নবম শ্রেণীর ইতিহাস মডেল এক্টিভিটি টাস্ক উত্তর(Part-4)



  Class History  9 Model Activity Task Answer: -


১. সঠিক উত্তরটি নির্বাচন করো :


(ক) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ______________(চতুর্দশ লুই/পঞ্চদশ লুই/ষোড়শ লুই/নেপোলিয়ন)।

উত্তরঃ- ষোড়শ লুই

(খ) ‘কাদিদ’ নামক গ্রন্থটি রচনা করেছিলেন__________ (রুশো/ভলতেয়ার/মস্তেস্কু/দিদেরো)।

উত্তরঃ ভলতেয়ার

(গ) ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির যাদুঘর’ বলে মন্তব্য করেছিলেন____________(নেপোলিয়ন/রোবসপিয়ের/মিরাবো/অ্যাডাম স্মিথ)।

উত্তরঃ- অ্যাডাম স্মিথ


কস্তম্ভের সাথে খ- স্তম্ভ মেলাও :


রোবসপিয়ের---------->সন্ত্রাসের শাসন


ডিউক অব ওয়েলিংটন------------->ইংরেজ সেনাপতি


কুটজফ------------------>রুশ সেনাপতি


৩. দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :


 (ক) কারা ‘ইনটেনডেন্ট' নামে পরিচিত ছিলেন?

উত্তর- ফ্রান্সে প্রাক-বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা 'ইনটেনডেন্ট’ নামে পরিচিত ছিল।


 (খ) “লিজিয়ন অব অনার' কী?

উত্তর-"লিজিয়ন অব অনার" হলো- ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বা সম্মাননা।এই পুরস্কার পেয়েছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের কাছ থেকে তিনি এ পুরস্কার পেয়েছিলেন।


(গ) “অর্ডারস ইন কাউন্সিল’ কী?


উত্তর- ১৮০৬ সালে নেপোলিয়ন বার্লিন ডিক্রি ঘোষণা করলে তার জবাবে ইংল্যান্ড ১৮০৭ সালের ১১ নভেম্বর একটি ঘোষণায় জানান- যদি ইউরোপের কোনো দেশ পণ্যবাহী জাহাজ ফ্রান্স বা মিত্রদেশগুলোর বন্দরে প্রবেশ করতে চায় তাহলে তাদের ইংল্যান্ডকে শুল্ক দিতে হবে এবং এই ঘোষণা অস্বীকার করলে সেই সব দেশের পণ্য বহনকারী জাহাজকে বাজেয়াপ্ত করা হবে। এই ঘোষণা 'অর্ডার ইন কাউন্সিল' নামে পরিচিত।


৪) সাত বা আটটি বাক্যে উত্তর দাও:


“কোড নেপোলিয়ন" বিষয়ে একটি টীকা লেখো।


উত্তর

কোড নেপোলিয়ন (Code Napoleon):

ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার কর্মসূচিগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ হল ‘কোড নেপোলিয়ন’ (Code Napoleon) বা আইনবিধির প্রবর্তন।

গুরুত্ব:

(i) 'কোড নেপোলিয়ন' এর ফলে সমগ্র ফ্রান্সে একইধরনের আইনব্যবস্থা চালু হয় যে কারণে ফরাসি প্রশাসন একটি সুবিন্যস্ত রূপ লাভ করে।

(ii) ফরাসি বিপ্লবকালে যে সমস্ত ঘোষণা ও আইনগত ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল সেগুলি একটি আইনগ্রন্থে সংকলিত হয়।

(iii)—কোড নেপোলিয়ন' প্রবর্তন ফ্রান্সের বুর্জোয়া শ্রেণি ও কৃষকসহ অধিকাংশ মানুষকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিল।এইভাবে তা ফরাসি সমাজের বাইবেল’-এ পরিণত হয়।


উপসংহার : এইভাবে কোড নেপোলিয়নের মাধ্যমে নেপোলিয়ন বিপ্লবের আদর্শগুলিকে বাস্তবায়িত করতে সচেষ্ট হয়েছিলেন।এই আইনসংহিতা কেবল ফ্রান্সেই নয়, ফ্রান্সের সীমানা ছাড়িয়ে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রেও স্বীকৃতি পেয়েছিল।

Class 9 Bengali  Model  Activity Task Answer_____-___________(CLICK)

Class 9 History Model Activity Task answers______________.   (CLICK)

Class 9 Geography Model Activity Task answers__________.     (Click)



Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)