অষ্টম শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্ন-উত্তর(2021)

 ১. সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো : 

(ক) ১৭১৭ খ্রিষ্টাব্দে_________________ কে বাংলার নাজিম পদ দেওয়া হয় -

       ● মুর্শিদকুলি খান

       ● সাদাৎ খান

        ●  আলিবর্দি খান

 উত্তরঃ-মুর্শিদকুলি খান

 (খ) ১৭২২ খ্রিষ্টাব্দে এর নেতৃত্বে অযোধ্যা এবং স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে- 

      ● নিজাম-উল-মুলক

      ● সাদাৎ খান

       ●  সফদর জং

উত্তরঃ-সাদাৎ খান

 (গ) ১৭২৪ খ্রিষ্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন_______________।

    ● (ফররুখশিয়র

     ●  নিজাম-উল-মুলক

     ●সাদাৎ খান

উত্তরঃ-নিজাম-উল-মুলক

. সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো :

সলবাই (সন্ধি চুক্তি)=১৮৭২(সময়কাল)= কোম্পানি ও মারাঠা সর্দার(সাক্ষরকারী)= কোম্পানির সঙ্গে মারাঠার সুসম্পর্ক (ফলাফল)


বেসিন ( সন্ধি চুক্তি) = ১৮০২ খ্রি:’(সময়কাল)      = কোম্পানি ও পেশোয়া (সাক্ষরকারী)= পেশোয়া অধিনতামূলক মিত্রতা নীতি মেনে নেয়(ফলাফল)


লাহোর (সন্ধি চুক্তি)= ১৮৪৬ খ্রি: (সময়কাল)= কোম্পানি ও পাঞ্জাব (সাক্ষরকারী)= জলদ্ধর দোয়াবে ব্রিটিশ কর্তৃত্ব স্থাপন(ফলাফল)   


৩.সংক্ষেপে উত্তর দাও (৩০-৪০ টি শব্দ)

ক) কে, কি উদ্দ্যেশ্যে সিভিল সার্ভিস চালু করেন ?

উত্তর - ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রধান অসামরিক হাতিয়ার ছিল আমলাতন্ত্র। ইংরেজ সরকারের নীতি গুলিকে কার্যকরী করাই ছিল আমলাদের মূল দায়িত্ব। এছাড়া আমলারা বিভিন্ন ব্যক্তিগত ব্যবসা ও ঘুষ গ্রহণের সঙ্গেও যুক্ত ছিল। কিন্তু আমলাতন্ত্রকে সংগঠিত ও সংস্কার করার জন্য লর্ড কর্ণওয়ালিস সিভিল সার্ভিস চালু করেন।


, খ ) ব্যাপটিস্ট মিশন শিক্ষার প্রসারে কেমন ভূমিকা পালন করেছিল?

উত্তরভারতে আধুনিক শিক্ষা প্রসারে ইউরোপ থেকে আগত মিশনারী গুলি বিশেষ ভূমিকা নিয়েছিল। কিন্তু এই মিশনারী গুলির মধ্যে অন্যতম ছিল শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারী। বাংলা ভাষায় ছাপার হরফ এ লেখা এদেরই কৃতিত্ব। এই মিশনের প্রাণপুরুষ ছিলেন উইলিয়াম কেরি। তিনি ভারতীয় মহাকাব্য গুলিকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন। এছাড়াও তিনি হালেদের লেখা বাংলা ব্যাকরণ বইটিকেও সম্পাদনা করে প্রকাশ করেছিলেন।


৪.নিজের ভাষায় লিখো(১২০-১৬০)

★★ জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশাসন কী কী পদক্ষেপ নিয়েছিল?

উত্তর;-  ঔপনিবেশিক প্রশাসনের রাজস্ব নির্নয়ের ভাবনাটি আসে ১৭৬৫ খ্রি: দেওয়ানী লাভের পর। কিন্তু জমি জরিপের ব্যবস্থা শুরু হয়েছিল অনেক আগেই।


১৭৫৭ খ্রি: পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নতুন নবাব মীরজাফরের কাছ থেকে কলকাতা থেকে কুলপি পর্যন্ত ২৪টি পরগনার জমিদারি লাভ করে। সে সময় রবার্ট ক্লাইভ এই নতুন পাওয়া জমির মাপ জোকের জন্য ১৭৬০ খ্রি: ফ্রাঙ্ক ল্যান্ডকে নিয়োগ করেন, তবে পরে এই কাজ সম্পন্ন করে হগ ক্যামেরন।


তবে বাংলার নদীপথ গুলি জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের নাম ...বিশেষ উল্লেখযোগ্য। এবিষয়ে তিনি মোট ১৬টি মানচিত্র তৈরি করেছিলেন। পরবর্তীতে বক্সারের যুদ্ধ ও দেওয়ানী লাভের ফলে কোম্পানিকে নজর দিতে হয়েছিল রাজস্ব আদায় ওপর। এরজন্য ১৭৭০ খ্রি: মুর্শিদাবাদে ' কম্পট্রোলিং কাউন্সিল অভ রেভিনিউ বোর্ড তৈরি করা হয়। এছাড়াও গঠন করা হয় ’ কমিটি অভ রেভিনিউ', যার পরবর্তীতে ১৭৮৬খ্রি: নামকরণ করা হয় বোর্ড অফ রেভিনিউ'। রাজস্ব সংক্রান্ত বিষয় দেখাশোনা করত এই সংগঠন।


ইজারাদারী ব্যবস্থা কোম্পানি রাজস্ব সংগ্রহের জন্য প্রথম যে পদ্ধতি গ্রহণ করে, তাহল ইজারাদারী ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্য দিয়ে কোম্পানি জমির নিলামে সবচেয়ে বেশি ডাক দেওয়া ব্যাক্তির সঙ্গে বন্দোবস্ত করত। এভাবে প্রথমে পাঁচ বছর এরপর একবছর তারপর দশ বছরের জন্য বন্দোবস্ত করা হল, যা যথাক্রমে পাঁচ সালা, একসালা ও দশ সালা বন্দোবস্ত নামে পরিচিত। যদিও লর্ড কর্ণওয়ালিস পরবর্তীতে ১৭৯৩ খ্রি: এই দশ সালা বন্দোবস্ত কেই চির স্থায়ী বন্দোবস্ত পরিণত করেছিল।



Other Question

অষ্টম শ্রেণীর বাংলা  মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্ন-উত্তর(2021)------( ক্লিক করো)


অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্ন- উত্তর ( ২০২১)-----(ক্লিক করো)


 Class 8 Geography New  Model Activity task Answer-----(ক্লিক করো)


এই রকম প্রতিদিন নতুন নতুন শিক্ষণীয় পোস্ট পেতে আমাদের "Facebook Page" টিকে Follow করে নিও।





Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর