In June,2021)
ক্লাস 9 পরিবেশ ও ভূগোল মডেল এক্টিভিটি টাস্ক উত্তর:
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ সৌরজগতের বহিঃস্থ গ্রহগুলির যে বৈশিষ্ট্যটি থাকেনা সেটি হলো—
ক) এরা আকারে বড়
খ) এদের নির্দিষ্ট কক্ষপথ আছে
গ) এরা কঠিন শিলায় গঠিত
ঘ) এরা সূর্য থেকে অনেক দূরে অবস্থিত
উত্তরঃ- গ) এরা কঠিন শিলায় গঠিত
১.২ সূর্যের উত্তরায়নের শেষ সীমা হলো—
ক) মকরক্রান্তি রেখা
খ) কর্কটক্রান্তি রেখা
গ) কুমেরুবৃত্ত রেখা
ঘ) সুমেরুবৃত্ত রেখা
উত্তরঃ- খ) কর্কটক্রান্তি রেখা
১.৩ মানবিক সম্পদের একটি উদাহরণ হলো
ক) সূর্যালোক
খ) প্রাকৃতিক গ্যাস
গ) দক্ষতা
ঘ) ভূতাপ শক্তি
উত্তরঃ- গ) দক্ষতা
২. বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখো :
২.১ নিরক্ষরেখায় অভিকর্যের মান সর্বাধিক।
২.২ কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে আয়ন বায়ু বামদিকে বেঁকে প্রবাহিত হয়।
উত্তরঃ- "ভুল"
২.৩ অচিরাচরিত শক্তির একটি উৎস জোয়ারভাটা শক্তি।
উত্তরঃ- "সত্য"
৩. সংক্ষিপ্ত উত্তর দাও:
৩.১ কোন একটি নিরপেক্ষ সামগ্রী সম্পদ হয়ে ওঠার শর্ত গুলি উল্লেখ করো।
উত্তর: পরিবেশের যে সমস্ত বস্তু বা সামগ্রী, সম্পদ উৎপাদনে সক্ষম সেই বস্তু বা সামগ্রীকে নিরপেক্ষ সামগ্রী বলা হয়।
নিরপেক্ষ উপাদান সম্পদে পরিণত হওয়ার শর্ত গুলি হল
i) উপযোগিতা: কোনো নিরপেক্ষ সামগ্রী মানুষের উপযোগী হয়ে ওঠে তবে সেটি সম্পদে পরিণত হয়। যেমন পতিত জমি নিরপেক্ষ সামগ্রী, কিন্তু জমিতে জলসেচ, সার প্রয়োগ ও কর্ষণ মাধ্যমে কৃষি কাজের উপযোগী করে তোলা হয় তখন সেটি সম্পদে পরিণত হয়।
ii) কার্যকারিতা: কোনো নিরপেক্ষ সামগ্রী কার্যকারিতার দ্বারা মানুষের কাজে লাগে তখন সেটি সম্পদে পরিণত হয়। যেমন- সূর্যের আলো থেকে সৌর বিদ্যুৎ উৎপাদন।
iii) অভাব মোচনের ক্ষমতা: কোনো নিরপেক্ষ বস্তু যদি মানুষের অভাব বা চাহিদা পূরণে সক্ষম হয় তখন তাকে সম্পদ বলা হয়। যেমন কোন গাছের ফল নিরপেক্ষ বস্তু কিন্তু সেই গাছের ফল যদি মানুষ বিক্রি করে বা খাদ্য হিসেবে গ্রহণ করে তবে তা সম্পদে পরিণত হয়।
iv) ক্রয়-বিক্রয়ের যোগ্যতা থাকবে: নিরপেক্ষ বস্তু বা সামগ্রী বিক্রয় করে অর্থ উপার্জন হলে তা সম্পদে পরিণত হবে। যেমন- জমির ফসল বিক্রি করে চাষী অর্থ উপার্জন করে।
৩.২ আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন?
উত্তর: পৃথিবী ঘন্টায় প্রায় ১৭০০ কিলোমিটার বেগে ঘুরছে তবুও আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করতে পারি না তার প্রধান কারণ হল- আমরা পৃথিবী পৃষ্ঠের যে স্থানে আছি তার পারিপার্শ্বিক গাছপালা,জীবজন্তু,ঘরবাড়ি যাবতীয় জিনিসপত্র পৃথিবীর সঙ্গে একই গতিতে এবং একই সঙ্গে আবর্তন করছে অর্থাৎ প্রতিটি বস্তুর আপেক্ষিক অবস্থান একই থাকছে বলে আমাদের চোখে তার স্থানগত পরিবর্তন ঘটেনা ফলে আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করতে পারিনা।
৪) চিত্রসহ নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ দাও। (ক) দিগন্তরেখা (খ) ধ্রুবতারা
পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ:
Thank you so much🙂🙂
ReplyDelete