Classification of Igneous Rock on the basis of Composition of Minerals


◆◆  শিলা গঠনকারী খনিজের ভিত্তিতে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ 

বিভিন্ন ধরনের খনিজের সমন্বয়ে বিভিন্ন শিলা গঠিত। এসব গঠনকারী খনিজের উপাদানের তারতম্যের ভিত্তিতে শিলার গঠনও পরিবর্তিত হয়। এ কারণে আবার আগ্নেয়শিলাকে চার ভাগে ভাগ করা হয়ঃ--

(1) ফেলসিক (Felsic)

(2) মেফিক (Mafic) 

(3) ফেলসিক ও মেফিকের মাঝামাঝি (Between Felsic & Mafic)

 (4) উচ্চ মাত্রায় মেফিক (Ultramafic)


(1) ফেলসিক শিলা (Felsic Rock) :

Felsic নামটি থেকে বোঝা যায় এটি Feldspar + Silicate এর সমন্বয়ে গঠিত। এর বর্ণ ধূসর ও অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। ফেলসিক শিলা মূলত গ্রানাইট দ্বারা গঠিত। তাই এটি গ্রানাইট শিলাস্তর নামেও পরিচিত। গ্রানাইট আবার সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। সুতরাং দেখা যায় ফেলসিকে কোয়ার্টজ ও ফেল্ডম্পার সমৃদ্ধ খনিজের পরিমাণই বেশি। তাই Felsic নামকরণ হয়েছে। এটি হালকা বর্ণের হয়ে থাকে।


(2) মেফিক শিলা (Mafic Rock) :

Mafic দ্বারা বোঝানো হয়েছে [Magnesium + Ferrous (Iron)]। এছাড়াও মেফিক শিলাস্তরে সিলিকা ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায়। এটি ব্যাসল্ট (Basalt) শিলা নামে পরিচিত। এ শিলার রং গাঢ় বর্ণ থেকে কালো বর্ণের হয়। এটি তুলনামূলকভাবে উচ্চ ঘনত্ব সম্পন্ন, অনেকের মতে ব্যাসল্ট (Basalt) স্তর সারা পৃথিবী জুড়ে বহিরাবরণের মত মহাদেশীয় ভূ-ত্বকের নীচে ও গভীর সমুদ্রের তলদেশে অবস্থান করছে।


(3) ফেলসিক ও মেফিকের মাঝামাঝি (Between Felsic & Mafic) :

এগুলো অ্যান্ডেসাইট জাতীয় প্রধান খনিজ হলো হর্নব্লেড, সোডিয়াম ফেন্ডস্পার। বর্ণ গাঢ়। যেমন—ডাইয়োরাইট ও অ্যান্ডেসাইট।


(4) উচ্চমাত্রায় মেফিক (High Concentration of Mafic) :

অধিক মাত্রায় লোহা ও ম্যাগনেসিয়াম থাকে। প্রধান খনিজ হলো অলিভিন, পাইরক্সিন। গাঢ় সবুজ থেকে কালো বর্ণের। যেমন—পেরিডোটাইট ৷


◆◆◆ শিলাচক্র (Rock-Cycle) :

শিলা প্রধানত তিন শ্রেণীর চিহ্নিত হলেও মূল ও আদিম (Original) শিলারূপে কোনটিই ঠিকমতো চিহ্নিত করা যায় না। আগ্নেয় শিলাকে সাধারণভাবে প্রাথমিক শিলা বললেও ভূপৃষ্ঠে অবস্থিত বিভিন্ন শিলায় একাধিক পরিবর্তন চক্রের নিদর্শন দেখা যায় (Cycle of Transformation)। সাধারণভাবে আগ্নেয় শিলা সৃষ্টির পর ভূপৃষ্ঠে প্রতিনিয়ত আবহবিকারের ও ক্ষয়ের ফলে পলি সৃষ্টি হয়। এই পলি সঞ্চিত হয়ে পাললিক শিলার জন্ম দেয়। পরবর্তীকালে পাললিক শিলা ক্ষয় হয়েও পলি সৃষ্টি হয় ও নতুন পাললিক শিলা গড়ে ওঠে। আদি আগ্নেয় শিলা ও পাললিক শিলা উভয়েই ভূ-আন্দোলনজনিত নানা কারণে চাপ ও তাপের প্রক্রিয়ায় রূপান্তরিত শিলায় পরিণত হয়। ভূ-অভ্যন্তরে অত্যধিক তাপে শিলার কিছু অংশ তরল ম্যাগমায় পরিণত হতে পারে এবং অগ্ন্যুৎপাতের ফলে নতুন আগ্নেয় শিলার জন্ম দিতে পারে। এভাবেই আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয় শিলা চক্রটি সম্পূর্ণ হয়। এই প্রক্রিয়াকে শিলাচক্র (Cycle of Rocks) বলে।

                     ভূ-বিজ্ঞানীদের মতে ম্যাগমার উদবেধের (lintrusion) ফলে বহুক্ষেত্রে পাললিক ও রূপান্তরিত শিলাও পরিবর্তিত হয়েছে। বিভিন্ন পর্যায়ে শিলার উৎপত্তি ও পরিবর্তন ঘটে।








Comments

Popular posts from this blog

হড়পা বান (Flash Flood): হড়পা বান কাকে বলে, ইহার বৈশিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করা হয়েছে

চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য (Difference between Variable and Constant)

মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ? মৌসুমি বিস্ফোরণের উৎপত্তির কারণ গুলি আলোচনা কর