Class 6 Bengali Model Activity Task Answer(Part-4)

  ১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

 ১.১ ‘ভবঘুরে’ কবিতায় 'শুকনো খড়ের আঁটি' রয়েছে -

(ক) অশ্বত্থ গাছের নীচে

(খ) মাঠ

(গ) গোলাঘরে

(ঘ) নৌকোর খোলে

উত্তর: (ঘ) নৌকোর খোলে


১.২ ‘তাকে আসতে বলবে কাল।'— আসতে বলা হয়েছে-

(ক) শংকর সেনাপতিকে

(থ) অভিমন্যু সেনাপতিকে

(গ) বিভীষণ দাশকে

(ঘ) পঞ্চানন অপেরার মালিককে

উত্তর: (খ) অভিমন্যু সেনাপতিকে


১.৩ ‘আকাশে নয়ন ভুলে’ দাঁড়িয়ে রয়েছে-

(ক) বুনো পাহাড়

(থ) মরুভূমি

(গ) প্রভাত সূর্য 

(ঘ) পাইন গাছ

উত্তর: (ঘ) পাইন গাছ


১.৪ 'যেতে পারি কিন্তু কেন যাব' কাব্যগ্রন্থটির রচয়িতা

(ক) নীরেন্দ্রনাথ চক্রবর্তী

(খ) অরুণ মিত্র

(গ) শক্তি চট্টোপাধ্যায়

(ঘ) অমিয় চক্রবর্তী

উত্তর: (গ) শক্তি চট্টোপাধ্যায়


১.৫ পূর্ববঙ্গের মাহুতের ভাষায় 'মাইল' শব্দের অর্থ

(ক) পিছনে যাও

(খ) সাবধান

(গ) বস

(ঘ) কাত হও

উত্তর (খ) সাবধান


২. খুব সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

২.১ ‘ও তো পথিকজনের ছাতা' – পথিকজনের ছাতা কোনটি?

উত্তর:  নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা 'ভরদুপুরে কবিতা'য় অশথ গাছটিকে পথিক জনের ছাতা বলা হয়েছে।


২.২ ‘এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে।”– কেন এমনটি হয় ?

উত্তর:  শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত 'সেনাপতি শংকর' গল্পে পাঁচ সাত মাইলের ভিতরে বঙ্গোপসাগর তাই এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে।


২.৩ 'মন ভালো করা' কবিতায় কবি রোদ্দুরকে কীসের সঙ্গে তুলনা করেছেন?

উত্তর:  শক্তি চট্টোপাধ্যায় রচিত 'মন ভালো করা' কবিতা কবি রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের সঙ্গে তুলনা করেছেন।


২.৪ ‘আমি কথা দিয়ে এসেছি – কথক কোন কথা দিয়ে এসেছেন?

উত্তর: অরুণ মিত্র রচিত 'ঘাসফড়িং’ কবিতায় কথক কথা দিয়ে এসেছেন যে তাকে ভিজে ঘাসের উপর যেতেই হবে।


৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :


৩.১ ‘দাঁড়ায়ে রয়েছে পামগাছ মরুতটে।'–কে এমন স্বপ্ন দেখে? কেন সে এমন স্বপ্ন দেখে ?

 উত্তর:  হাইনরিখ হাইনে রচিত ‘পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন 'তুলি' কবিতায় পাইন গাছ এমন স্বপ্ন দেখে ৷


.পাইনগাছ যেখানে থাকে, তা শীতের দেশ। তার সেখানে ভালো লাগে না। তার ভালো লাগে, দূরের কিছুকে। আর এখানে বরফের অতিরিক্ত ঠান্ডা, পাইনগাছের কষ্ট ও যন্ত্রণার কারণ। সে উত্তাপ ও উষ্ণতা চায়। তার কাছে, গরম দেশ বা স্থান স্বপ্ন দেখার বিষয়, অর্থাৎ ঠান্ডার থেকে তার কাছে গরম জায়গাই প্রত্যাশিত, সেই জন্যই পাইন গাছ পামগাছের স্বপ্ন দেখে।


৩.২ ... তাই তারা স্বভাবতই নীরব।'- কাদের কথা বলা হয়েছে? তারা নীরব কেন?

উত্তর:  সুবিনয় রায়চৌধুরী রচিত ‘পশুপাখির ভাষা' রচনায় বন্যপ্রাণীদের সম্বন্ধে এই কথা বলা হয়েছে।


              জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয়। আক্রমণ করা এবং আত্মরক্ষার জন্য তাদের তৈরি থাকতে হয়। তাই জঙ্গলের মাঝে তারা স্বভাবতই নীরব থাকে।


৩.৩ ‘এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়।– উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি 'কুমোরে-পোকার - বাসাবাড়ি' রচনাংশ অনুসরণে লেখো৷

উত্তর: গোপালচন্দ্র ভট্টাচার্য রচিত ‘কুমোরে পোকার বাসাবাড়ি’ গল্পে কুমোরে পোকা ডিম পাড়ার সময় হলেই এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। দুই চারদিন ঘুরে-ফিরে মনোমতো কোনো স্থান দেখতে পেলেই তার আশপাশে বারবার ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখে। তারপর খানিক দূরে গিয়ে আবার ফিরে আসে এবং স্থানটাকে পুনঃ পুনঃ দেখে নেয় । দুই-তিনবার এইরূপ ভাবে উড়ে অবশেষে তাকে উপযুক্ত স্থান হিসেবে নির্বাচন করে।


৪. নির্দেশ অনুসারে উত্তর দাও :


৪.১ বিসর্গসন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে ‘র’ হচ্ছে – এমন দুটি উদাহরণ দাও।

উত্তর -

নিঃ + আমিষ = নিরামিষ

প্রাতঃ + রাশ = প্রাতরাশ


৪.২ বিসর্গসন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করছে – এমন দু'টি উদাহরণ দাও ।

উত্তর -

নিঃ + রব = নীরব

নিঃ + রোগ = নীরোগ

.
৪.৩ উদাহরণ দাও – জোড়বাঁধা সাধিত শব্দ, শব্দথণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ।

উত্তর -

জোড়বাঁধা সাধিত শব্দের উদাহরণ -  দশানন,পটলতোলা, জলখাবার

. শব্দথণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ-
প্রিয়তম, ক্ষুদ্রতম, দয়াময়


৪.৪ সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের পার্থক্য কোথায়?

উত্তর -

সংখ্যাবাচক শব্দ

১. ভাষাতত্বে গণনার উদ্দেশ্যে ব্যবহৃত পদগুলিকে
সংখ্যাবাচক শব্দ বা সংখ্যাবাচক পদ বা সংখ্যাবাচক বিশেষণ বলা হয়৷
 
২. উদাহরণ- প্রথম, দ্বিতীয় তৃতীয়

সূরণবাচক শব্দ

১. একই সারি, দল বা শ্রেণীতে অবস্থিত কোন ব্যক্তি বা বস্তুর | ক্রম বা পর্যায় বোঝাতে যে |সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয়, তাকে ক্রম বা পূরণবাচক শব্দ বলে৷

২. উদাহরণ - এক, দুই, তিন

[Note-তোমার এই পার্থক্য টিকে একটা ছকের মধ্য লিখে নিবে]

[[[[[

class 6 model activity task
class 6 maths
class 6 english
class 6 bengali question answer
class 6 model activity task math
class 6 science
class 6 অংক
class 6 অ্যাসাইনমেন্ট বিজ্ঞান
class 6 অ্যাসাইনমেন্ট
class 6 ইতিহাস
class 6 ইংরেজি
class 6 model activity task english
class 6 model activity task geography
class 6 model activity task bengali
class 6 model activity task math
class 6 model activity task history
class 6 model activity task science
class 6 model activity task english part 3
class 6 model activity task geography part 2
class 6 model activity task answer
class 6 model activity task answer pdf
class 6 model activity task ans
class 6 model activity task answer 2021
class 6 model activity task all answers
class 6 model activity task answer part 1
class 6 model activity task all subject
class 6 model activity task answer sheet
class 6 model activity task bengali part 3
class 6 model activity task bengali part 2
class 6 model activity task bengali part 1
class 6 model activity task bangla
class 6 model activity task bengali part 4
class 6 model activity task bangla part 1
class 6 model activity task bengali 2021
model activity task class 6 computer
model activity task class 6 on core
class 6 model activity task history part 1
class 6 model activity task math part 2
model activity task - class 6 pdf download
model activity task - class 6 part 2 pdf download
class 6 model activity task english part 1
class 6 model activity task english part 2
class 6 model activity task english 2021
class 6 model activity task english part 4
class 6 model activity task evs
class 6 model activity task evs part 1
model activity task for class 6
class 6 model activity task geography part 3
class 6 model activity task geography part 4
class 6 model activity task geography 2021
class 6 model activity task geography part 2 2021
class 6 model activity task geography part 1 2021
class 6 model activity task geography answer
class 6 model activity task history part 2
class 6 model activity task history part 3
class 6 model activity task history answer
class 6 model activity task history part 4
class 6 model activity task history 2021
class 6 model activity task history part 1 2021
class 6 model activity task in bengali
class 6 model activity task itihaas
model activity task class 6 itihas
model activity task class 6 in english
model activity task class 6 itihas part 1
model activity task class 6 itihas part 3
model activity task class 6 in bangla
class 6 model activity task geography part 1
model activity task class 6 life science
model activity task class 6 english lesson 3
model activity task class 6 english lesson 3 the rainbow
class 6 model activity task math part 3
class 6 model activity task math part 1
class 6 model activity task math 2021
class 6 model activity task math answer
class 6 model activity task math part 1 2021
class 6 model activity task math part 4
new model activity task class 6
model activity task of class 6
model activity task class 6 poribesh o biggan part 1
model activity task class 6 poribesh o vugol
model activity task class 6 poribesh o biggan part 2
model activity task class 6 paribesh o bigyan
model activity task class 6 paribesh o bigyan part 2
model activity task class 6 poribesh o vugol part 2
class 6 model activity task part 2
class 6 model activity task poribesh
class 6 model activity task part 3
class 6 model activity task part 2 english
class 6 model activity task part 1
class 6 model activity task part 4
class 6 model activity task poribesh part 2
class 6 model activity task pdf
class 6 model activity task questions and answers
model activity task class 6 question paper
model activity task class 6 english question
model activity task class 6 english the rainbow
class 6 model activity task science part 4
class 6 model activity task science part 1
class 6 model activity task science part 2
class 6 model activity task science part 3
class 6 model activity task solution
class 6 model activity task science 2021
class 6 model activity task solved
class 6 model activity task vugol
class 6 model activity task vugol part 2
model activity task class 6 vigyan
model activity task class 6 parivesh vigyan
class 6 model activity task with answers
model activity task class 6 west bengal
model activity task class 6 west bengal board
model activity task class 6 wbbse
class 6 model activity task 1 math
class 6 model activity task 1 english
class 6 model activity task 1 history
class 6 english model activity task 1
class 6 model activity task 2021 english
class 6 model activity task 2021 history
class 6 model activity task 2021 math
class 6 model activity task 2021 bengali
class 6 model activity task 2021 science
class 6 model activity task 2021 pdf
class 6 model activity task 2 english
class 6 model activity task 2021 answers
class 6 english model activity task 2
class 6 model activity task 3 english
model activity task class 6 part 3 history
model activity task class 6 part 3 science
model activity task class 6 part 4
model activity task class 6 part 4 math
model activity task class 6 bengali part 4
model activity task class 6 english part 4
model activity task class 6 history part 4
model activity task class 6-8


Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর